ETV Bharat / entertainment

Tunisha Sharmas Suicide Case: তুনিশা আত্মহত্যায় অভিযুক্ত শিজান খান জামিনে মুক্ত - TV actress Dies by Suicide

তুনিশা শর্মা আত্মহত্যার মামলায় (Tunisha Sharmas Suicide Case) অভিযুক্ত শিজান খান জামিনে মুক্তি পেলেন রবিবার ৷ আজ থানে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি ৷

tunisha sharmas suicide case ETV Bharat
তুনিশা শর্মা
author img

By

Published : Mar 5, 2023, 5:30 PM IST

মুম্বই, 5 মার্চ: প্রাক্তন বান্ধবী অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা মামলায় (Tunisha Sharmas Suicide Case) জামিনে মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত টেলিভিশন অভিনেতা শিজান খান ৷ রবিবার থানে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পান তিনি । ভাসাই আদালত শনিবার 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে ৷ তবে অভিনেতাকে তাঁর পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে ।

গত বছর গ্রেফতার শিজান: গত বছরের ডিসেম্বরে শিজানকে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন তিনি । গত মাসে ওয়ালিভ পুলিশ 21 বছর বয়সি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় শিজানকে অভিযুক্ত করে ভাসাই আদালতে 524 পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে ।

অভিযোগ-পালটা অভিযোগ দুই পরিবারের: শিজানের পরিবার এর আগে দাবি করেছিল যে, প্রয়াত অভিনেত্রীর মা তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন ৷ তুনিশা তাঁদের কাছে পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন বলে দাবি করেছে শিজানের পরিবার ৷ শিজান তাঁর 'আলি বাবা দাস্তান-ই-কাবুল'-এর সহ-অভিনেত্রী তুনিশার সঙ্গে ডেটিং করছিলেন বলে জানা গিয়েছে ৷

ব্রেক-আপের পরই তুনিশার আত্মহত্যা: তবে কয়েক মাসের সম্পর্কে ইতি টেনে তাঁদের মধ্যে ব্রেক-আপ হয়ে যায় ৷ আর সেই ঘটনার দু সপ্তাহের মধ্যেই একটি টিভি ধারাবাহিকের সেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তুনিশাকে TV actress Dies by Suicide৷ অভিনেত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই 'আত্মহত্যায় প্ররোচনা' দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিজানকে ।

আরও পড়ুন: তুনিশা মামলায় অভিযুক্ত শিজানের জামিন মঞ্জুর করল আদালত

তুনিশার মায়ের বিরুদ্ধে অভিযোগ শিজানের পরিবারের: অভিনেত্রীর মৃত্যুর পর তুনিশার মা ভনিতা শর্মা অভিযোগ করেন যে, শিজান তুনিশাকে মারধর করতেন এবং তাঁকে ইসলামিক রীতিনীতি অবলম্বন করতে বাধ্য করতেন । যদিও শিজানের বোন এবং সহ-অভিনেত্রী ফালাক নাজ, পালটা অভিযোগ আনেন তুনিশার মায়ের বিরুদ্ধে ৷

অভিযোগ, তিনি তাঁর মেয়েকে "অবহেলা" করতেন এবং তাঁর দেখাশোনা করতেন না ৷ সে জন্যই তুনিশাপ মধ্যে মানসিক যন্ত্রণা থেকে হতাশার জন্ম নেয় বলে অভিযোগ ফালাকের ৷ তিনি বলেন, "তুনিশার মা স্বীকার করেছেন যে, তিনি তাঁর মেয়েকে অবহেলা করেছেন এবং তাঁর যত্ন নেননি । তুনিশার বিষণ্নতা তাঁর শৈশবের মানসিক আঘাতের কারণে হয়েছিল ৷"

মুম্বই, 5 মার্চ: প্রাক্তন বান্ধবী অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা মামলায় (Tunisha Sharmas Suicide Case) জামিনে মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত টেলিভিশন অভিনেতা শিজান খান ৷ রবিবার থানে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পান তিনি । ভাসাই আদালত শনিবার 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে ৷ তবে অভিনেতাকে তাঁর পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে ।

গত বছর গ্রেফতার শিজান: গত বছরের ডিসেম্বরে শিজানকে গ্রেফতার করা হয় এবং তখন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন তিনি । গত মাসে ওয়ালিভ পুলিশ 21 বছর বয়সি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় শিজানকে অভিযুক্ত করে ভাসাই আদালতে 524 পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে ।

অভিযোগ-পালটা অভিযোগ দুই পরিবারের: শিজানের পরিবার এর আগে দাবি করেছিল যে, প্রয়াত অভিনেত্রীর মা তাঁকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন ৷ তুনিশা তাঁদের কাছে পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন বলে দাবি করেছে শিজানের পরিবার ৷ শিজান তাঁর 'আলি বাবা দাস্তান-ই-কাবুল'-এর সহ-অভিনেত্রী তুনিশার সঙ্গে ডেটিং করছিলেন বলে জানা গিয়েছে ৷

ব্রেক-আপের পরই তুনিশার আত্মহত্যা: তবে কয়েক মাসের সম্পর্কে ইতি টেনে তাঁদের মধ্যে ব্রেক-আপ হয়ে যায় ৷ আর সেই ঘটনার দু সপ্তাহের মধ্যেই একটি টিভি ধারাবাহিকের সেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তুনিশাকে TV actress Dies by Suicide৷ অভিনেত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই 'আত্মহত্যায় প্ররোচনা' দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিজানকে ।

আরও পড়ুন: তুনিশা মামলায় অভিযুক্ত শিজানের জামিন মঞ্জুর করল আদালত

তুনিশার মায়ের বিরুদ্ধে অভিযোগ শিজানের পরিবারের: অভিনেত্রীর মৃত্যুর পর তুনিশার মা ভনিতা শর্মা অভিযোগ করেন যে, শিজান তুনিশাকে মারধর করতেন এবং তাঁকে ইসলামিক রীতিনীতি অবলম্বন করতে বাধ্য করতেন । যদিও শিজানের বোন এবং সহ-অভিনেত্রী ফালাক নাজ, পালটা অভিযোগ আনেন তুনিশার মায়ের বিরুদ্ধে ৷

অভিযোগ, তিনি তাঁর মেয়েকে "অবহেলা" করতেন এবং তাঁর দেখাশোনা করতেন না ৷ সে জন্যই তুনিশাপ মধ্যে মানসিক যন্ত্রণা থেকে হতাশার জন্ম নেয় বলে অভিযোগ ফালাকের ৷ তিনি বলেন, "তুনিশার মা স্বীকার করেছেন যে, তিনি তাঁর মেয়েকে অবহেলা করেছেন এবং তাঁর যত্ন নেননি । তুনিশার বিষণ্নতা তাঁর শৈশবের মানসিক আঘাতের কারণে হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.