ETV Bharat / international

অ্যামেরিকায় গ্রেপ্তার ১২৯ জন ভারতীয় - indian student arrested in US

অ্যামেরিকায় গ্রেপ্তার ১২৯ ভারতীয় পড়ুয়া। US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তাদের গ্রেপ্তার করে। জাল ভিসা ও পাসপোর্টের কারবারের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 3, 2019, 9:06 AM IST

ওয়াশিংটন, ৩ ফেব্রুয়ারি : জাল ভিসা ও পাসপোর্টের কারবারের সঙ্গে জড়িত ছিল একদল ভারতীয়। অ্যামেরিকায় তারা এই চক্র চালাত। ফাঁদ পেতে তাদের মধ্যে ১২৯ জনকে গ্রেপ্তার করল US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ওই তদন্তকারী সংস্থা জানিয়েছে, একদল ভারতীয় এই অবৈধ চক্র চালাত। এরা বিদেশিদের ছাত্রের পরিচিতি দিয়ে অ্যামেরিকায় থাকতে সাহায্য করত। প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এই চক্রান্তের শিকার হয়েছিল। অভিযুক্তদের ধরতেই ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলেছিল হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থা। হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থার অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তদন্তকারীরা ১৩০ জন ছাত্রকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে ১২৯ জন ভারতীয়। এই প্রথমবার অ্যামেরিকায় এত বেশি সংখ্যক ভারতীয়কে একসঙ্গে গ্রেপ্তার করা হল।

হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জাল পাসপোর্ট ও ভিসার কারবারিদের ধরতে তাদের তরফে ডেট্রয়েটে ফার্মিংটন হিলস বিশ্ববিদ্যালয় খোলা হয়। সেই ফাঁদে পা দেয় অভিযুক্তরা। তারা জানত এই বিশ্ববিদ্যালয় ভুয়ো একথা জানা ছিল অভিযুক্তদের। তারপরও তারা এখানে ভরতি হয়।


ভারতীয় দূতাবাস গ্রেপ্তার হওয়া ছাত্রদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার পরিষেবা চালু করেছে। ভারতীয় ছাত্রদের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্র, তাদের বন্ধু এবং পরিবারের সদস্যরা cons3.washington@mea.gov.in এই মেইল ID-তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

undefined

ICE জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ICE (US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) গ্রেটার ডেট্রয়েটের ফার্মিংটন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৩০ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১২৯ জন ভারতীয়। অবৈধ ভিসা চক্রের সঙ্গে যুক্তদের ধরতে এই ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলেছিল হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থা। এবার এটা বন্ধ করে দেওয়া হল। ছাত্রদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।

ধৃতদের সঙ্গে দেখা করতে টেক্সাসের প্রাইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে যান ভারতীয় দূতাবাসের কনসুলার অফিসাররা। তাঁরা যাওয়ার পর বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়।

ওয়াশিংটন, ৩ ফেব্রুয়ারি : জাল ভিসা ও পাসপোর্টের কারবারের সঙ্গে জড়িত ছিল একদল ভারতীয়। অ্যামেরিকায় তারা এই চক্র চালাত। ফাঁদ পেতে তাদের মধ্যে ১২৯ জনকে গ্রেপ্তার করল US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ওই তদন্তকারী সংস্থা জানিয়েছে, একদল ভারতীয় এই অবৈধ চক্র চালাত। এরা বিদেশিদের ছাত্রের পরিচিতি দিয়ে অ্যামেরিকায় থাকতে সাহায্য করত। প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এই চক্রান্তের শিকার হয়েছিল। অভিযুক্তদের ধরতেই ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলেছিল হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থা। হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থার অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তদন্তকারীরা ১৩০ জন ছাত্রকে গ্রেপ্তার করেন। এদের মধ্যে ১২৯ জন ভারতীয়। এই প্রথমবার অ্যামেরিকায় এত বেশি সংখ্যক ভারতীয়কে একসঙ্গে গ্রেপ্তার করা হল।

হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জাল পাসপোর্ট ও ভিসার কারবারিদের ধরতে তাদের তরফে ডেট্রয়েটে ফার্মিংটন হিলস বিশ্ববিদ্যালয় খোলা হয়। সেই ফাঁদে পা দেয় অভিযুক্তরা। তারা জানত এই বিশ্ববিদ্যালয় ভুয়ো একথা জানা ছিল অভিযুক্তদের। তারপরও তারা এখানে ভরতি হয়।


ভারতীয় দূতাবাস গ্রেপ্তার হওয়া ছাত্রদের সাহায্যের জন্য ২৪ ঘণ্টার পরিষেবা চালু করেছে। ভারতীয় ছাত্রদের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্র, তাদের বন্ধু এবং পরিবারের সদস্যরা cons3.washington@mea.gov.in এই মেইল ID-তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

undefined

ICE জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ICE (US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) গ্রেটার ডেট্রয়েটের ফার্মিংটন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৩০ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১২৯ জন ভারতীয়। অবৈধ ভিসা চক্রের সঙ্গে যুক্তদের ধরতে এই ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলেছিল হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থা। এবার এটা বন্ধ করে দেওয়া হল। ছাত্রদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।

ধৃতদের সঙ্গে দেখা করতে টেক্সাসের প্রাইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে যান ভারতীয় দূতাবাসের কনসুলার অফিসাররা। তাঁরা যাওয়ার পর বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়।


Mumbai, Feb 03 (ANI): In more trouble for hundreds of local rail commuters, 98-year-old Mumbai's Lower Parel Railway Station will remain shut for 11 hours due to demolition work of the Delisle Road Rail over Bridge (ROB). This station will remain closed from Saturday 10:00 pm till 9:00 am on Sunday. Nearly, 205 local trains and 23 long-distance trains have been cancelled. The Western Railway (WR) has decided to carry out an 11 hour rail block-one of the longest in recent years from Saturday night. Since August 20, 2018, the WR has gradually been dismantling the bridge. It was shut for vehicular traffic in July 2018. Notably, the Central, as well as the Western Railway, conduct Mumbai Mega Block on most of the weekends for the maintenance and other related works of rail tracks. Following the mega block, local train services between Churchgate and Lower Parel will be completely stopped. The slow local train service will run up to Bandra and fast local services will run up to Dadar and the long distance trains arriving at Mumbai will be terminated at Dadar. Meanwhile, during the block period, BEST buses will ply between Churchgate and Dadar stations. It will reportedly cover all the stations including Marine Lines, Charni Road, Grant Road, Mumbai Central, Mahalaxmi, Lower Parel and Prabhadevi.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.