মুম্বই, 13 জানুয়ারি: বিগ বস-16 এর আসন্ন পর্বতে দেখা যাবে ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ৷ তাঁরা এদিন বিগ বস হাউজেও প্রবেশ করবেন ৷ ঘরের ভিতরে যখন ভারতী তখন কমেডি হবে না তা কী করে হয় ? তাই প্রতিযোগীদের সঙ্গে হাসি, ঠাট্টা ও মজায় মাতাবেন এই দাম্পত্য জুটি ৷ কিন্তু আজকের এই 'শুক্রবার কী বার'এ ঘটবে আরও একটি বিশেষ ঘটনা ৷ বলিউড ভাইজান ভারতী ও হর্ষের বেবি বয় 'লক্ষ'কে (Bharti Singh and Haarsh Limbachiyaa's Son Laksh Limbachiyaa) বেশ কিছু জিনিস উপহার দিয়েছেন ৷ কী সেই জিনিসগুলি ?
বিগ বস-16 এ কিছুদিন ধরে চলছে দর্শকদের বিনোদনের খুব মনকাড়া একটা অংশ ৷ কারণ চলতি সপ্তাহে বিগ বস প্রতিযোগীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন ৷ আবেগপ্রবণ হয়ে প্রতিযোগীদের চোখে জল ৷ মন কাঁদেছে বাড়ির জন্য ৷ আর এই সমতেই বিগ বস তাঁদের মন ভালো করতে হাজির করেছেন কমেডি ও কা লেডি কুইন ভারতী সিংকে ৷ তাঁর পাশাপাশি ঘরে গিয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়াও ৷ কিন্তু বাড়িতে তাঁদের বেবি বয়কে একা রেখে আসেননি ৷ নিয়ে এসেছেন বিগ বসে ৷ হোস্ট সলমনকে তাঁদের সন্তান 'গোলা' ওরফে লক্ষ লিম্বাচিয়াকে দেখা করাতে নিয়ে এসেছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর ঘরের ভিতরে যাওয়ার আগে গোলাকে 'চাচু' সলমনের কোলে দিয়ে গিয়েছেন ৷ ভারতীরা মঞ্চে আসার পর, সলমন তাঁদের ছেলেকে স্বাগত জানায় ৷ মঞ্চে আসার পর ভারতী সলমনের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, "সব কথা মনে আছে স্যর ৷ যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কিছুই ভুলিনি ৷ আপনি বলেছিলেন যে, আপনি আমার ছেলেকে লঞ্চ করবেন ৷" এরপর তিনি মজা করে বলেন সলমন স্যর ছেলেকে একটু ধরুন তো, আমি ক্লান্ত ৷" সলমন এর উত্তরে জানিয়েছেন, "অবশ্যই ক্লান্ত তো হবেই ৷" এরপর ঘরে প্রবেশের আগে হর্ষের গলায় শোনা যায়, বেটা কিছুক্ষণ 'চাচু' সলমনের কোলে থাক, আমরা এক্ষুনি আসছি ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: বিগ বস 16-এ শুক্রবারের স্পেশাল এপিসোডে সলমনের জায়গায় করণ
এরপরে সলমন খান তাঁর ট্রেডমার্ক সিলভার ব্রেসলেট লক্ষকে লোহরির গিফট হিসাবে দিয়েছেন। এর পাশপাশি ভারতীর ছেলের নামে সলমন তাঁর পানভেলের বাগানবাড়িটি স্থানান্তর করেছেন ৷ অর্থাৎ ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার ছেলে লক্ষ লিম্বাচিয়া এখন সলমন খানের পানভেল ফার্মহাউসের 'উত্তরাধিকারী।' উল্লেখ্য, ভারতী ও হর্ষের ছেলে এই মাসের 3 তারিখে নয় মাস বয়সে পা দিয়েছে। 2022এর 3 এপ্রিল ভারতী সিং তাঁদের গোলার জন্ম দেন ৷