ETV Bharat / entertainment

Maja Ma Trailer Out: মুক্তি পেল 'মজামা'-র ট্রেলার, ফের মন কাড়লেন ডান্স ডিভা মাধুরী - মুক্তি পেল মজামার ট্রেলার

ওটিটি-তে আসছে মাধুরীর নতুন কাজ (Madhuri Dixit Starrer Maja Ma) ৷ ছবির নাম 'মজামা'(Maja Ma trailer is out now) ৷ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷

Madhuri Dixit Starrer Maja Ma trailer is out now
মুক্তি পেল 'মজামা'-র ট্রেলার, ফের মন কাড়লেন ডান্স ডিভা মাধুরী
author img

By

Published : Sep 22, 2022, 4:23 PM IST

মুম্বই, 22 সেপ্টেম্বর: এর আগে 'ফেম গেম' সিরিজের মাধ্য়মে ওটিটি পা রেখেছিলেন 'ডান্স ডিভা' মাধুরী দীক্ষিত ৷ আর পা রেখেই তিনি জয় করে নিয়েছিলেন দর্শকদের মন ৷ তাঁর অভিনয় এবং সৌন্দর্যে ফের একবার মোহিত হয়ে পড়েছিল নেটিজেনরা ৷ এবার ফের ওটিটি-তে আসছে মাধুরীর নতুন কাজ ৷ ছবির নাম 'মজা মা' (Madhuri Dixit Starrer Maja Ma) ৷ এই ছবিতে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে(Maja Ma trailer is out now) ৷

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলার শুরু হয় মাধুরীর অনস্ক্রিন পুত্রের বয়ান দিয়ে(Madhuri Dixit New Film Maja Ma) ৷ তার চোখ দিয়েই সকলে দেখেন এই পরিবারের গল্প ৷ এখানে মাধুরী যেমন একজন গৃহবধূ তার সঙ্গে তিনি নাচও ভীষণ ভালবাসেন ৷ মায়ের এই সুন্দর রঙিনভাবে জীবনকে দেখার চেষ্টা, নারী স্বাধীনতার বোধই কাল হয়ে দাঁড়াবে ছেলের বিয়ের ক্ষেত্রে? কারণ ট্রেলারে সেরকমই আভাস রয়েছে কিছু ক্ষেত্রে ৷ ছেলের ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেস্তে যেতে বসে মায়ের একটি ভিডিয়োর জন্য় ৷ এরপর কোনদিকে গড়াবে কাহিনি সেই গল্পই বলবে এই ছবি ৷

মাধুরী অনুরাগীদের জন্য় সবচেয়ে বড় প্রাপ্তি হল যে নাচের জন্য তাঁরা এই অভিনেত্রীর প্রেমে পড়েন বারবার, সেই ম্যাজিক আরও একবার তিনি তৈরি করতে চলেছেন পর্দায় ৷ ইতিমধ্য়েই ছবির কয়েকটি গানও সামনে এসেছে ৷ আর সেখানেই আভাস মিলেছে নৃত্যের একটি দারুণ ভূমিকা রয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন : মুক্তি পেল 'হৃদয়পুর' এর মোশন পোস্টার, পর্দায় সৌরভ দর্শনারা

আমাজন প্রাইমে আগামী 6 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে মাধুরীর ছেলের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক ভৌমিককে আর তাঁর স্বামীর ভূমিকায় থাকবেন গজরাজ রাও ৷ এছাড়া বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রাজিত কাপুর-সহ আরও অনেক চেনা মুখ রয়েছেন ছবিতে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ তিওয়ারি এবং প্রযোজনা করছেন অমৃতপাল সিং বিন্দ্রা ৷

মুম্বই, 22 সেপ্টেম্বর: এর আগে 'ফেম গেম' সিরিজের মাধ্য়মে ওটিটি পা রেখেছিলেন 'ডান্স ডিভা' মাধুরী দীক্ষিত ৷ আর পা রেখেই তিনি জয় করে নিয়েছিলেন দর্শকদের মন ৷ তাঁর অভিনয় এবং সৌন্দর্যে ফের একবার মোহিত হয়ে পড়েছিল নেটিজেনরা ৷ এবার ফের ওটিটি-তে আসছে মাধুরীর নতুন কাজ ৷ ছবির নাম 'মজা মা' (Madhuri Dixit Starrer Maja Ma) ৷ এই ছবিতে একজন গৃহবধূর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে(Maja Ma trailer is out now) ৷

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ ট্রেলার শুরু হয় মাধুরীর অনস্ক্রিন পুত্রের বয়ান দিয়ে(Madhuri Dixit New Film Maja Ma) ৷ তার চোখ দিয়েই সকলে দেখেন এই পরিবারের গল্প ৷ এখানে মাধুরী যেমন একজন গৃহবধূ তার সঙ্গে তিনি নাচও ভীষণ ভালবাসেন ৷ মায়ের এই সুন্দর রঙিনভাবে জীবনকে দেখার চেষ্টা, নারী স্বাধীনতার বোধই কাল হয়ে দাঁড়াবে ছেলের বিয়ের ক্ষেত্রে? কারণ ট্রেলারে সেরকমই আভাস রয়েছে কিছু ক্ষেত্রে ৷ ছেলের ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেস্তে যেতে বসে মায়ের একটি ভিডিয়োর জন্য় ৷ এরপর কোনদিকে গড়াবে কাহিনি সেই গল্পই বলবে এই ছবি ৷

মাধুরী অনুরাগীদের জন্য় সবচেয়ে বড় প্রাপ্তি হল যে নাচের জন্য তাঁরা এই অভিনেত্রীর প্রেমে পড়েন বারবার, সেই ম্যাজিক আরও একবার তিনি তৈরি করতে চলেছেন পর্দায় ৷ ইতিমধ্য়েই ছবির কয়েকটি গানও সামনে এসেছে ৷ আর সেখানেই আভাস মিলেছে নৃত্যের একটি দারুণ ভূমিকা রয়েছে এই ছবিতে ৷

আরও পড়ুন : মুক্তি পেল 'হৃদয়পুর' এর মোশন পোস্টার, পর্দায় সৌরভ দর্শনারা

আমাজন প্রাইমে আগামী 6 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে মাধুরীর ছেলের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক ভৌমিককে আর তাঁর স্বামীর ভূমিকায় থাকবেন গজরাজ রাও ৷ এছাড়া বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রাজিত কাপুর-সহ আরও অনেক চেনা মুখ রয়েছেন ছবিতে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ তিওয়ারি এবং প্রযোজনা করছেন অমৃতপাল সিং বিন্দ্রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.