ETV Bharat / entertainment

Rituparna Sengupta: ছোটপর্দায় প্রথমবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত - ছোটপর্দায় প্রথমবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত

সম্প্রতি 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত হয়েছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর এবার প্রথম ছোটপর্দায় তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় (Rituparna Sengupta in Debi Doshomohabidya)।

Rituparna Sengupta
ছোটপর্দায় প্রথমবার মহিষাসুরমর্দিনীর ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত
author img

By

Published : Aug 10, 2022, 8:57 PM IST

কলকাতা, 10 অগস্ট: সম্প্রতি 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত হয়েছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । এবার খুব শীঘ্রই মুক্তি পাবে রঞ্জন ঘোষ পরিচালিত এবং ঋতুপর্ণা অভিনীত বাংলা ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'। আর এবার ছোট পর্দাতেও তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়(Rituparna Sengupta in Debi Doshomohabidya)। সামনেই মহালয়া ৷ আর মহালয়া মানেই একদিকে যেমন রেডিয়ো শোনাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, তেমনই টিভির পর্দায় বিভিন্ন অভিনেত্রীদের দেখা যাবে একদিনের দুর্গা রূপে ৷

বিভিন্ন চ্যানেলেই এদিন সম্প্রচারিত হবে নানা রঙের অনুষ্ঠান । একে একে সামনে আসবে কারা হতে চলেছেন এবারের মহিষাসুরমর্দিনী । তবে, এবার ছোট পর্দার জন্য রয়েছে বড় খবর । কারণ এই প্রথমবার এই নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ।

Rituparna Sengupta
ছোট পর্দায় প্রথমবার দুর্গার ভূমিকায় ঋতুপর্ণা

আরও পড়ুন: কীভাবে সানাই বাজানোর ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঋদ্ধি?

সম্প্রতি সামনে এসেছে তাঁর ত্রিনয়নী লুক । 'দেবী দশমহাবিদ্যা' শিরোনামের এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেবী রূপে দেখা যাবে আরও অনেককে । ধীরে ধীরে সামনে আসবে তাঁদের দেবীরূপও । তবে ঋতু বদলাচ্ছে টিভির পর্দায় এবং নতুন রূপে হাজির হচ্ছেন ঋতুপর্ণা এই খবরে নিশ্চই আল্পুত তাঁর অনুরাগীরা ৷ নতুন এই ভূমিকায় নিজেকে পেয়ে আপ্লুত টলিকুইনও ।

কলকাতা, 10 অগস্ট: সম্প্রতি 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত হয়েছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । এবার খুব শীঘ্রই মুক্তি পাবে রঞ্জন ঘোষ পরিচালিত এবং ঋতুপর্ণা অভিনীত বাংলা ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'। আর এবার ছোট পর্দাতেও তাঁকে দেখা যাবে মহিষাসুরমর্দিনীর ভূমিকায়(Rituparna Sengupta in Debi Doshomohabidya)। সামনেই মহালয়া ৷ আর মহালয়া মানেই একদিকে যেমন রেডিয়ো শোনাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, তেমনই টিভির পর্দায় বিভিন্ন অভিনেত্রীদের দেখা যাবে একদিনের দুর্গা রূপে ৷

বিভিন্ন চ্যানেলেই এদিন সম্প্রচারিত হবে নানা রঙের অনুষ্ঠান । একে একে সামনে আসবে কারা হতে চলেছেন এবারের মহিষাসুরমর্দিনী । তবে, এবার ছোট পর্দার জন্য রয়েছে বড় খবর । কারণ এই প্রথমবার এই নতুন ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ।

Rituparna Sengupta
ছোট পর্দায় প্রথমবার দুর্গার ভূমিকায় ঋতুপর্ণা

আরও পড়ুন: কীভাবে সানাই বাজানোর ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঋদ্ধি?

সম্প্রতি সামনে এসেছে তাঁর ত্রিনয়নী লুক । 'দেবী দশমহাবিদ্যা' শিরোনামের এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেবী রূপে দেখা যাবে আরও অনেককে । ধীরে ধীরে সামনে আসবে তাঁদের দেবীরূপও । তবে ঋতু বদলাচ্ছে টিভির পর্দায় এবং নতুন রূপে হাজির হচ্ছেন ঋতুপর্ণা এই খবরে নিশ্চই আল্পুত তাঁর অনুরাগীরা ৷ নতুন এই ভূমিকায় নিজেকে পেয়ে আপ্লুত টলিকুইনও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.