বস্টন, 13 মার্চ : করোনার ভাইরাসের কয়েকটি নয়া স্ট্রেনের উপর কার্যকর নয় ভ্যাকসিন থেকে তৈরি অ্যান্টিবডি ৷ সাম্প্রতিককালে বেরনো কয়েকটি সমীক্ষার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ৷ যে স্ট্রেনের মধ্যে রয়েছে ইউকে স্ট্রেন, সাউথ আফ্রিকা স্ট্রেন এবং ব্রাজ়িল স্ট্রেন ৷ যে রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিন থেকে তৈরি অ্যান্টিবডি নয়া এই স্ট্রেনগুলিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করত খুব একটা কার্যকর নয় ৷
জার্নাল সেল নামে একটি পত্রিকায় প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ‘‘ফাইজ়ার এবং মডর্নার তৈরি করোনার ভ্যাকসিন থেকে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা ব্রাজ়িল এবং সাউথ আফ্রিকার নয়া স্ট্রেনের উপর কোনও প্রভাব ফেলে না ৷’’ বিজ্ঞানী তথা ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষক আলেসান্দ্র বালাজ় বলেন, ‘‘ভ্যাকিসনের থেকে শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি জমাট বেধে ভাইরাসকে রক্তের সেলগুলিতে সংক্রমণ ছড়ানো থেকে প্রতিহত করে ৷ তবে, সেটা তখনই সম্ভব যখন অ্যান্টিবডি এবং ভাইরাসের আকার মিলে যাবে ৷ ঠিক যেমন তালা ও চাবির ক্ষেত্রে হয় তেমনি ৷’’
আরও পড়ুন : একদিনে করোনা আক্রান্ত 24 হাজার 882, চলতি বছরে সর্বাধিক
সেই গবেষণায় বলা হয়েছে, ভাইরাসের আকার বদলে গেলে অ্যান্টিবডি সেটির সঙ্গে জুড়তে পারে না ৷ নোভেল করোনা ভাইরাসের ক্ষেত্রে স্পাইক প্রোটিনের আকার বদলে গিয়েছে ৷ ফলে অ্যান্টিবডিগুলি বেশি সময় ধরে নতুন এই স্ট্রেনের সঙ্গে লড়াই করতে ব্যর্থ হচ্ছে ৷ গবেষণায় বলা হয়েছে, এখানে মূলত করোনা ভাইরাসের মূল স্ট্রেনের থেকে নয়া স্ট্রেনের ক্ষেত্রে অ্যান্টিবডি কতটা কার্যকরি সেই গবেষণা করতে গিয়ে এই ফলাফল বেরিয়েছে ৷ এ নিয়ে আলেসান্দ্রো বালাজ় জানিয়েছেন, ‘‘যখন আমরা নতুন স্ট্রেনের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কাজ করে ? সেটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখি প্রথম ভাইরাসের ক্ষেত্রে এই ভ্যাকসিন 20-40 গুণ বেশি কার্যকর ৷