ETV Bharat / entertainment

Unnatural death of Actress Pallavi Dey: শেষ সময়ের মানসিক অবস্থা জানতে পল্লবীর ফোন ঘাঁটছেন গোয়েন্দারা - মৃত পল্লবী দে

শেষ কয়েক দিন মানসিক অবস্থা কেমন ছিল অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey)? তা জানতে তাঁর ফোন খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ অভিনেত্রীর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলার প্রস্তুতিও নিচ্ছে লালবাজার (police seizes phone of Pallavi Dey)৷

Unnatural death of Actress Pallavi Dey, police seizes her phone
শেষ সময়ের মানসিক অবস্থা জানতে পল্লবীর ফোন ঘাঁটছেন গোয়েন্দারা
author img

By

Published : May 15, 2022, 2:47 PM IST

কলকাতা, 15 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey) রহস্য মৃত্যুর ঘটনায় টলিউডের অন্যান্য কলাকুশলী এবং পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়াও পল্লবীর বন্ধুদের নামের তালিকাও তৈরি করে ফেলেছেন গড়ফা থানার তদন্তকারীরা ।

পল্লবীর ই মেইল, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট ভালো ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা (Actress Pallavi Dey dies)। ফেসবুক পোস্ট, ই-মেইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে অভিনেত্রীর শেষ কয়েক দিনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা । যদিও এ বিষয়ে খোলাখুলি ভাবে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই গড়ফা থানায় যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । পল্লবীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বৃহস্পতিবার পর্যন্ত শুট করেছেন অভিনেত্রী । সম্পর্কের টানাপোড়েন নাকি মানসিক অবসাদ গ্রাস করেছিল অভিনেত্রীকে ? এই সব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ বার অভিনেত্রীর ঘনিষ্ঠ অন্যান্য সহকর্মী এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত মৃতদেহ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । ইতিমধ্যেই গড়ফা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পল্লবী তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে শেষবার কার সঙ্গে কথা বলেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । বেশ কয়েকটি ধারাবাহিকে সফল ভাবে কাজ করার পরেও কেন এ রকম পরিণতি হল, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

কলকাতা, 15 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Unnatural death of Actress Pallavi Dey) রহস্য মৃত্যুর ঘটনায় টলিউডের অন্যান্য কলাকুশলী এবং পল্লবীর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা । ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়াও পল্লবীর বন্ধুদের নামের তালিকাও তৈরি করে ফেলেছেন গড়ফা থানার তদন্তকারীরা ।

পল্লবীর ই মেইল, ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট ভালো ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা (Actress Pallavi Dey dies)। ফেসবুক পোস্ট, ই-মেইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে অভিনেত্রীর শেষ কয়েক দিনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা । যদিও এ বিষয়ে খোলাখুলি ভাবে কোনও মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই গড়ফা থানায় যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । পল্লবীর পরিবারের সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বৃহস্পতিবার পর্যন্ত শুট করেছেন অভিনেত্রী । সম্পর্কের টানাপোড়েন নাকি মানসিক অবসাদ গ্রাস করেছিল অভিনেত্রীকে ? এই সব বিষয় পরিষ্কার হওয়ার জন্য এ বার অভিনেত্রীর ঘনিষ্ঠ অন্যান্য সহকর্মী এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত মৃতদেহ । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । ইতিমধ্যেই গড়ফা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে । পল্লবী তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে শেষবার কার সঙ্গে কথা বলেছিলেন, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । বেশ কয়েকটি ধারাবাহিকে সফল ভাবে কাজ করার পরেও কেন এ রকম পরিণতি হল, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.