ETV Bharat / international

হাসপাতালে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা, ছেলের স্মৃতিচারণ বাইডেনের - হাসপাতালে বাইডেন

ওয়াল্টার রিড ন্য়াশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ কথা বললেন অসুস্থ সেনা জওয়ানদের সঙ্গে৷ তাঁর ছেলে বিউ বাইডেনও একসময় ভরতি ছিলেন এই হাসপাতালে৷ ব্রেন ক্যান্সারে আক্রান্ত বিউ শেষ নিশ্বাস ত্যাগ করেন এখানেই৷ বাইডেনের মুখে উঠে আসে সেই প্রসঙ্গ৷

Biden visits wounded soldiers at Walter Reed, where son died
হাসপাতালে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে কথা বাইডেনের
author img

By

Published : Jan 30, 2021, 10:29 PM IST

ওয়াশিংটন, 30 জানুয়ারি: হাসপাতালে গিয়ে মার্কিন সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকদের সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ শুক্রবার ওয়াল্টার রিড ন্য়াশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান তিনি৷ কথা বলেন চিকিৎসাধীনদের সঙ্গে৷ প্রসঙ্গত, এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বাইডেনের ছেলে বিউ বাইডেন৷ ব্রেন ক্য়ান্সারে আক্রান্ত বিউ এই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তাই ওয়াল্টার রিডের এই হাসপাতালের প্রতি বরাবরই আবেগপ্রবণ অ্য়ামেরিকার 46তম প্রেসিডেন্ট৷ শুক্রবার সে কথা নিজে মুখে বলেনও তিনি৷

পিছিয়ে নেই প্রেসিডেন্ট পত্নীও৷ শুক্রবারই একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন৷ সেনা জওয়ানদের পরিবারের বিভিন্ন সমস্য়া নিয়ে বরাবরই সরব তিনি৷ শুক্রবার সেনা স্কুলের পড়ুয়াদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি৷

পড়ুয়াদের দাবি, তাঁরা চান, তাঁরাও যে দেশের কাজে নিযুক্ত রয়েছেন, সে সম্পর্কে আরও বেশি করে জানুক দেশবাসী৷ তাঁদের সেই দাবি মেনে নিয়েছেন ফার্স্ট লেডি৷ অ্য়ামেরিকার সাধারণ মানুষ যাতে এ বিষয়ে সচেতন হন, তার উপর জোর দিচ্ছেন জিল বাইডেন৷ পড়ুয়াদের তিনি বলেন, ছাত্রছাত্রীদের অবদান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন প্রেসিডেন্টও৷

পড়ুয়াদের উদ্দেশে জিল বলেন, ‘‘আমি কখনই চাইব না, তোমরা নিজেদের একা ভাব৷ আমরা সকলেই তোমাদের সঙ্গে আছি৷ তোমাদের প্রত্য়েকের প্রতিটা আত্মত্য়াগকে আমরা কুর্নিশ জানাই৷ বিশেষ করে মহামারির সময় তোমরা যেভাবে অন্য়ান্য় পড়ুয়া ও দেশবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ, তা অতুলনীয়৷’’

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের আমেরিকা

প্রসঙ্গত, ওয়াল্টার রিড হাসপাতালে প্রেসিডেন্টের চিকিৎসার জন্যও বিশেষ ব্য়বস্থা রয়েছে৷ কোরোনায় আক্রান্ত হওয়ার পর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ভরতি ছিলেন সেখানে৷ তবে অক্টোবরের ওই ক’টা দিন বাদ দিলে হাতে গোনা কয়েকবারই এই হাসপাতালে পদধূলি পড়েছিল ট্রাম্পের৷ অথচ তাঁর পূর্বসূরি বারাক ওবামা অন্তত 24 বার ওয়াল্টার রিডে এসেছিলেন অসুস্থ সেনাদের সঙ্গে কথা বলতে, তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিতে৷ বাইডেনও সেই ধারা ফের শুরু করবেন বলেই মত ওয়াকিবহাল মহলের৷

ওয়াশিংটন, 30 জানুয়ারি: হাসপাতালে গিয়ে মার্কিন সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিকদের সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ শুক্রবার ওয়াল্টার রিড ন্য়াশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান তিনি৷ কথা বলেন চিকিৎসাধীনদের সঙ্গে৷ প্রসঙ্গত, এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বাইডেনের ছেলে বিউ বাইডেন৷ ব্রেন ক্য়ান্সারে আক্রান্ত বিউ এই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তাই ওয়াল্টার রিডের এই হাসপাতালের প্রতি বরাবরই আবেগপ্রবণ অ্য়ামেরিকার 46তম প্রেসিডেন্ট৷ শুক্রবার সে কথা নিজে মুখে বলেনও তিনি৷

পিছিয়ে নেই প্রেসিডেন্ট পত্নীও৷ শুক্রবারই একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন৷ সেনা জওয়ানদের পরিবারের বিভিন্ন সমস্য়া নিয়ে বরাবরই সরব তিনি৷ শুক্রবার সেনা স্কুলের পড়ুয়াদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি৷

পড়ুয়াদের দাবি, তাঁরা চান, তাঁরাও যে দেশের কাজে নিযুক্ত রয়েছেন, সে সম্পর্কে আরও বেশি করে জানুক দেশবাসী৷ তাঁদের সেই দাবি মেনে নিয়েছেন ফার্স্ট লেডি৷ অ্য়ামেরিকার সাধারণ মানুষ যাতে এ বিষয়ে সচেতন হন, তার উপর জোর দিচ্ছেন জিল বাইডেন৷ পড়ুয়াদের তিনি বলেন, ছাত্রছাত্রীদের অবদান সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন প্রেসিডেন্টও৷

পড়ুয়াদের উদ্দেশে জিল বলেন, ‘‘আমি কখনই চাইব না, তোমরা নিজেদের একা ভাব৷ আমরা সকলেই তোমাদের সঙ্গে আছি৷ তোমাদের প্রত্য়েকের প্রতিটা আত্মত্য়াগকে আমরা কুর্নিশ জানাই৷ বিশেষ করে মহামারির সময় তোমরা যেভাবে অন্য়ান্য় পড়ুয়া ও দেশবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ, তা অতুলনীয়৷’’

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ব্যবস্থা নিতে পদক্ষেপ করল বাইডেনের আমেরিকা

প্রসঙ্গত, ওয়াল্টার রিড হাসপাতালে প্রেসিডেন্টের চিকিৎসার জন্যও বিশেষ ব্য়বস্থা রয়েছে৷ কোরোনায় আক্রান্ত হওয়ার পর প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ভরতি ছিলেন সেখানে৷ তবে অক্টোবরের ওই ক’টা দিন বাদ দিলে হাতে গোনা কয়েকবারই এই হাসপাতালে পদধূলি পড়েছিল ট্রাম্পের৷ অথচ তাঁর পূর্বসূরি বারাক ওবামা অন্তত 24 বার ওয়াল্টার রিডে এসেছিলেন অসুস্থ সেনাদের সঙ্গে কথা বলতে, তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিতে৷ বাইডেনও সেই ধারা ফের শুরু করবেন বলেই মত ওয়াকিবহাল মহলের৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.