কলকাতা, 8 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ' (Ramprasad)। এর আগে 'সাধক বামাক্ষ্যাপা'কে দর্শক বিপুল ভালোবেসেছে । যার জোরে মাইলস্টোন তৈরি করতে সক্ষম হয়েছিল অরিন্দম গঙ্গোপাধ্যায় অভিনীত ধারাবাহিক 'সাধক বামাক্ষ্যাপা'। এরপর বামদেব এবং তাঁর তারা মা'কে কেন্দ্রে রেখেই আসে আরও একটি ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'। সেখানে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ধারাবাহিকটি শেষ হওয়ার পর তিনি টেলিভিশন থেকে বেশ কিছুদিনের ব্রেক নেন ৷ তাঁকে দেখা যায় ক্লিকের ওয়েব সিরিজ 'ভাগাড়'-এ, একেবারে অন্য রূপে । আর এ বার ফের সাধকের ইমেজে টেলিভিশনে ফিরছেন তিনি । তাঁকে দেখা যাবে সাধক রামপ্রসাদের চরিত্রে ।
বলা বাহুল্য, এর মাঝে তাঁর জীবনে ঘটে গিয়েছে অনেক ঘটনা । প্রেমিকা ঐন্দ্রিলাকে চিরতরে হারিয়েছেন তিনি । সেই সব কিছুকে মনের এক কোণে রেখেই কাজে ফিরেছেন অভিনয়প্রেমী সব্যসাচী । এ বার সব্যসাচীর সঙ্গে জুটি বাঁধছেন সুস্মিলি আচার্য । সুস্মিলি এর আগে 'প্রথম প্রতিশ্রুতি', 'সৌদামিনীর সংসার', 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে অভিনয় করেছেন ।
আরও পড়ুন: বাংলা টেলিভিশনে ফের বিয়ের আসর, জমজমাট 'রাঙা বউ'
এই ধারাবাহিকে মা তারার ভূমিকায় দেখা যাবে পায়েল দে'কে । মাইথোলজিক্যাল ধারাবাহিকে এর আগে বহুবার অভিনয় করেছেন তিনি ৷ দুর্গা, বেহুলার চরিত্রে অভিনয় করেছেন । আর এ বার তারা মায়ের ভূমিকায় । পায়েল ইটিভি ভারতকে জানান, "এর আগে কখনও কালীরূপে নিজেকে দেখিনি । এই প্রথমবার দেখব । এর আগে দুর্গারূপে দেখেছি নিজেকে । এ বারে মায়ের আরেক রূপে নিজেকে দেখব । তাই ভীষণ ভালো লাগছে । যাকে বলে সুপার এক্সাইটেড । একইসঙ্গে বিশাল চ্যালেঞ্জ আমার সামনে । সবথেকে বড় চ্যালেঞ্জ হল মেক আপ । এখানে কালীর মেক আপ একটা বড় চ্যালেঞ্জ । অনেকটা সময়ের ব্যাপার । সবমিলিয়ে যেমন চ্যালেঞ্জ তেমনই ভালো লাগা রয়েছে ।"
সম্প্রতি হাজির হয়েছে নতুন এই ধারাবাহিকের প্রোমো । কিন্তু কবে থেকে রামপ্রসাদের সম্প্রচার শুরু হবে তা জানা যায়নি এখনও । কোনও ধারাবাহিক শেষ হলেই কি আসবে 'রামপ্রসাদ' ? নাকি কোনও ধারাবাহিকের স্লট পরিবর্তন করে আসবে এই নতুন ধারাবাহিক (New Bengali Serial)? এখন সেটাই দেখার ।