ETV Bharat / entertainment

Singer Rupankar Bagchi : হাতছাড়া বাংলা ছবির গান, ইস্মার্ট জোড়ি থেকেও বাদ পড়তে পারেন রূপঙ্কর - Rupankar bagchi dropped from a Bengali film song and ismart jodi reality show

কেকে-কে নিয়ে মুখ খোলার পর থেকে একের পর এক ঝড় বয়ে চলেছে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির জীবনে (Rupankar Bagchi on KK Issue) ৷ এক এক করে হাত ছাড়া হচ্ছে কাজ ৷ একাধিক অনুষ্ঠান বাতিল হওয়ার পর এবার বাংলা ছবি থেকে বাদ দেওয়া হল তাঁর গাওয়া গান ৷ দর্শকদের দাবিতে একটি রিয়েলিটি শো-র মঞ্চ থেকেও বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর ৷

Rupankar Bagchi
রূপঙ্কর বাগচি
author img

By

Published : Jun 10, 2022, 9:55 AM IST

Updated : Jun 10, 2022, 12:25 PM IST

কলকাতা, 10 জুন : প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে'কে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না গায়ক রূপঙ্কর বাগচির ৷ একের পর এক অনুষ্ঠান বাতিলের পর এবার বাংলা ছবির গান থেকেও বাদ পড়লেন তিনি (Rupankar Bagchi Dropped from a Bengali Film Song and Ismart Jodi Reality Show)।

দিনকয়েক আগে দমদমে একটি অনুষ্ঠান করে আসেন শিল্পী রূপঙ্কর । সেখানে সুষ্ঠুভাবেই তাঁর অনুষ্ঠান হয় ৷ কিন্তু টলি পাড়ায় এবার ঘুরছে অন্য খবর । আকাশ মালাকার পরিচালিত বাংলা ছবি 'প্রথম বারের প্রথম দেখা' ছবিতে একটি গান গেয়েছিলেন রূপঙ্কর । সেই গানে লিপ ছিল বছর কুড়ির আর্য দাশগুপ্ত'র । কিন্তু রূপঙ্করের কণ্ঠে আর্যর গলা মানানসই হচ্ছে না বলে সেই গান ফের শিল্পী অরিজিৎ পাল'কে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ।

এই মর্মে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,"আমাদের ছবির একটা গান আগে রূপঙ্কর দা-কে দিয়ে রেকর্ড করা হয় ৷ কিন্তু এডিট টেবিলে ছবিটা দেখার পর সিদ্ধান্ত নিই রূপঙ্কর দা-র গলায় 'পাগলি' গানটা না হলেই ভাল । আমাদের ছবির গল্প টিনএজ লাভ স্টোরি নিয়ে । আর্য দাশগুপ্তর ভয়েসের সঙ্গে রূপঙ্কর দা-র গলাটা একটু বেশি পরিণত লাগছে । এটা ক্রিয়েটিভ টিমের সিদ্ধান্ত ছিল । সবাই মিলে বসে সিদ্ধান্ত নিই গানটা অরিজিৎকে দিয়ে গাওয়ানোর । যদিও এই বিষয়ে রূপঙ্কর দা ক্ষুব্ধ হয়েছেন । কিন্তু ছবির বৃহত্তম স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ায় আশা করি রূপঙ্কর দা ছোট ভাইদের ক্ষমা করে দেবেন ।"

আরও পড়ুন : Rupankar Bagchi : কেউ পাশে, কেউ বিপক্ষে ; রূপঙ্করের কেকে মন্তব্যে দু'ভাগ টলিউড

যদিও এই ব্যাপারে রূপঙ্কর বাগচির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি । কেকে-বিতর্কের জেরে তাঁর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে প্রথম সারির একটি কেক সংস্থা । সূত্রের খবর, এক রেস্তোরাঁও নিষিদ্ধ করেছে এই শিল্পীর গান । এমনকী 'ইস্মার্ট জোড়ি' নামক রিয়েলিটি শো-র মঞ্চ থেকেও বাগচি দম্পতিকে বাদ দিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন খোদ দর্শকরাই । তাঁদের বদলে জিতু-নবনীতা জোড়িকে ফিরিয়ে আনার দাবি উঠেছে ৷ চ্যানেলের পাতায় জোরালো আবেদন, "বারবার বলা হচ্ছে । দর্শকদের কথা কেন আপনারা শুনছেন না ? যত তাড়াতাড়ি সম্ভব রূপঙ্কর বাগচিকে বাদ দিন ।" এই ঘটনার পর এখন চ্যানেল শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।

আরও পড়ুন : KK Demise : 'সারাজীবন এর বোঝা বইতে হবে', রূপঙ্করের বক্তব্যে প্রতিবাদের ঝড়, বিঁধলেন রূপাঞ্জনা

কলকাতা, 10 জুন : প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে'কে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না গায়ক রূপঙ্কর বাগচির ৷ একের পর এক অনুষ্ঠান বাতিলের পর এবার বাংলা ছবির গান থেকেও বাদ পড়লেন তিনি (Rupankar Bagchi Dropped from a Bengali Film Song and Ismart Jodi Reality Show)।

দিনকয়েক আগে দমদমে একটি অনুষ্ঠান করে আসেন শিল্পী রূপঙ্কর । সেখানে সুষ্ঠুভাবেই তাঁর অনুষ্ঠান হয় ৷ কিন্তু টলি পাড়ায় এবার ঘুরছে অন্য খবর । আকাশ মালাকার পরিচালিত বাংলা ছবি 'প্রথম বারের প্রথম দেখা' ছবিতে একটি গান গেয়েছিলেন রূপঙ্কর । সেই গানে লিপ ছিল বছর কুড়ির আর্য দাশগুপ্ত'র । কিন্তু রূপঙ্করের কণ্ঠে আর্যর গলা মানানসই হচ্ছে না বলে সেই গান ফের শিল্পী অরিজিৎ পাল'কে দিয়ে গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ।

এই মর্মে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,"আমাদের ছবির একটা গান আগে রূপঙ্কর দা-কে দিয়ে রেকর্ড করা হয় ৷ কিন্তু এডিট টেবিলে ছবিটা দেখার পর সিদ্ধান্ত নিই রূপঙ্কর দা-র গলায় 'পাগলি' গানটা না হলেই ভাল । আমাদের ছবির গল্প টিনএজ লাভ স্টোরি নিয়ে । আর্য দাশগুপ্তর ভয়েসের সঙ্গে রূপঙ্কর দা-র গলাটা একটু বেশি পরিণত লাগছে । এটা ক্রিয়েটিভ টিমের সিদ্ধান্ত ছিল । সবাই মিলে বসে সিদ্ধান্ত নিই গানটা অরিজিৎকে দিয়ে গাওয়ানোর । যদিও এই বিষয়ে রূপঙ্কর দা ক্ষুব্ধ হয়েছেন । কিন্তু ছবির বৃহত্তম স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ায় আশা করি রূপঙ্কর দা ছোট ভাইদের ক্ষমা করে দেবেন ।"

আরও পড়ুন : Rupankar Bagchi : কেউ পাশে, কেউ বিপক্ষে ; রূপঙ্করের কেকে মন্তব্যে দু'ভাগ টলিউড

যদিও এই ব্যাপারে রূপঙ্কর বাগচির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি । কেকে-বিতর্কের জেরে তাঁর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে প্রথম সারির একটি কেক সংস্থা । সূত্রের খবর, এক রেস্তোরাঁও নিষিদ্ধ করেছে এই শিল্পীর গান । এমনকী 'ইস্মার্ট জোড়ি' নামক রিয়েলিটি শো-র মঞ্চ থেকেও বাগচি দম্পতিকে বাদ দিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন খোদ দর্শকরাই । তাঁদের বদলে জিতু-নবনীতা জোড়িকে ফিরিয়ে আনার দাবি উঠেছে ৷ চ্যানেলের পাতায় জোরালো আবেদন, "বারবার বলা হচ্ছে । দর্শকদের কথা কেন আপনারা শুনছেন না ? যত তাড়াতাড়ি সম্ভব রূপঙ্কর বাগচিকে বাদ দিন ।" এই ঘটনার পর এখন চ্যানেল শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ।

আরও পড়ুন : KK Demise : 'সারাজীবন এর বোঝা বইতে হবে', রূপঙ্করের বক্তব্যে প্রতিবাদের ঝড়, বিঁধলেন রূপাঞ্জনা

Last Updated : Jun 10, 2022, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.