কলকাতা, 9 অক্টোবর: জবাকে মনে আছে ? যে কি না বাড়ির পরিচারিকা থেকে হয়ে উঠেছিল প্রথমে সেনগুপ্ত বাড়ির বউ আর তারপর আইনজীবী । কথা হচ্ছে, 'কে আপন কে পর' ধারাবাহিকের কেন্দ্রীয় নারী চরিত্র জবাকে নিয়ে । জবা অর্থাৎ পল্লবী শর্মা । সুশান্ত দাসের এই ধারাবাহিকের দৌলতে তাঁর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায় । সমালোচনাও কম হয়নি তাঁর চরিত্র নিয়ে । এরপর অনেকদিনের ব্রেক নিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন পল্লবী । এ বার তিনি জুটি বাঁধবেন রুবেল দাসের (Rubel Das) সঙ্গে । রুবেল অর্থাৎ 'যমুনা ঢাকি' ধারাবাহিকের কেন্দ্রীয় পুরুষ চরিত্র সঙ্গীতের কথা বলা হচ্ছে । 'যমুনা ঢাকি' শেষ হওয়ার পর বেশিদিনের ছুটি পেলেন না রুবেল । ফিরছেন 'নিম ফুলের মধু'তে (Neem Phuler Modhu)। এখানেও কেন্দ্রীয় পুরুষ চরিত্রে তিনি (New Bengali serial)।
সুতরাং বাংলা টেলিভিশনের দর্শক ফের পেতে চলেছে এক নতুন জুটিকে । যেখানে জুটি বাঁধছেন রুবেল এবং পল্লবী (Pallavi Sharma)। ইতিমধ্যেই হাজির হয়েছে ধারাবাহিকের প্রোমো । প্রোমোতেই দেখা যাচ্ছে যে, সম্বন্ধ করে বিয়ে হয়ে যাচ্ছে রুবেল এবং পল্লবীর । পরের জার্নিটা অতটা সহজ নয় সম্ভবত । ধারাবাহিকের তথাকথিত ট্রেন্ড মেনেই গল্পের নায়িকার সংগ্রাম এখানেও বহাল থাকবে তা বলাই বাহুল্য । শাশুড়িমাতা যে খুব একটা সুবিধার হবে না তাও জানান দেয় প্রোমো ।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় দিদির বাড়িতে মোদক পরিবার
রুবেল, পল্লবী ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন লিলি চক্রবর্তী, নিবেদিতা মুখোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায়, প্রসূন গাইন, উদয় প্রতাপ সিং, অর্ঘ্য মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । কবে থেকে, কোন স্লটে আসছে এই ধারাবাহিক তা জানার জন্য অপেক্ষা কাম্য ।