মুম্বই, 6 জুলাই: বৃহস্পতিবার 'মেড ইন হেভেন' সিরিজের নতুন মরশুমের পোস্টার সামনে আনলেন পরিচালক-প্রযোজক জোয়া আখতার ৷ ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশে এদিন পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, "প্রাইমে খুব তাড়াতাড়ি আসছে মেড ইন হেভেন সিজন 2 ৷" রিমা কাগতি এবং জোয়া আখতার পরিচালিত এই ওটিটি প্রজেক্টটি আসতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ যদিও 'মেড ইন হেভেন'-এর দ্বিতীয় পর্বের মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি ৷
দিল্লির দু'জন ওয়েডিং প্ল্যানারকে নিয়ে তৈরি হয়েছে এই কাহিনি ৷ বিয়ের প্ল্যানিং নিয়ে ট্র্যাডিশনাল এবং আধুনিক ভাবনার দ্বন্দ্বই গল্পের মূল শক্তি ৷ 'মেড ইন হেভেন'-এর নতুন মরশুম প্রযোজনার দায়িত্বে রয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট ৷ আর তাঁদের সঙ্গেই এই কাহিনি লিখেছেন অলঙ্কৃতা শ্রীবাস্তবও ৷ এর আগে সিরিজের প্রথম ন'টি পর্বের পরিচালনার দায়িত্বে ছিলেন জোয়া আখতার, শ্রীবাস্তব, নিত্য মেহরা এবং প্রশান্ত নায়ার ৷
প্রথম পোস্টার সামনে আসার পর থেকেই সিরিজ নিয়ে আগ্রহ রীতিমতো চরমে উঠেছে ৷ একজন নেটিজেন লিখেছেন, "অপেক্ষা করে আছি ৷" আবার কেউ লিখেছেন, "ও মাই গড...এটা শেষমেষ আসছে ৷ শুধু ফ্যানেরাই নয় অভিনেত্রী শিবানি দান্ডেকরও মন্তব্য করেছেন এই পোস্টের নীচে ৷ তিনি লিখেছেন, "আর অপেক্ষা করতে পারছি না ৷"
আরও পড়ুন: 'আদিপুরুষ' বিপর্যয় অতীত! মুক্তি পেল 'সালার: পার্ট 1' ছবির টিজার
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জোয়া তাঁর নতুন ছবি 'দ্য় আর্চিস'-এর টিজার সামনে এনেছেন ৷ এই সিরিজটির হাত ধরেই অভিষেক করতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুর ৷ 1 মিনিটের টিজারে ফুটে উঠেছে 1964 সালের প্রেক্ষাপট ৷ বিখ্যাত কমিক্স 'দ্য় আর্চিস'-কেই এই ছবিতে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক ৷ কিছু তরুণ-তরুণীর এক আশ্চর্য যাত্রার কাহিনি ফুটে উঠেছে এই গল্পে ৷ ওটিটিতেই মুক্তি পেতে চলেছে এই ছবিটিও ৷ তবে ঠিক কবে পর্দায় আসতে চলেছে 'দ্য় আর্চিস' তা অবশ্য এখনও জানা যায়নি ৷