ETV Bharat / entertainment

Bengali Serial Tumi Je Amar Ma : খুঁজে পাওয়া গেল আরোহীর মাকে, সুমনের নতুন নায়িকা প্রিয়া মণ্ডল - New Bengali serial Tumi je amar ma is starting form 6 June

বাংলা টেলিভিশনের পর্দায় আগামী ৬ জুন থেকে শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিক 'তুমিই যে আমার মা' (New Serial Tumii Je Amar Maa is Coming Soon)। একটি বাচ্চা মেয়ের মা'কে খুঁজে বেড়ানোর গল্প বলবে এই ধারাবাহিক।

Bengali serial News
খুঁজে পাওয়া গেল আরোহীর মাকে, সুমনের নতুন নায়িকা প্রিয়া মণ্ডল
author img

By

Published : May 17, 2022, 9:40 AM IST

কলকাতা, 17 মে: একটি বাচ্চা মেয়েকে খুঁজে বেরানোর গল্প নিয়ে বাংলা টেলিভিশনের পর্দায় আগামী 6 জুন থেকে শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিক 'তুমিই যে আমার মা'(New Serial Tumii Je Amar Maa is Coming Soon)। ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে আরোহী নামের একটি বাচ্চা মেয়ের জীবন নিয়ে ৷ তার জীবনে সব আছে । অভাব শুধু একজন মায়ের । নিজের বাবা, পরিবার তাকে আগলে রাখে সর্বদা । কিন্তু মা তো মাই হয় । আর সেটাই নেই তার কাছে ।

আর তাই সে খুঁজে বেড়ায় তার মাকে। বাবা অনিরুদ্ধ রায়চৌধুরী তাকে বোঝান তিনিই তার বাবা এবং মা । কিন্তু মেয়েকে বোঝাবে কার সাধ্যি ? ধারাবাহিকের প্রথম প্রোমোতে মাকে হতে পারেন তা দেখানো হয়নি । ধারাবাহিকে নায়ক যখন উপস্থিত নায়িকা তো থাকবেই । এবার জানা গেল নায়িকার নামও । এই চরিত্রে আসতে চলেছেন প্রিয়া মণ্ডল ।

Bengali serial News
নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া

বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা তিনি । নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া । এবার ফিরছেন খুব সাদামাটা এবং আদ্যপান্ত পজিটিভ রোলে । শুধু তাই নয়, ফিরছেন গল্পের নায়িকা হয়ে । এর আগে 'তোমায় আমায় মিলে', 'সাঁঝের বাতি', 'ভজ গোবিন্দ', 'স্ত্রী', 'বরণ' এবং হিন্দি ছবি 'তু মেরি পেয়ারি বিন্দু'তে অভিনয় করেছেন প্রিয়া ।

আরও পড়ুন : কেন হঠাৎ নিজেকে ড্রাকুলার সঙ্গে তুলনা করলেন সৃজিত!

এই প্রথমবার লিড রোলে তাঁকে পাওয়া যাবে কোনও ধারাবাহিকে । আইন নিয়ে পড়াশুনা করেছেন প্রিয়া । তবে, ভালোবাসা তাঁর অভিনয় । তাই এই নানা রঙের বাঁচাকেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী । এবার সুমনের সঙ্গে শুরু হতে চলেছে তাঁর নতুন পথচলা । প্রথমবার মুখ্য চরিত্রে । এবং এমন একটি চরিত্র পেয়ে খুশি অভিনেত্রী । পুরোদমে শুরু হয়ে গিয়েছে শ্যুটিংপর্ব ৷

কলকাতা, 17 মে: একটি বাচ্চা মেয়েকে খুঁজে বেরানোর গল্প নিয়ে বাংলা টেলিভিশনের পর্দায় আগামী 6 জুন থেকে শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিক 'তুমিই যে আমার মা'(New Serial Tumii Je Amar Maa is Coming Soon)। ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে আরোহী নামের একটি বাচ্চা মেয়ের জীবন নিয়ে ৷ তার জীবনে সব আছে । অভাব শুধু একজন মায়ের । নিজের বাবা, পরিবার তাকে আগলে রাখে সর্বদা । কিন্তু মা তো মাই হয় । আর সেটাই নেই তার কাছে ।

আর তাই সে খুঁজে বেড়ায় তার মাকে। বাবা অনিরুদ্ধ রায়চৌধুরী তাকে বোঝান তিনিই তার বাবা এবং মা । কিন্তু মেয়েকে বোঝাবে কার সাধ্যি ? ধারাবাহিকের প্রথম প্রোমোতে মাকে হতে পারেন তা দেখানো হয়নি । ধারাবাহিকে নায়ক যখন উপস্থিত নায়িকা তো থাকবেই । এবার জানা গেল নায়িকার নামও । এই চরিত্রে আসতে চলেছেন প্রিয়া মণ্ডল ।

Bengali serial News
নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া

বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা তিনি । নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া । এবার ফিরছেন খুব সাদামাটা এবং আদ্যপান্ত পজিটিভ রোলে । শুধু তাই নয়, ফিরছেন গল্পের নায়িকা হয়ে । এর আগে 'তোমায় আমায় মিলে', 'সাঁঝের বাতি', 'ভজ গোবিন্দ', 'স্ত্রী', 'বরণ' এবং হিন্দি ছবি 'তু মেরি পেয়ারি বিন্দু'তে অভিনয় করেছেন প্রিয়া ।

আরও পড়ুন : কেন হঠাৎ নিজেকে ড্রাকুলার সঙ্গে তুলনা করলেন সৃজিত!

এই প্রথমবার লিড রোলে তাঁকে পাওয়া যাবে কোনও ধারাবাহিকে । আইন নিয়ে পড়াশুনা করেছেন প্রিয়া । তবে, ভালোবাসা তাঁর অভিনয় । তাই এই নানা রঙের বাঁচাকেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী । এবার সুমনের সঙ্গে শুরু হতে চলেছে তাঁর নতুন পথচলা । প্রথমবার মুখ্য চরিত্রে । এবং এমন একটি চরিত্র পেয়ে খুশি অভিনেত্রী । পুরোদমে শুরু হয়ে গিয়েছে শ্যুটিংপর্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.