কলকাতা, 27 নভেম্বর: বড় পর্দা কিংবা বাংলা টেলিভিশনে এর আগেও সাপ নিয়ে গল্প এসেছে । 'নাগিন', 'নাগিনা', 'নাগপঞ্চমী', 'মনসা', 'বেহুলা'- আছে এ রকম আরও অনেক নাম । আর এ বার ফের বাংলা টেলিভিশনে আসছে সাপকে কেন্দ্রে রেখে 'পঞ্চমী' (Panchami)।
পঞ্চমীর ভূমিকায় দেখা যাবে সুস্মিতা দে'কে । এই ধারাবাহিকে (New Bengali Serial) তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন রাজদীপ গুপ্ত । প্রসঙ্গত, 'ওগো বধূ সুন্দরী'র পর 'আপনজন', 'ঝাঁঝ লবঙ্গ ফুল' এবং 'বাক্স বদল'-এও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ । এ বার তিনি ফের ছোটপর্দায় ।
সুস্মিতা এর আগে 'অপরাজিতা অপু' এবং 'বৌমা একঘর' ধারাবাহিকে অভিনয় করেছেন । তৃতীয় সফর শুরু হতে চলেছে এ বার । সুস্মিতা ভালোবাসেন মাইথোলজি । তাই নতুন চরিত্র নিয়ে আপ্লুত সুস্মিতা ।
আরও পড়ুন: 'তোমার খোলা হাওয়া' নিয়ে ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা
এই ধারাবাহিক বিজ্ঞানকে অবজ্ঞা করে না । বিজ্ঞানকে সম্মান দিয়েই একটা রূপকথার গল্প বুনতে চান লেখিকা সাহানা দত্ত । 'পঞ্চমী' তেমনই একটি ধারাবাহিক বলে জানালেন তিনি ।
5 ডিসেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে 8টায় সম্প্রচারিত হবে 'পঞ্চমী'।