ETV Bharat / international

একবারে 10 সন্তানের জন্ম দিয়েছেন, দাবি দক্ষিণ আফ্রিকার মহিলার - গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড

একসঙ্গে 10 সন্তানের জন্ম দিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার গাউতেংয়ের বাসিন্দা গোসিয়াম থামারা সিথল এমনই দাবি করেছেন ৷ এ খবর সত্যি হলে, তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে ফেলবেন ৷

A woman from South Africa has given birth to 10 babies at once
একবারে 10 সন্তানের জন্ম দেওয়ার দাবি করলেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা
author img

By

Published : Jun 9, 2021, 2:23 PM IST

গাউতেং (দক্ষিণ আফ্রিকা), 9 জুন : দুই বা তিন নয় ৷ একসঙ্গে 10 সন্তানের জন্ম দিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার গাউতেং-এর বাসিন্দা গোসিয়াম থামারা সিথল সম্প্রতি 10 সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন ৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টে এমনই জানানো হয়েছে ৷ বিষয়টি সত্যি হলে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে ফেলবেন ৷

জানা গিয়েছে, তিনি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা গত সোমবার রাতে 10টি সন্তানকে দেখে চমকে গিয়েছিলেন ৷ কারণ তাঁরা মনে করেছিলেন ছয় বা তাঁর কিছু বেশি সন্তানের জন্ম দেবেন সিথল ৷ কারণ স্ক্য়ানের রিপোর্ট দেখে তেমনই জানিয়েছিলেন সিথলের চিকিৎসক ৷ সোমবার রাতে সিথল 7 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷

সিথল জানিয়েছেন, তাঁর গর্ভধারণ স্বাভাবিক ছিল ৷ তিনি এর জন্য কোনওরকম বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসার মধ্যে দিয়ে যাননি ৷ কারণ, ইতিমধ্যেই তাঁর 6 বছরের যমজ সন্তান রয়েছে ৷ সিথলের স্বামী তেবহ তোসতেতসি প্রোটিয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্ত্রী সাত মাস সাতদিনের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এই সময়ের মধ্যেই তিনি সন্তানের জন্ম দিয়েছেন ৷ তিনি দশ সন্তানের বাবা হয়ে খুব খুশি বলে জানিয়েছেন ৷

  • Gosiame Thamara Sithole gave birth to 10 babies (she & her doctors thought she was expecting 6… then 8…).

    The 37-year-old is now the mother of 12 (the decuplets join their 6-year old twin siblings)

    She is now in the Guinness World Book of Records.
    🤰🏾https://t.co/N7PKXQUDUJ

    — Ottilia Anna MaSibanda (@MaS1banda) June 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রখর রোদে মানুষকে কোভিড বিধি বোঝাচ্ছেন অন্তঃসত্ত্বা ডিএসপি

গোসিয়াম থামারা সিথল 10 সন্তানের জন্ম দিয়ে মরক্কো’র বাসিন্দা মালিয়ান হালিমা সিজকে পিছনে ফেলে দিয়েছেন ৷ তিনি গত মে মাসে 9 সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ যদিও, এ নিয়ে এখনও নিশ্চিত নয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের আধিকারিকরা ৷ তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন ৷ সেই মতো তাঁদের প্রতিনিধিকেও সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে ৷

গাউতেং (দক্ষিণ আফ্রিকা), 9 জুন : দুই বা তিন নয় ৷ একসঙ্গে 10 সন্তানের জন্ম দিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার গাউতেং-এর বাসিন্দা গোসিয়াম থামারা সিথল সম্প্রতি 10 সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন ৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টে এমনই জানানো হয়েছে ৷ বিষয়টি সত্যি হলে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে ফেলবেন ৷

জানা গিয়েছে, তিনি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা গত সোমবার রাতে 10টি সন্তানকে দেখে চমকে গিয়েছিলেন ৷ কারণ তাঁরা মনে করেছিলেন ছয় বা তাঁর কিছু বেশি সন্তানের জন্ম দেবেন সিথল ৷ কারণ স্ক্য়ানের রিপোর্ট দেখে তেমনই জানিয়েছিলেন সিথলের চিকিৎসক ৷ সোমবার রাতে সিথল 7 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷

সিথল জানিয়েছেন, তাঁর গর্ভধারণ স্বাভাবিক ছিল ৷ তিনি এর জন্য কোনওরকম বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসার মধ্যে দিয়ে যাননি ৷ কারণ, ইতিমধ্যেই তাঁর 6 বছরের যমজ সন্তান রয়েছে ৷ সিথলের স্বামী তেবহ তোসতেতসি প্রোটিয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্ত্রী সাত মাস সাতদিনের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এই সময়ের মধ্যেই তিনি সন্তানের জন্ম দিয়েছেন ৷ তিনি দশ সন্তানের বাবা হয়ে খুব খুশি বলে জানিয়েছেন ৷

  • Gosiame Thamara Sithole gave birth to 10 babies (she & her doctors thought she was expecting 6… then 8…).

    The 37-year-old is now the mother of 12 (the decuplets join their 6-year old twin siblings)

    She is now in the Guinness World Book of Records.
    🤰🏾https://t.co/N7PKXQUDUJ

    — Ottilia Anna MaSibanda (@MaS1banda) June 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রখর রোদে মানুষকে কোভিড বিধি বোঝাচ্ছেন অন্তঃসত্ত্বা ডিএসপি

গোসিয়াম থামারা সিথল 10 সন্তানের জন্ম দিয়ে মরক্কো’র বাসিন্দা মালিয়ান হালিমা সিজকে পিছনে ফেলে দিয়েছেন ৷ তিনি গত মে মাসে 9 সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ যদিও, এ নিয়ে এখনও নিশ্চিত নয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের আধিকারিকরা ৷ তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন ৷ সেই মতো তাঁদের প্রতিনিধিকেও সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.