ETV Bharat / international

ডোনাল্ড ট্রাম্প কোরোনামুক্ত, বললেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক

author img

By

Published : Oct 13, 2020, 7:39 AM IST

2 অক্টোবর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প । পরেরদিনই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ওয়াল্টার রিড সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । এরপর গতকালই তাঁর কোরোনামুক্ত হওয়ার খবর ঘোষণা করেন হোয়াইট হাইজ়ের চিকিৎসক সিন কোনলে ।

Donald Trump
কোরোনামুক্ত ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন , 13 অক্টোবর : কোরোনামুক্ত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হোয়াইট হাইজ়ের চিকিৎসক সিন কোনলে গতকাল ট্রাম্পের কোরোনামুক্ত হওয়ার খবর ঘোষণা করেন । তিনি বলেন , "ডোনাল্ড ট্রাম্পের ব়্যাপিড টেস্ট করানো হয়েছিল । রিপোর্ট নেগেটিভ এসেছে । আমি আপনাদের বলতে পারি যে , অ্যামেরিকার প্রেসিডেন্ট এখন কোরোনামুক্ত । তিনি এখন অন্য কারও জন্য সংক্রামক নন ।"

2 অক্টোবর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প । পরেরদিনই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ওয়াল্টার রিড সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । পরবর্তী দু'দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল ৷ ট্রাম্পের ডাক্তার সূত্রে খবর, হাসপাতালে ভরতি করার আগে হোয়াইট হাউজ়ে তাঁকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হয় ৷ হাসপাতালে চারদিন থাকার পর ছাড়া পেয়েছিলেন ট্রাম্প ৷ এরপর 11 অক্টোবর প্রথম জনসমক্ষে উপস্থিত হয়ে তিনি জনগণের উদ্দেশে 18 মিনিটের একটি ভাষণ দেন ৷

যদিও, তখনও পর্যন্ত ওয়াইট হাউজ়ের তরফে পরিষ্কার করে কিছুই বলা হয়নি যে তিনি আদৌ কোরোনামুক্ত হয়েছেন কি না ৷ সমস্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল ৷ এরপর গতকালই তাঁর কোরোনামুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক ।

ওয়াশিংটন , 13 অক্টোবর : কোরোনামুক্ত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হোয়াইট হাইজ়ের চিকিৎসক সিন কোনলে গতকাল ট্রাম্পের কোরোনামুক্ত হওয়ার খবর ঘোষণা করেন । তিনি বলেন , "ডোনাল্ড ট্রাম্পের ব়্যাপিড টেস্ট করানো হয়েছিল । রিপোর্ট নেগেটিভ এসেছে । আমি আপনাদের বলতে পারি যে , অ্যামেরিকার প্রেসিডেন্ট এখন কোরোনামুক্ত । তিনি এখন অন্য কারও জন্য সংক্রামক নন ।"

2 অক্টোবর কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প । পরেরদিনই চিকিৎসকদের পরামর্শে তাঁকে ওয়াল্টার রিড সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । পরবর্তী দু'দিন তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল ৷ ট্রাম্পের ডাক্তার সূত্রে খবর, হাসপাতালে ভরতি করার আগে হোয়াইট হাউজ়ে তাঁকে কিছুক্ষণের জন্য অক্সিজেন দেওয়া হয় ৷ হাসপাতালে চারদিন থাকার পর ছাড়া পেয়েছিলেন ট্রাম্প ৷ এরপর 11 অক্টোবর প্রথম জনসমক্ষে উপস্থিত হয়ে তিনি জনগণের উদ্দেশে 18 মিনিটের একটি ভাষণ দেন ৷

যদিও, তখনও পর্যন্ত ওয়াইট হাউজ়ের তরফে পরিষ্কার করে কিছুই বলা হয়নি যে তিনি আদৌ কোরোনামুক্ত হয়েছেন কি না ৷ সমস্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল ৷ এরপর গতকালই তাঁর কোরোনামুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন হোয়াইট হাউজ়ের চিকিৎসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.