কলকাতা, 17 মে: একটি বাচ্চা মেয়েকে খুঁজে বেরানোর গল্প নিয়ে বাংলা টেলিভিশনের পর্দায় আগামী 6 জুন থেকে শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিক 'তুমিই যে আমার মা'(New Serial Tumii Je Amar Maa is Coming Soon)। ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে আরোহী নামের একটি বাচ্চা মেয়ের জীবন নিয়ে ৷ তার জীবনে সব আছে । অভাব শুধু একজন মায়ের । নিজের বাবা, পরিবার তাকে আগলে রাখে সর্বদা । কিন্তু মা তো মাই হয় । আর সেটাই নেই তার কাছে ।
আর তাই সে খুঁজে বেড়ায় তার মাকে। বাবা অনিরুদ্ধ রায়চৌধুরী তাকে বোঝান তিনিই তার বাবা এবং মা । কিন্তু মেয়েকে বোঝাবে কার সাধ্যি ? ধারাবাহিকের প্রথম প্রোমোতে মাকে হতে পারেন তা দেখানো হয়নি । ধারাবাহিকে নায়ক যখন উপস্থিত নায়িকা তো থাকবেই । এবার জানা গেল নায়িকার নামও । এই চরিত্রে আসতে চলেছেন প্রিয়া মণ্ডল ।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা তিনি । নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া । এবার ফিরছেন খুব সাদামাটা এবং আদ্যপান্ত পজিটিভ রোলে । শুধু তাই নয়, ফিরছেন গল্পের নায়িকা হয়ে । এর আগে 'তোমায় আমায় মিলে', 'সাঁঝের বাতি', 'ভজ গোবিন্দ', 'স্ত্রী', 'বরণ' এবং হিন্দি ছবি 'তু মেরি পেয়ারি বিন্দু'তে অভিনয় করেছেন প্রিয়া ।
আরও পড়ুন : কেন হঠাৎ নিজেকে ড্রাকুলার সঙ্গে তুলনা করলেন সৃজিত!
এই প্রথমবার লিড রোলে তাঁকে পাওয়া যাবে কোনও ধারাবাহিকে । আইন নিয়ে পড়াশুনা করেছেন প্রিয়া । তবে, ভালোবাসা তাঁর অভিনয় । তাই এই নানা রঙের বাঁচাকেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন অভিনেত্রী । এবার সুমনের সঙ্গে শুরু হতে চলেছে তাঁর নতুন পথচলা । প্রথমবার মুখ্য চরিত্রে । এবং এমন একটি চরিত্র পেয়ে খুশি অভিনেত্রী । পুরোদমে শুরু হয়ে গিয়েছে শ্যুটিংপর্ব ৷