ETV Bharat / headlines

মাস্ক না পরায় 'গ্রেপ্তার' ছাগল - মুখে মাক্স না পরার কারনে গ্রেপ্তার ছাগল

মাস্ক না পরায় কানপুরে 'গ্রেপ্তার' করা হয় একটি ছাগলকে । সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়েছে । এক আধিকারিক বলেন, ছাগলটির সঙ্গে এক যুবক ছিল ৷ যার মুখে মাস্ক ছিল না । সে পালিয়ে যেতে ছাগলটিকে ধরে আনা হয়েছে ।

Kanpur police 'arrest' goat for not wearing mask
Kanpur police 'arrest' goat for not wearing mask
author img

By

Published : Jul 27, 2020, 5:12 PM IST

Updated : Jul 27, 2020, 5:47 PM IST

কানপুর, 27 জুলাই : লকডাউন বিধি অমান্য করায় 'গ্রেপ্তার' হল একটি ছাগল । এলাকায় ঘোরাঘুরি করছিল ছাগলটি । পুলিশ জিপে করে ছাগলটিকে থানায় নিয়ে যায় । দিন দুয়েক আগে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কানপুরের বেকনগঞ্জ এলাকায় ।

এদিকে পোষ্য গ্রেপ্তার হওয়ায় মালিক ছুটে যান থানায় । তবে পুলিশ নাছোড়বান্দা ৷ শেষে অনেক অনুনয় বিনয়ের পর মালিকের হাতে ছাগলটি তুলে দেয় । শর্ত একটাই । এই লকডাউনে পোষ্যকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না ।

আনোয়ারগঞ্জ থানার সার্কেল পুলিশ অফিসার সইফুদ্দিন বেগ বলেন, “রাস্তায় এক যুবক ছাগলটিকে নিয়ে ঘোরাঘুরি করছিল । যুবকের মুখে মাস্ক ছিল না । পুলিশকে দেখে বেগতিক বুঝে ছাগলটিকে ফেলে চম্পট দেয় সে । হাতেনাতে যুবকটিকে ধরতে না পেরে বাধ্য হয়ে ছাগলটিকে থানায় নিয়ে আসা হয় ।”

তবে একজন পুলিশকর্মী বলেন, “এদিক ওদিক ঘুরছিল ছাগলটি । মুখে মাস্ক ছিল না ৷ লকডাউন বিধি অমান্য করেছে । এখন তো লোকেরা তার পোষ্য কুকুরকেও পর্যন্ত মাস্ক পরায় । তাহলে ছাগল কেন বাদ যাবে !”

কানপুর পুলিশের ছাগলকে গ্রেপ্তারের ঘটনা আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল । অনেকে এই নিয়ে মজাও করছেন ৷

কানপুর, 27 জুলাই : লকডাউন বিধি অমান্য করায় 'গ্রেপ্তার' হল একটি ছাগল । এলাকায় ঘোরাঘুরি করছিল ছাগলটি । পুলিশ জিপে করে ছাগলটিকে থানায় নিয়ে যায় । দিন দুয়েক আগে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে কানপুরের বেকনগঞ্জ এলাকায় ।

এদিকে পোষ্য গ্রেপ্তার হওয়ায় মালিক ছুটে যান থানায় । তবে পুলিশ নাছোড়বান্দা ৷ শেষে অনেক অনুনয় বিনয়ের পর মালিকের হাতে ছাগলটি তুলে দেয় । শর্ত একটাই । এই লকডাউনে পোষ্যকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না ।

আনোয়ারগঞ্জ থানার সার্কেল পুলিশ অফিসার সইফুদ্দিন বেগ বলেন, “রাস্তায় এক যুবক ছাগলটিকে নিয়ে ঘোরাঘুরি করছিল । যুবকের মুখে মাস্ক ছিল না । পুলিশকে দেখে বেগতিক বুঝে ছাগলটিকে ফেলে চম্পট দেয় সে । হাতেনাতে যুবকটিকে ধরতে না পেরে বাধ্য হয়ে ছাগলটিকে থানায় নিয়ে আসা হয় ।”

তবে একজন পুলিশকর্মী বলেন, “এদিক ওদিক ঘুরছিল ছাগলটি । মুখে মাস্ক ছিল না ৷ লকডাউন বিধি অমান্য করেছে । এখন তো লোকেরা তার পোষ্য কুকুরকেও পর্যন্ত মাস্ক পরায় । তাহলে ছাগল কেন বাদ যাবে !”

কানপুর পুলিশের ছাগলকে গ্রেপ্তারের ঘটনা আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল । অনেকে এই নিয়ে মজাও করছেন ৷

Last Updated : Jul 27, 2020, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.