হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: কেকে মেনন নিজেকে বারবার মেলে ধরেছেন নানা ধরনের চরিত্রে ৷ এবার মুক্তি পেল তাঁর নতুন ওয়েব সিরিজ 'বোম্বাই মেরি জান'-এর ট্রেলার ৷ এই সিরিজে মেনন অভিনয় করবেন এক সৎ পুলিশ অফিসারের চরিত্রে ৷ তাঁর চরিত্রের নাম ইসমাইল কাদরি ৷ বোম্বাই সাতের দশকে অপরাধ জগতের বিভিন্ন টানাপোড়েন নিয়ে তৈরি হয় এই কাহিনি ৷ সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজাত সওদাগর ৷ এর আগে তাঁর হাত থেকে 'রক অন 2'-এর মতো ছবি উপহার পেয়েছে সিনেপ্রেমীরা ৷
ট্রেলারে গল্পের আভাস যেটুকু মিলেছে তাতে দেখানো হয়েছে স্বাধীনতার ঠিক পরে মুম্বই শহরের পরিস্থিতি ৷ মুম্বই তখন অপরাধে জর্জরিত ৷ নানান গ্যাংয়ের উপস্থিতি সেখানে ৷ সেই অপরাধপ্রবণ এক শহরকেই সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হয় ইসমাইলের হাতে ৷ ইসমাইল কাদরি একজন সৎ পুলিশ অফিসার ৷
সে চায় তার ছেলেও সৎ পথে থাকুক ৷ কিন্তু সে যা চায় গল্প ঘুরে যায় তার একেবারে বিপরীত দিকে ৷ ইসমাইল যখন শহরের অপরাধ জগতের বিভিন্ন কাণ্ড সামলাতে ব্যস্ত তার ছেলে দারা কাদরিই জড়িয়ে পড়ে এই অন্ধকার জগতের সঙ্গে ৷ দারার লোভ তাকে অপরাধে প্রলুব্ধ করে ৷ এরপর কী হয় দারার? সেই গল্প নিয়েই হাজির হতে চলেছে এই সিরিজ ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: বিক্রি হল সাড়ে 5 লক্ষেরও বেশি টিকিট, অগ্রিম বুকিংয়েও শাহরুখ রাজ
জানা গিয়েছে অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি ৷ 'বোম্বাই মেরি জান'-এর কাহিনিটিকে ভাগ করা হয়েছে মোট দশটি পর্বে ৷ কে কে মেননের ছেলের চরিত্রে এখানে দেখা যাবে অভিনেতা অবিনাশ তিওয়ারিকে ৷ এছাড়া রয়েছেন কৃতিকা কামরা, আমিরা দস্তুর এবং নিবেদিতা ভট্টাচার্যের মতো কলাকুশলীরা ৷ বোম্বাই মেরি জান মুক্তি পেতে চলেছে আগামী 14 সেপ্টেম্বর ৷