ETV Bharat / international

সরকারি ওয়েবসাইট থেকে COVID-19-র তথ্য মুছল ব্রাজ়িল

author img

By

Published : Jun 7, 2020, 3:15 PM IST

কোরোনা সংক্রান্ত কয়েক মাসের তথ্য সরকারি ওয়েবসাইট থেকে মুছল ব্রাজ়িল । তাদের এই পদক্ষেপের তীব্র সমালোচনা শুরু হয়েছে ।

brazil
brazil

ব্রাসিলিয়া, 7 জুন : COVID-19 সম্বন্ধীয় কয়েক মাসের তথ্য সরকারি ওয়েবসাইট থেকে মুছে দিল ব্রাজ়িল । দেশে কোরোনা সংক্রমণ মোকাবিলায় প্রেসিডেন্ট বোলসোনারোর ভূমিকার সমলোচনার মধ্যেই ব্রাজ়িল সরকারের তরফে এই পদক্ষেপ করা হয় । সর্বাধিক কোরোনা সংক্রমিত দেশগুলির তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজ়িল । প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 6,45,700 ।

BBC এর রিপোর্ট অনুযায়ী, ব্রাজ়িলের স্বাস্থ্যমন্ত্রক তাদের সরকারি ওয়েবসাইট থেকে COVID-19 সংক্রান্ত তথ্য মুছে দিয়েছে । যা এতদিন ধরে নথিভুক্ত করেছিল সংশ্লিষ্ট দেশ ।

স্বাস্থ্যমন্ত্রক তরফে শুধু 24 ঘণ্টার রিপোর্ট প্রকাশ করা হয় । তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় ব্রাজ়িলে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 27,075 জন । 904 জনের মৃত্যু হয়েছে । সুস্থ হয়েছেন 10,209 জন ।

বোলসোনারো টুইট করে জানান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য মুছে দেওয়া হয়েছে । কারণ সেই তথ্য দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কোনও ধারনা তৈরি করে না । কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয়নি যে, কেন কোরোনা সংক্রান্ত তথ্য মোছা হল । এই পদক্ষেপের পরেই সমালোচনার ঝড় ওঠে ।

ব্রাসিলিয়া, 7 জুন : COVID-19 সম্বন্ধীয় কয়েক মাসের তথ্য সরকারি ওয়েবসাইট থেকে মুছে দিল ব্রাজ়িল । দেশে কোরোনা সংক্রমণ মোকাবিলায় প্রেসিডেন্ট বোলসোনারোর ভূমিকার সমলোচনার মধ্যেই ব্রাজ়িল সরকারের তরফে এই পদক্ষেপ করা হয় । সর্বাধিক কোরোনা সংক্রমিত দেশগুলির তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজ়িল । প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা 6,45,700 ।

BBC এর রিপোর্ট অনুযায়ী, ব্রাজ়িলের স্বাস্থ্যমন্ত্রক তাদের সরকারি ওয়েবসাইট থেকে COVID-19 সংক্রান্ত তথ্য মুছে দিয়েছে । যা এতদিন ধরে নথিভুক্ত করেছিল সংশ্লিষ্ট দেশ ।

স্বাস্থ্যমন্ত্রক তরফে শুধু 24 ঘণ্টার রিপোর্ট প্রকাশ করা হয় । তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় ব্রাজ়িলে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 27,075 জন । 904 জনের মৃত্যু হয়েছে । সুস্থ হয়েছেন 10,209 জন ।

বোলসোনারো টুইট করে জানান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য মুছে দেওয়া হয়েছে । কারণ সেই তথ্য দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কোনও ধারনা তৈরি করে না । কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয়নি যে, কেন কোরোনা সংক্রান্ত তথ্য মোছা হল । এই পদক্ষেপের পরেই সমালোচনার ঝড় ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.