ETV Bharat / international

দু'বছরের মধ্যে মিলবে কোরোনা থেকে মুক্তি, আশাবাদী WHO

1918 সালের স্প্যানিশ ফ্লুয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে যত সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে মুক্তি মিলবে কোরোনা ভাইরাস থেকে । এমনই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

WHO
ফাইল ছবি
author img

By

Published : Aug 22, 2020, 4:25 PM IST

জেনেভা, 22 অগাস্ট : দু'বছরের মধ্যে কোরোনার প্রকোপ থেকে মুক্তি পাবে বিশ্ব । অর্থাৎ, স্প্যানিশ ফ্লুয়ের থেকেও কম সময়ে মুক্তি মিলবে কোরোনার থেকে । আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য কার্যালয় জেনেভায় এক সাংবাদিক বৈঠকে WHO-প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়েছেন, "আমরা আশা করছি, দুই বছরেরও কম সময়ের মধ্যে কোরোনা থেকে মুক্তি মিলবে । 1918 সালের স্প্যানিশ ফ্লুয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে যত সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে মুক্তি মিলবে কোরোনা ভাইরাস থেকে ।

1918 সালের তুলনায় এখন পরিস্থিতি বেশ কিছু দিক থেকে জটিল । গ্যাব্রিয়েসসের মতে, বর্তমানে সবথেকে বড় সমস্যা হল, বিশ্বায়ন, নৈকট্য ও নিবিড়তা । ফলে, বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে কোরোনা সংক্রমণ । এই সমস্যাগুলি যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে এগিয়েছে প্রযুক্তিগত উন্নয়নের ধারা । এই প্রযুক্তিকে হাতিয়ার করেই কোরোনা থেকে মুক্তি মিলবে বলে আশাবাদী তিনি ।

আরও পড়ুন : কোরোনা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব, ধারাভির প্রশংসা করে জানাল WHO

কোরোনার প্রকোপে গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 8 লাখ মানুষ । আক্রান্ত হয়েছেন 23 মিলিয়ন । স্প্যানিশ ফ্লুয়ে প্রাণ হারিয়েছেন 50 মিলিয়ন মানুষ । আক্রান্ত হয়েছেন 500 মিলিয়নের কাছাকাছি ।

আরও পড়ুন : 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, সুস্থ 22 লাখের বেশি

এদিকে ভারতে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 69 হাজার 878 জন । এখনও পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত 29 লাখ 75 হাজার 702 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

জেনেভা, 22 অগাস্ট : দু'বছরের মধ্যে কোরোনার প্রকোপ থেকে মুক্তি পাবে বিশ্ব । অর্থাৎ, স্প্যানিশ ফ্লুয়ের থেকেও কম সময়ে মুক্তি মিলবে কোরোনার থেকে । আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য কার্যালয় জেনেভায় এক সাংবাদিক বৈঠকে WHO-প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়েছেন, "আমরা আশা করছি, দুই বছরেরও কম সময়ের মধ্যে কোরোনা থেকে মুক্তি মিলবে । 1918 সালের স্প্যানিশ ফ্লুয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে যত সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে মুক্তি মিলবে কোরোনা ভাইরাস থেকে ।

1918 সালের তুলনায় এখন পরিস্থিতি বেশ কিছু দিক থেকে জটিল । গ্যাব্রিয়েসসের মতে, বর্তমানে সবথেকে বড় সমস্যা হল, বিশ্বায়ন, নৈকট্য ও নিবিড়তা । ফলে, বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে কোরোনা সংক্রমণ । এই সমস্যাগুলি যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে এগিয়েছে প্রযুক্তিগত উন্নয়নের ধারা । এই প্রযুক্তিকে হাতিয়ার করেই কোরোনা থেকে মুক্তি মিলবে বলে আশাবাদী তিনি ।

আরও পড়ুন : কোরোনা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব, ধারাভির প্রশংসা করে জানাল WHO

কোরোনার প্রকোপে গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 8 লাখ মানুষ । আক্রান্ত হয়েছেন 23 মিলিয়ন । স্প্যানিশ ফ্লুয়ে প্রাণ হারিয়েছেন 50 মিলিয়ন মানুষ । আক্রান্ত হয়েছেন 500 মিলিয়নের কাছাকাছি ।

আরও পড়ুন : 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ, সুস্থ 22 লাখের বেশি

এদিকে ভারতে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়ছে । গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 69 হাজার 878 জন । এখনও পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত 29 লাখ 75 হাজার 702 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.