ETV Bharat / entertainment

Unnatural death of Actress Pallavi Dey: শেষ সময়ের মানসিক অবস্থা জানতে পল্লবীর ফোন ঘাঁটছেন গোয়েন্দারা

শেষ কয়েক দিন মানসিক অবস্থা কেমন ছিল অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey)? তা জানতে তাঁর ফোন খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ অভিনেত্রীর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলার প্রস্তুতিও নিচ্ছে লালবাজার (police seizes phone of Pallavi Dey)৷

author img

By

Published : May 15, 2022, 2:47 PM IST

Unnatural death of Actress Pallavi Dey, police seizes her phone
শেষ সময়ের মানসিক অবস্থা জানতে পল্লবীর ফোন ঘাঁটছেন গোয়েন্দারা

কলকাতা, 15 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey) রহস্য মৃত্যুর ঘটনায় টলিউডের অন্যান্য কলাকুশলী এবং পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়াও পল্লবীর বন্ধুদের নামের তালিকাও তৈরি করে ফেলেছেন গড়ফা থানার তদন্তকারীরা ।

পল্লবীর ই মেইল, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট ভালো ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা (Actress Pallavi Dey dies)। ফেসবুক পোস্ট, ই-মেইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে অভিনেত্রীর শেষ কয়েক দিনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা । যদিও এ বিষয়ে খোলাখুলি ভাবে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই গড়ফা থানায় যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । পল্লবীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বৃহস্পতিবার পর্যন্ত শুট করেছেন অভিনেত্রী । সম্পর্কের টানাপোড়েন নাকি মানসিক অবসাদ গ্রাস করেছিল অভিনেত্রীকে ? এই সব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ বার অভিনেত্রীর ঘনিষ্ঠ অন্যান্য সহকর্মী এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত মৃতদেহ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । ইতিমধ্যেই গড়ফা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পল্লবী তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে শেষবার কার সঙ্গে কথা বলেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । বেশ কয়েকটি ধারাবাহিকে সফল ভাবে কাজ করার পরেও কেন এ রকম পরিণতি হল, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

কলকাতা, 15 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey) রহস্য মৃত্যুর ঘটনায় টলিউডের অন্যান্য কলাকুশলী এবং পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়াও পল্লবীর বন্ধুদের নামের তালিকাও তৈরি করে ফেলেছেন গড়ফা থানার তদন্তকারীরা ।

পল্লবীর ই মেইল, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট ভালো ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা (Actress Pallavi Dey dies)। ফেসবুক পোস্ট, ই-মেইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে অভিনেত্রীর শেষ কয়েক দিনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা । যদিও এ বিষয়ে খোলাখুলি ভাবে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই গড়ফা থানায় যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । পল্লবীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বৃহস্পতিবার পর্যন্ত শুট করেছেন অভিনেত্রী । সম্পর্কের টানাপোড়েন নাকি মানসিক অবসাদ গ্রাস করেছিল অভিনেত্রীকে ? এই সব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ বার অভিনেত্রীর ঘনিষ্ঠ অন্যান্য সহকর্মী এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত মৃতদেহ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । ইতিমধ্যেই গড়ফা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পল্লবী তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে শেষবার কার সঙ্গে কথা বলেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । বেশ কয়েকটি ধারাবাহিকে সফল ভাবে কাজ করার পরেও কেন এ রকম পরিণতি হল, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.