ETV Bharat / entertainment

Rannagharer Gappo: লাট সাহেবের রোস্ট খেতে খেতে সুদীপ্তার রান্নাঘরে গপ্পো করবেন জোজো - Rannagharer Gappo Special Episode

বড়দিনের স্পেশাল মেনু নিয়ে এবার সুদীপ্তারা রান্নাঘরে গপ্পো করতে আসছেন জোজো( Jojo will come as a guest in Rannagharer Gappo) ৷ তিনি রাঁধবেন 'লাট সাহেবের রোস্ট' ৷

Rannagharer Gappo
সুদীপ্তার রান্নাঘরে গপ্পো করবেন জোজো
author img

By

Published : Dec 22, 2022, 12:54 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৷ তারপরেই আসছে বড়দিন । আর বড়দিন মানেই কেক, বড়দিন মানেই দেদার ঘোরাঘুরি, ঘরে বাইরে খাওয়াদাওয়ার বিপুল আয়োজন । সেই কথা মাথায় রেখে চ্যানেলগুলির রান্নার শো-তেও হাজির হতে চলেছে দারুণ দারুণ সব পর্ব । স্পেশাল মেনু নিয়ে নতুন নতুন অতিথির সঙ্গে হাজির হবেন সঞ্চালিকারা ।

বলাই বাহুল্য অন্যথা হবে না 'রান্নাঘরের গপ্পো'তেও ৷ এবার এই অনুষ্ঠানের ক্রিসমাস বিশেষ পর্বে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী জোজো । তিনি রাঁধবেন 'লাট সাহেবের রোস্ট'( Jojo will come as a guest in Rannagharer Gappo)। ঠিক কী দিয়ে তৈরি হবে এই বিশেষ রোস্টটি তা জানতে হলে তো দেখতে হবে 23 ডিসেম্বরের পর্বে ৷ ঠিক বিকেল পাঁচটায় (Rannagharer Gappo Special Episode)।

Rannagharer Gappo
জোজো রাঁধবেন 'লাট সাহেবের রোস্ট'

সম্প্রতি হাফসেঞ্চুরি পার করেছে এই শো । এই শো-এর হাত ধরেই বেশ অনেকবছর পর টেলিভিশনের পর্দায় সঞ্চালনায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী । এর আগেও সঞ্চালিকা হিসাবে বিভিন্ন শোয়ের দায়িত্ব সামলেছেন নায়িকা ৷ তবে, রান্নাবান্নার কোনও শো-তে এই প্রথম সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি । তাই নিজেকে নতুনভাবে ভাঙতে পেরে খুশি অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপ্তা (Rannagharer Gappo Christmas Special Episode)।

আরও পড়ুন: খোলামেলা পোশাকে শুটিং, উরফিকে আটক করল দুবাই পুলিশ

বড়দিনের আগেই স্পেশাল মেনু নিয়ে হাজির হচ্ছে 'রান্নাঘরের গপ্পো'। তাই এই স্পেশাল মেনুটি 25 ডিসেম্বরের দুপুরে কিংবা রাতে বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে বলে দাবি অনুষ্ঠান নির্মাতাদের। জোজো যখন আসছেন তখন গান হবে না, গপ্পো হবে না তা কি হয়? আনন্দের রসদ হিসেবে থাকবে সবই। আসলে এই শোয়ের অন্যতম লক্ষ্য হল পুরোনো দিনের হারিয়ে যাওয়া কিছু রান্নার গল্পকে আবার নতুন করে তুলে আনা ৷ শুধু রান্না নয় সঙ্গে বাসন পত্র, রন্ধন সামগ্রী নিয়েও কথা এবং গপ্পো চলে এই অনুষ্ঠানে ৷ 'লাট সাহেবের রোস্ট'-এর রেসিপি-তেও কি থাকবে সেই পুরোনো দিনের গন্ধ ৷ জানা যাবে 23 ডিসেম্বর ৷

কলকাতা, 22 ডিসেম্বর: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৷ তারপরেই আসছে বড়দিন । আর বড়দিন মানেই কেক, বড়দিন মানেই দেদার ঘোরাঘুরি, ঘরে বাইরে খাওয়াদাওয়ার বিপুল আয়োজন । সেই কথা মাথায় রেখে চ্যানেলগুলির রান্নার শো-তেও হাজির হতে চলেছে দারুণ দারুণ সব পর্ব । স্পেশাল মেনু নিয়ে নতুন নতুন অতিথির সঙ্গে হাজির হবেন সঞ্চালিকারা ।

বলাই বাহুল্য অন্যথা হবে না 'রান্নাঘরের গপ্পো'তেও ৷ এবার এই অনুষ্ঠানের ক্রিসমাস বিশেষ পর্বে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী জোজো । তিনি রাঁধবেন 'লাট সাহেবের রোস্ট'( Jojo will come as a guest in Rannagharer Gappo)। ঠিক কী দিয়ে তৈরি হবে এই বিশেষ রোস্টটি তা জানতে হলে তো দেখতে হবে 23 ডিসেম্বরের পর্বে ৷ ঠিক বিকেল পাঁচটায় (Rannagharer Gappo Special Episode)।

Rannagharer Gappo
জোজো রাঁধবেন 'লাট সাহেবের রোস্ট'

সম্প্রতি হাফসেঞ্চুরি পার করেছে এই শো । এই শো-এর হাত ধরেই বেশ অনেকবছর পর টেলিভিশনের পর্দায় সঞ্চালনায় ফিরেছেন সুদীপ্তা চক্রবর্তী । এর আগেও সঞ্চালিকা হিসাবে বিভিন্ন শোয়ের দায়িত্ব সামলেছেন নায়িকা ৷ তবে, রান্নাবান্নার কোনও শো-তে এই প্রথম সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি । তাই নিজেকে নতুনভাবে ভাঙতে পেরে খুশি অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপ্তা (Rannagharer Gappo Christmas Special Episode)।

আরও পড়ুন: খোলামেলা পোশাকে শুটিং, উরফিকে আটক করল দুবাই পুলিশ

বড়দিনের আগেই স্পেশাল মেনু নিয়ে হাজির হচ্ছে 'রান্নাঘরের গপ্পো'। তাই এই স্পেশাল মেনুটি 25 ডিসেম্বরের দুপুরে কিংবা রাতে বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে বলে দাবি অনুষ্ঠান নির্মাতাদের। জোজো যখন আসছেন তখন গান হবে না, গপ্পো হবে না তা কি হয়? আনন্দের রসদ হিসেবে থাকবে সবই। আসলে এই শোয়ের অন্যতম লক্ষ্য হল পুরোনো দিনের হারিয়ে যাওয়া কিছু রান্নার গল্পকে আবার নতুন করে তুলে আনা ৷ শুধু রান্না নয় সঙ্গে বাসন পত্র, রন্ধন সামগ্রী নিয়েও কথা এবং গপ্পো চলে এই অনুষ্ঠানে ৷ 'লাট সাহেবের রোস্ট'-এর রেসিপি-তেও কি থাকবে সেই পুরোনো দিনের গন্ধ ৷ জানা যাবে 23 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.