ETV Bharat / entertainment

Karan Johar on Koffee with Karan : এখানেই শেষ, ফিরছে না "কফি উইথ করণ" - Karan Johar on Koffee with Karan

নতুন সিজন আসছে না "কফি উইথ করণ"-এর ৷ জানিয়ে দিলেন পরিচালক তথা হোস্ট করণ জোহর নিজেই (Koffee with Karan New Season is Not Coming) ৷

Koffee with Karan Ended
এখানেই শেষ, ফিরছে না "কফি উইথ করণ"
author img

By

Published : May 4, 2022, 2:17 PM IST

মুম্বই, 4 মে : এক সপ্তাহও হয়নি দাবি করা হয়েছিল আসতে চলেছে "কফি উইথ করণ"-এর সপ্তম সিজন ৷ কিন্তু এবার শোয়ের হোস্ট তথা পরিচালক করণ জোহর নিজেই জানিয়ে দিলেন এই শোয়ের কোনও পরবর্তী অধ্যায় আসছে না ৷ তাঁর এই জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শোয়ের এখানেই ইতি ৷ এমনটাই জানালেন করণ (Koffee with Karan New Season is Not Coming) ৷

2004 সালে প্রথমবার স্টার ওয়ার্ল্ডে এই শোয়ের প্রিমিয়ার হয়েছিল ৷ নানা দ্বিধাদ্বন্দ্ব এবং বিতর্কের মধ্য দিয়ে 2019 সালে এর ষষ্ঠ মরশুম শেষ হয় ৷ পরিচালক করণ নিজের অনুরাগীদের উদ্দশ্য়ে জানিয়েছেন ষষ্ঠ মরশুমেই এই শোয়ের ইতি ৷ ইনস্টাগ্রাম পোস্টে এদিন তিনি লেখেন, "'কফি উইথ করণ' ছ'টি মরশুম ধরে আপনাদের এবং আমার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল ৷ আমার মনে হয় আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি এবং পপ সংস্কৃতির ইতিহাসে একটা জায়গা করে নিতে পেরেছি ৷ তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমায় ঘোষণা করতে হচ্ছে যে 'কফি উইথ করণ' আর ফিরছে না ৷"

আরও পড়ুন : ফ্যানেদের জনসমুদ্রে মিশে ঈদের শুভেচ্ছা জানালেন ভাইজান

এই শোয়ের প্রিমিয়ারে হাজির ছিলেন করণের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং কাজলও ৷ তাঁরাই ছিলেন এই অনুষ্ঠানের প্রথম অতিথি ৷ তারপর ধীরে ধীরে টিভির পর্দায় মারাত্মক জনপ্রিয় হয়ে ওঠে এই শো ৷ একইসঙ্গে এই শো আবার ছিল বহু বিতর্কের জন্মদাতা ৷ কিছু ভাল কিছু খারাপ মিলিয়েই এবার স্মৃতি পাতায় থেকে যাবে এই চ্যাট শোয়ের একাধিক পর্ব ৷

মুম্বই, 4 মে : এক সপ্তাহও হয়নি দাবি করা হয়েছিল আসতে চলেছে "কফি উইথ করণ"-এর সপ্তম সিজন ৷ কিন্তু এবার শোয়ের হোস্ট তথা পরিচালক করণ জোহর নিজেই জানিয়ে দিলেন এই শোয়ের কোনও পরবর্তী অধ্যায় আসছে না ৷ তাঁর এই জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শোয়ের এখানেই ইতি ৷ এমনটাই জানালেন করণ (Koffee with Karan New Season is Not Coming) ৷

2004 সালে প্রথমবার স্টার ওয়ার্ল্ডে এই শোয়ের প্রিমিয়ার হয়েছিল ৷ নানা দ্বিধাদ্বন্দ্ব এবং বিতর্কের মধ্য দিয়ে 2019 সালে এর ষষ্ঠ মরশুম শেষ হয় ৷ পরিচালক করণ নিজের অনুরাগীদের উদ্দশ্য়ে জানিয়েছেন ষষ্ঠ মরশুমেই এই শোয়ের ইতি ৷ ইনস্টাগ্রাম পোস্টে এদিন তিনি লেখেন, "'কফি উইথ করণ' ছ'টি মরশুম ধরে আপনাদের এবং আমার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল ৷ আমার মনে হয় আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি এবং পপ সংস্কৃতির ইতিহাসে একটা জায়গা করে নিতে পেরেছি ৷ তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমায় ঘোষণা করতে হচ্ছে যে 'কফি উইথ করণ' আর ফিরছে না ৷"

আরও পড়ুন : ফ্যানেদের জনসমুদ্রে মিশে ঈদের শুভেচ্ছা জানালেন ভাইজান

এই শোয়ের প্রিমিয়ারে হাজির ছিলেন করণের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং কাজলও ৷ তাঁরাই ছিলেন এই অনুষ্ঠানের প্রথম অতিথি ৷ তারপর ধীরে ধীরে টিভির পর্দায় মারাত্মক জনপ্রিয় হয়ে ওঠে এই শো ৷ একইসঙ্গে এই শো আবার ছিল বহু বিতর্কের জন্মদাতা ৷ কিছু ভাল কিছু খারাপ মিলিয়েই এবার স্মৃতি পাতায় থেকে যাবে এই চ্যাট শোয়ের একাধিক পর্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.