ETV Bharat / international

লিবিয়ায় অপহৃত 7 ভারতীয় "সুরক্ষিত", উদ্ধারে তৎপর বিদেশমন্ত্রক - libya

গত মাসের 14 তারিখ লিবিয়ার আশওয়ারিফ এলাকা থেকে 7 জনকে অপহরণ করা হয় ৷ অপহৃতরা অন্ধ্রপ্রদেশ, বিহার , গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

7 Indians kidnapped in Libya, trying to secure their release, says Centre
2015 - র পর ফের লিবিয়ায় অপহৃত 7 ভারতীয়
author img

By

Published : Oct 9, 2020, 1:57 PM IST

দিল্লি, 9 অক্টোবর : লিবিয়াতে অপহৃত ভারতের 7 নাগরিক ৷ জানা গেছে, গত মাসে তাঁদের অপহরণ করা হয় ৷ তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এমনই জানানো হয় ৷

গত মাসের 14 তারিখ লিবিয়ার আশওয়ারিফ এলাকা থেকে ওই 7 জনকে অপহরণ করা হয় ৷ অপহৃতরা অন্ধ্রপ্রদেশ, বিহার , গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাঁরা প্রত্যেকেই নির্মাণকর্মী ও তেল সরবরাহের কাজ করতেন ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভারতে ফেরার জন্য সেখানের ত্রিপোলি বিমানবন্দরে এসেছিলেন ৷ সেখানেই তাঁদের অপহরণ করা হয় ৷

ইতিমধ্যেই লিবিয়ার সরকার ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারত সরকার ৷ লিবিয়ার টুনিসিয়াতে ভারতীয় দূতাবাসের তরফেও তাদের ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ অপহরণকারীরা জানিয়েছে , ওই 7 ভারতীয় সুরক্ষিত রয়েছেন ৷ অপহরণকারীরা তাঁদের ছবি দেখিয়েছে ৷ অপহৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সরকার ৷

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, 2015 সালে সেপ্টেম্বরেই লিবিয়ায় ভ্রমণের জন্য সাবধানতা জারি করা হয় ৷ এরপর 2016 সালে লিবিয়ায় ভ্রমণ নিষিদ্ধ করা হয় ৷ এখনও পর্যন্ত লিবিয়ায় ভ্রমণ নিষিদ্ধ রয়েছে ৷

উল্লেখ্য, 2015 সালে 4 জন ভারতীয়কে অপহরণ করা হয় লিবিয়ায় ৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ সেবছরই মসুলে ISIS 39 জন শ্রমিককে অপহরণ করে ৷

দিল্লি, 9 অক্টোবর : লিবিয়াতে অপহৃত ভারতের 7 নাগরিক ৷ জানা গেছে, গত মাসে তাঁদের অপহরণ করা হয় ৷ তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এমনই জানানো হয় ৷

গত মাসের 14 তারিখ লিবিয়ার আশওয়ারিফ এলাকা থেকে ওই 7 জনকে অপহরণ করা হয় ৷ অপহৃতরা অন্ধ্রপ্রদেশ, বিহার , গুজরাত ও উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাঁরা প্রত্যেকেই নির্মাণকর্মী ও তেল সরবরাহের কাজ করতেন ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ভারতে ফেরার জন্য সেখানের ত্রিপোলি বিমানবন্দরে এসেছিলেন ৷ সেখানেই তাঁদের অপহরণ করা হয় ৷

ইতিমধ্যেই লিবিয়ার সরকার ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারত সরকার ৷ লিবিয়ার টুনিসিয়াতে ভারতীয় দূতাবাসের তরফেও তাদের ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে ৷ অপহরণকারীরা জানিয়েছে , ওই 7 ভারতীয় সুরক্ষিত রয়েছেন ৷ অপহরণকারীরা তাঁদের ছবি দেখিয়েছে ৷ অপহৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সরকার ৷

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, 2015 সালে সেপ্টেম্বরেই লিবিয়ায় ভ্রমণের জন্য সাবধানতা জারি করা হয় ৷ এরপর 2016 সালে লিবিয়ায় ভ্রমণ নিষিদ্ধ করা হয় ৷ এখনও পর্যন্ত লিবিয়ায় ভ্রমণ নিষিদ্ধ রয়েছে ৷

উল্লেখ্য, 2015 সালে 4 জন ভারতীয়কে অপহরণ করা হয় লিবিয়ায় ৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ সেবছরই মসুলে ISIS 39 জন শ্রমিককে অপহরণ করে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.