কলকাতা, 17 মার্চ: 'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে থাকছে দারুণ চমক । প্রতিযোগীদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির জুটির বহু গান সমৃদ্ধ করেছে বলিউডকে । তালিকায় রয়েছে 'আজ ম্যায় উপর আসমা নীচে', 'রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম', 'আখোঁ কি গুস্তাখিয়া মাফ হো'র মতো অজস্র জনপ্রিয় গান। এই ধরনের গান মানুষের হৃদয়ে প্রেমের দোলা জাগিয়েছিল একটা সময়ে । বলতে দ্বিধা নেই, আজও এই সমস্ত গানের জনপ্রিয়তা মোটের উপর অটুট (Kumar Sanu And Kavita in Super Singer)।
'সুপার সিঙ্গার সিজন ফোর'-এর মঞ্চে এই সপ্তাহে এসে সেই সব সোনালী দিনের জনপ্রিয় সব গান শোনাবেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি । শুধু তাই নয়, তাঁদের সেই সব গান তাঁদের সামনেই তুলে ধরবেন প্রতিযোগীরা । একটা সময়ে যে সব গান গেয়ে আমজনতার মনে ঝড় তুলেছিলেন যে দু'জন শিল্পী তাঁদের সামনে দাঁড়িয়ে তাঁদেরই গান গাইতে বেশ সাহসের দরকার হয় । সেই সাহস রয়েছে এবারের প্রতিযোগীদের । জোরকদমে চলছে অনুশীলন । নিজেদের প্রমাণ করতে এক প্রকার মরিয়া প্রত্যেকে । আর মাত্র এক দিনের অপেক্ষা ।
18 এবং 19 মার্চের পর্বে আসছে সেই সব চমক । 'সুপার সিঙ্গার সিজন থ্রি'-র মঞ্চে বিচারকের আসনে ছিলেন কুমার শানু, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম । এবার এই প্যানেলে রয়েছেন মোনালি ঠাকুর, রূপম ইসলাম, শান । এবার অতিথি হিসেবে হাজির থাকবেন কুমার শানু । আর সঙ্গে আসছেন কবিতা কৃষ্ণমূর্তি ।
আরও পড়ুন: স্বরা ফহাদের রিসেপশনে হাজির রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল
চ্যানেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এদিনের এপিসোডে বাড়তি চমক হিসেবে থাকবে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির জনপ্রিয় গানের সঙ্গে চোখ ধাঁধানো ডান্স পারফরম্যান্স। সুতরাং এই এপিসোড মিস করলে চলবে না দর্শককে। এই বিশেষ পর্ব দেখতে হলে এই সপ্তাহের শনি ও রবিবার চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।