মুম্বই, 29 ডিসেম্বর: 'গানস অ্যান্ড গুলাবস', রাজ এবং ডিকে পরিচালিত এই ওয়েব সিরিজে রীতিমতো নজর কেড়েছিলেন রাজকুমার রাও এবং দুলকর সলমন ৷ শুধু থ্রিলার হিসাবে নয় রাজ-ডিকে জুটি এই সিরিজে দর্শককে সুযোগ করে দিয়েছিলেন টাইম ট্রাভেলের ৷ পিরিয়ডিক্যাল ড্রামাটি নেটফ্লিক্সের দর্শকদের অনেকেরই নজর টেনেছিল শুধুমাত্র কাহিনির গুণে ৷ এবার আসতে চলেছে সিরিজটির দ্বিতীয় অধ্যায় ৷
নেটফ্লিক্সের একটি পোস্ট এদিন শেয়ার করেছেন রাজকুমার ৷ নতুন মরশুম নিয়ে রাজ এবং ডিকেও উচ্ছ্বসিত ৷ তাঁরা বলেন, "আমরা বিশ্বাস করি আমাদের এই অপরাধ জগত নিয়ে তৈরি গানস অ্যান্ড গুলাবস-এ দর্শককে আকর্ষণ করার দারুণ ক্ষমতা ছিল ৷ আর নেটফ্লিক্সের সঙ্গ পেয়ে এটাকে জীবন্ত করে তোলাটা আরও সহজ হয়েছে ৷ সিজন 1 দারুণ সাফল্য পেয়েছে তাই সিজন 2 নিয়েও আশাবাদী আমরা ৷"
তাঁরা আরও বলেন, "গল্পের বিষয়টা নিয়ে যদিও এখনই মুখ খুলতে পারছি না তবে আমরা চেষ্টা করব এবার যাতে আরও রোমাঞ্চকর হয় তারও ব্যবস্থা করা হবে ৷" নয়ের দশকের ওপর আধারিত এই কাহিনি শুরু হয় একটি শহরকে কেন্দ্র করে তার নাম গুলাবগঞ্জ ৷ অপরাধ জগতের এক টানটান উত্তেজনাময় কাহিনিক তুলে ধরতে চলেছে এই সিরিজ ৷ নেটফ্লিক্স ইন্ডিয়াও তৈরি এই নতুন সিজনের কাজ শুরু করতে ৷ সিরিজ হেড তানিয়া ভামি বলেন, "নেটফ্লিক্সের হাত ধরে গানস অ্যান্ড গুলাবসের নতুন মরশুমে তাঁদের ম্য়াজিকাল জার্নিকে আরও উচ্চতায় পৌঁছে দেবেন রাজ এবং ডিকে ৷"
আদর্শ গৌরব, শ্রেয়া ধনোয়ানথারি এবং গুলশান দেভাইয়াদেরও দেখা গিয়েছিল প্রথম মরশুমে ৷ ওটিটিতে রীতিমতো নতুন ধরনের কনসেপ্ট তৈরি করেছিল এই সিরিজটি ৷ যদিও কবে এই সিরিজটি মুক্তি পেতে চলেছে তা এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন: