ETV Bharat / headlines

ATM Fraud Allegation : এটিএমে গিফট কার্ড সোয়াইপ, পাটুলিতে ধৃত মদ্যপ যুবক

এটিএম কাউন্টারে বারবার কেউ গিফট কার্ড সোয়াইপ করছে (ATM Card Swipe Fraud in Kolkata) । নজর রাখছিল সংশ্লিষ্ট ব্যাঙ্কের সদর দফতর । ফোন এল পাটুলি থানায় । তারপরই ধরা হল মদ্যপ এক যুবককে ৷

ATM Card Swipe CCTV
Bank call Patuli Police
author img

By

Published : Jan 30, 2022, 2:03 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : ব্যাঙ্কের এটিএম মেশিনে বারবার কার্ড সোয়াইপের পর আটক যুবক । শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ পাটুলি থানার এমারজেন্সি নম্বরে একটি ফোন আসে । পুলিশকর্মীরা ফোন তুলতে ফোনের ওপার থেকে হিন্দি ভাষায় পুলিশকে একটি চমকে দেওয়া তথ্য জানানো হয় । থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে সন্দেহভাজন কেউ কিছু করছে । খবর পেয়ে তড়িঘড়ি পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে (Police detains man over ATM card fraud allegation in Patuli Kolkata) ।

জানা গিয়েছে, ওই এটিএম কাউন্টারে দীর্ঘক্ষণ ধরে একটি গিফট কার্ড নিয়ে এটিএম মেশিনে সোয়াইপ করছিল যুবক । পুলিশ জানতে পারে, ওই ফোনটি সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুম্বই ব্রাঞ্চ থেকে এসেছিল । কলকাতার এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে তারা ফোন করে ঘটনাটি জানিয়েছিল ।

আরও পড়ুন : Birbhum police arrests ATM hackers : বীরভূম পুলিশের জালে ধরা পড়ল হরিয়ানার তিন এটিএম হ্যাকার

এই ঘটনায় রতু সর্দারকে (25) আটক করেছে পাটুলি থানা পুলিশ । তার বাড়ি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় । রতু কর্মসূত্রে বহু বছর পঞ্জাবে ছিল । সেখানে সে শ্রমিকের কাজ করত । সম্প্রতি দু-এক মাস সে নরেন্দ্রপুরে বাড়ি ফিরেছে । এখানেও শ্রমিকের কাজ করছে । ঘটনার দিন সে মদ্যপ অবস্থায় ছিল, জানিয়েছে পুলিশ । রতু জানিয়েছে, পঞ্জাবের যে ঠিকাদারি সংস্থায় সে কাজ করছিল, তার মালিক একটি গিফট কার্ড দিয়েছিল তাকে । সেটাই সে বারবার সোয়াইপ করছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মত্ত অবস্থায় সেই গিফট কার্ড নিয়ে সরাসরি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে চেক করতে থাকে । সেই ছবি ভেসে ওঠে সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুম্বই হেডকোয়ার্টারের সিসিটিভিতে । তারা ফোন করে পুলিশকে। রতু ঠিক কী কারণে ওই গিফট কার্ডটি নিয়ে এটিএম কাউন্টারে সোয়াইপ করছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলেছে । এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি এসএসডি অদ্রীশ পাঠক জানিয়েছেন, ওই যুবককে আটক করে রাখা হয়েছে ।

কলকাতা, 30 জানুয়ারি : ব্যাঙ্কের এটিএম মেশিনে বারবার কার্ড সোয়াইপের পর আটক যুবক । শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ পাটুলি থানার এমারজেন্সি নম্বরে একটি ফোন আসে । পুলিশকর্মীরা ফোন তুলতে ফোনের ওপার থেকে হিন্দি ভাষায় পুলিশকে একটি চমকে দেওয়া তথ্য জানানো হয় । থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে সন্দেহভাজন কেউ কিছু করছে । খবর পেয়ে তড়িঘড়ি পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে (Police detains man over ATM card fraud allegation in Patuli Kolkata) ।

জানা গিয়েছে, ওই এটিএম কাউন্টারে দীর্ঘক্ষণ ধরে একটি গিফট কার্ড নিয়ে এটিএম মেশিনে সোয়াইপ করছিল যুবক । পুলিশ জানতে পারে, ওই ফোনটি সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুম্বই ব্রাঞ্চ থেকে এসেছিল । কলকাতার এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে তারা ফোন করে ঘটনাটি জানিয়েছিল ।

আরও পড়ুন : Birbhum police arrests ATM hackers : বীরভূম পুলিশের জালে ধরা পড়ল হরিয়ানার তিন এটিএম হ্যাকার

এই ঘটনায় রতু সর্দারকে (25) আটক করেছে পাটুলি থানা পুলিশ । তার বাড়ি দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় । রতু কর্মসূত্রে বহু বছর পঞ্জাবে ছিল । সেখানে সে শ্রমিকের কাজ করত । সম্প্রতি দু-এক মাস সে নরেন্দ্রপুরে বাড়ি ফিরেছে । এখানেও শ্রমিকের কাজ করছে । ঘটনার দিন সে মদ্যপ অবস্থায় ছিল, জানিয়েছে পুলিশ । রতু জানিয়েছে, পঞ্জাবের যে ঠিকাদারি সংস্থায় সে কাজ করছিল, তার মালিক একটি গিফট কার্ড দিয়েছিল তাকে । সেটাই সে বারবার সোয়াইপ করছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মত্ত অবস্থায় সেই গিফট কার্ড নিয়ে সরাসরি ব্যাঙ্কের এটিএম কাউন্টারে ঢুকে চেক করতে থাকে । সেই ছবি ভেসে ওঠে সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুম্বই হেডকোয়ার্টারের সিসিটিভিতে । তারা ফোন করে পুলিশকে। রতু ঠিক কী কারণে ওই গিফট কার্ডটি নিয়ে এটিএম কাউন্টারে সোয়াইপ করছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলেছে । এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি এসএসডি অদ্রীশ পাঠক জানিয়েছেন, ওই যুবককে আটক করে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.