হায়দরাবাদ, 9 এপ্রিল : 'মানিকে মাগে হিতে' গানটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার নামটি সুপরিচিত ভারতীয়দের কাছে ৷ ভাষা যে প্রতিভার কদরে কোনও বাধা হতে পারে না, তা বুঝিয়ে দিয়েছিল এই গান ৷ সেই 'মানিকে মাগে'র ফেম ইয়োহানির দেশ শ্রীলঙ্কা এখন ভয়ংকর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ৷ জারি করা হয়েছিল জরুরি অবস্থা ৷ এমনকী দেশ জোড়া প্রতিবাদ এবং চাপের মুখে পদত্যাগ করতে হয়েছে শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভাকে ৷
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন গায়িকা ইয়োহানি (Yohani Shares Her Thoughts on Sri Lankan Crisis) ৷ নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "যদিও আমি গত কয়েক সপ্তাহ ধরে ভারতে ছিলাম, কিন্তু আমার হৃদয় শ্রীলঙ্কায়, যেখানে আমার দেশবাসী আমাদের স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন । মানুষের দুঃখ-কষ্ট দেখে এবং এই সময়ে তাদের পাশে দাঁড়াতে না পেরে আমার হৃদয় ভেঙে যাচ্ছে । আপনি গত কয়েকদিনে শ্রীলঙ্কা থেকে প্রচুর নেতিবাচকতা দেখেছেন ৷ কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আমার দ্বীপ-দেশটি সত্যিই বিস্ময়কর লোকে ভরা ৷ একটি স্বর্গ এদেরই কাউকে আমি বন্ধু বলি, কাউকে অনুরাগী ৷"
আরও পড়ুন : ইউক্রেনীয় উদ্বাস্তুদের পাশে দাঁড়ান, বিশ্বব্যাপী জননেতাদের অনুরোধ প্রিয়াঙ্কার
তিনি এও জানান, একজন শিল্পী হিসাবে তিনি সবসময় অরাজনৈতিক ছিলেন এবং থাকবেন ৷ কিন্তু দেশের একজন প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক মঞ্চে তিনি এই বিষয়ে মুখ না খুলে থাকতে পারেননি ৷ কারণ এই কষ্ট দিনের পর দিন শ্রীলঙ্কান লোকজন সহ্য করে যাচ্ছেন ৷ নিজের আগামী কাজের কথাও এদিন জানান তিনি ৷ এই মুহূর্তে বেশ কিছু শ্রীলঙ্কান আর্টিস্টের সঙ্গে কাজ করছেন ইয়োহানি ৷ তিনি বলেন, "আমি আশা করি ভারত এবং বিশ্বজোড়া আমার অনুরাগীরা এই প্রকল্পকে সমর্থন করবেন এবং শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। "