ওয়াশিংটন, 27 জুলাই : ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব (US Secretary of State) অ্যান্টনি ব্লিনকেন (Antony Blinken) ৷ আজ, মঙ্গলবার তাঁর নয়াদিল্লিতে পৌঁছানোর কথা ৷ দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর ৷
তিনি এবারের সফরে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তো আলোচনা করবেনই ৷ তাছাড়া আফগানিস্তানের পরিস্থিতি, পাকিস্তানের মদত নিয়ে চলা সন্ত্রাস নিয়েও কথা হবে ৷ পাশাপাশি তিনি আলোচনা করবেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি নিয়েও ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করবেন তিনি ৷
আরও পড়ুন : taliban attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা
প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে থাকছে নীতির আদানপ্রদান, প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির আদানপ্রদানের বিষয়ও ৷ এই নিয়ে চলতি বছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বৈঠক হতে চলেছে দুই দেশের মধ্যে ৷ যাকে বলা হচ্ছে, ‘ফোর্থ টু প্লাস টু মিনিস্টেরিয়াল ডায়লগ’ ৷
সেই বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ৷ এমনটাই জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ স্টেট ব্যুরো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স-এর কার্যনির্বাহী সহকারী সচিব ডিন টমসন ৷
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সিধু দিল্লিতে ফিরেছেন এই উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য ৷ ওই বৈঠকে মূলত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে ৷
ডিন টমসন জানিয়েছেন, আফগানিস্তানে স্থিতাবস্থা ফিরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর ৷ ভারতের সহযোগিতায় তাঁরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলেই তাঁর বিশ্বাস ৷
আরও পড়ুন : ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা সমস্যা’
অন্যদিকে সরকারি একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, ভ্যাকসিন তৈরিতে সমস্ত কাঁচামাল সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সহায়তার পথ থেকে সরছে না ৷ তাদের তরফে ইতিমধ্যেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে টিকাকরণের কাজ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে করবে ৷