ওয়াশিংটন, 19 জুলাই : নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জো বিডেন ক্ষমতায় এলে, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার গঠনে সহায়তা করবেন, যেখানে ভারত UNSC-র স্থায়ী আসন পায় । এমনটাই দাবি ভারতে নিযুক্ত প্রাক্তন অ্যামেরিকান রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার ।
সুরক্ষা কাউন্সিল সহ রাষ্ট্রসংঘের সংস্কারের দিকে জোর দিচ্ছে ভারত । ভারতের তরফে জানানো হয়েছে, এর গঠন বর্তমান বাস্তবতাকে প্রতিফলিত করে না এবং যথেষ্ট প্রতিনিধিত্ব করে না । UNSC-র 15টি সদস্য রয়েছে, যার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য - অ্যামেরিকা, ইউ কে, ফ্রান্স, রাশিয়া এবং চিন । চিন UNSC-র একমাত্র স্থায়ী সদস্য যারা শক্তিশালী গ্রুপিংয়ে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে । UNSC-র 10টি অস্থায়ী সদস্যদের মধ্যে অর্ধেক সদস্য প্রতি বছর দু'বছরের মেয়াদে নির্বাচিত হয় । সম্প্রতি এই দু'বছরের মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে মেক্সিকো ও আয়ারল্যান্ডের পাশাপাশি ভারত নির্বাচিত হয়েছে, যার মেয়াদ শুরু হচ্ছে 2021-এর 1 জানুয়ারি থেকে ।
UNSC-তে ভারতের স্থায়ী সদস্যপদ প্রসঙ্গে গতকাল রিচার্ড ভার্মা বলেন, "প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে বিডেন রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার সুরক্ষা কাউন্সিলে ভারতকে স্থায়ী সদস্য করার জন্য সহায়তা করবেন । এর প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের মর্যাদা পূরণ করবেন জো বিডেন ।" তিনি আরও বলেন, "বিডেন আমাদের নাগরিকদের সম্মিলিতভাবে সুরক্ষিত রাখতে ভারতের সঙ্গে একযোগে কাজ করবেন বলেই আমি মনে করি । যার অর্থ সীমান্তে সন্ত্রাসবাদের বিরোধিতা এবং ভারতের প্রতিবেশী দেশগুলি পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করলে ভারতের পাশে দাঁড়ানো ।" ভার্মা, একজন ভারতীয়-অ্যামেরিকান, যিনি 2014 থেকে 2017 পর্যন্ত ভারতে অ্যামেরিকান রাষ্ট্রদূত ছিলেন ।
77 বছর বয়সী প্রাক্তন অ্যামেরিকান ভাইস-প্রেসিডেন্ট অগাস্টে ডেমোক্র্যাটিক পার্টির তরফে আনুষ্ঠানিকভাবে মনোনীত হতে চলেছেন । 3 নভেম্বর প্রেসিডেনশিয়াল নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী 74 বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ক্যাম্পের প্রতিপক্ষ হিসেবে লড়বেন । ভার্মা, বিডেন ইউনিটি টাস্কফোর্সের অর্থনৈতিক নীতি উপদেষ্টা সোনাল শাহ এবং প্রাক্তন মার্কিন সার্জন জেনেরাল বিবেক মূর্তি, অ্যামেরিকান প্রোগ্রেস অ্যাকশন ফান্ডের সেন্টার ফর ভার্চুয়াল ইভেন্টে বলেন, "ডেলাওয়্যার থেকে সেনেটরই হোন বা ওবামা প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট, বিগত কয়েক দশকে বিডেনের ট্র্যাক রেকর্ড প্রমাণ করে, তিনি ভারতীয় এবং ভারতীয়-অ্যামেরিকানদের সেরা বন্ধু ।" বিডেন কমিউনিটি টাউন হলের ওই অনুষ্ঠানে রিচার্ড ভার্মা বলেন, "নিঃসেন্দহে প্রেসিডেন্ট হিসেবে বিডেন আরও বেশি সহনশীল ও ন্যায্য প্রশাসন গড়ে তুলবেন যা অ্যামেরিকা-ভরত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে ।"