ETV Bharat / international

হোয়াইট হাউজ়ের সামনে প্রতিবাদের জের, ওয়াশিংটনে জারি কারফিউ - protests near White House

হোয়াইট হাউজ়ের সামনে উত্তেজনা বাড়তে থাকায় ওয়াশিংটন ডিসির মেয়র কারফিউ জারি করেন ।

Curfew in Washington DC
ওয়াশিংটন ডিসিতে জারি কারফিউ
author img

By

Published : Jun 1, 2020, 2:50 PM IST

ওয়াশিংটন, 1 জুন : ওয়াশিংটনে বাড়তে থাকা উত্তেজনার কারণে রবিবার রাত থেকে কারফিউ জারি করা হয় । ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজা়র জানান, অ্যাফ্রো-অ্যামেরিকান ব‍্যক্তি জর্জ ফ্লয়েডের পুলিশ হেপাজতে মৃত্যুর পর হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে । 31 মে রাত 11টা থেকে 1 জুন সকাল ছ'টা পর্যন্ত কারফিউ জারি করা হয় ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াশিংটন পুলিশের সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামাল দিচ্ছে । ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ প্রদর্শন এই নিয়ে তৃতীয় দিনে পড়ল । তবে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অ্যামেরিকার অন্য জায়গার তুলনায় কম বলে জানান ওয়াশিংটন ডিসি পুলিশের মুখ্য আধিকারিক নিউশম্যান । ওয়াশিংটনে বিক্ষোভের ঘটনায় 11 জন পুলিশ আধিকারিক জখম হয়েছেন এবং 17 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে ।

অ্যাফ্রো-অ্যামেরিকান জর্জ ফ্লয়েড (46)-এর শুক্রবার মিনিপোলিস পুলিশের হেপাজতে মৃত্যু হয় । ডেরেক চৌভিন নামে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জর্জকে থার্ড ডিগ্রি দিয়ে খুনের অভিযোগ ওঠে । জর্জকে হাঁটুর তলায় পিষে মেরে ফেলেন বলে ডেরেকের বিরুদ্ধে অভিযোগ । মৃত্যুর আগে জর্জ বলেছিলেন, “আমি নিঃশ্বাস নিতে পারছি না ।" ডেরেককে গ্রেপ্তার করা হয়েছে । 2014 সালে এরিক গার্নার নামে আর এক অ্যাফ্রো- অ্যামেরিকান ব্যক্তিকে থার্ড ডিগ্রি দিয়ে খুনের অভিযোগ ওঠে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে । নিউ ইয়র্কের ওই ঘটনায় আমেরিকা তথা বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে ।

ওয়াশিংটন, 1 জুন : ওয়াশিংটনে বাড়তে থাকা উত্তেজনার কারণে রবিবার রাত থেকে কারফিউ জারি করা হয় । ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়েল বাউজা়র জানান, অ্যাফ্রো-অ্যামেরিকান ব‍্যক্তি জর্জ ফ্লয়েডের পুলিশ হেপাজতে মৃত্যুর পর হোয়াইট হাউজ়ের সামনে বিক্ষোভ প্রদর্শন চলছে । 31 মে রাত 11টা থেকে 1 জুন সকাল ছ'টা পর্যন্ত কারফিউ জারি করা হয় ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াশিংটন পুলিশের সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামাল দিচ্ছে । ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ প্রদর্শন এই নিয়ে তৃতীয় দিনে পড়ল । তবে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অ্যামেরিকার অন্য জায়গার তুলনায় কম বলে জানান ওয়াশিংটন ডিসি পুলিশের মুখ্য আধিকারিক নিউশম্যান । ওয়াশিংটনে বিক্ষোভের ঘটনায় 11 জন পুলিশ আধিকারিক জখম হয়েছেন এবং 17 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে ।

অ্যাফ্রো-অ্যামেরিকান জর্জ ফ্লয়েড (46)-এর শুক্রবার মিনিপোলিস পুলিশের হেপাজতে মৃত্যু হয় । ডেরেক চৌভিন নামে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জর্জকে থার্ড ডিগ্রি দিয়ে খুনের অভিযোগ ওঠে । জর্জকে হাঁটুর তলায় পিষে মেরে ফেলেন বলে ডেরেকের বিরুদ্ধে অভিযোগ । মৃত্যুর আগে জর্জ বলেছিলেন, “আমি নিঃশ্বাস নিতে পারছি না ।" ডেরেককে গ্রেপ্তার করা হয়েছে । 2014 সালে এরিক গার্নার নামে আর এক অ্যাফ্রো- অ্যামেরিকান ব্যক্তিকে থার্ড ডিগ্রি দিয়ে খুনের অভিযোগ ওঠে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে । নিউ ইয়র্কের ওই ঘটনায় আমেরিকা তথা বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.