ETV Bharat / entertainment

Grey Wars Web Series: পুলওয়ামা হামলা নিয়ে নতুন সিরিজ 'গ্রে ওয়ার্স', প্রধান চরিত্রে আশুতোষ ও জিমি - Ashutosh Rana and Jimmy Shergill Grey Wars

পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে এবার আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'গ্রে ওয়ার্স' ৷ প্রধান চরিত্রে আশুতোষ রানা এবং জিমি শেরগিলকে ৷

Grey Wars Web Series
আসছে নতুন সিরিজ গ্রে ওয়ার্স
author img

By

Published : May 12, 2023, 6:24 PM IST

মুম্বই, 12 মে: সাম্প্রতিককালে ঘটে যাওয়া পাকিস্তান আক্রমণের কথা বললে যে ঘটনার কথা সবার আগে মনে আসে তার নাম পুলওয়ামা হামলা ৷ 2019 সালের এই হামলার জেরে শহিদ হয়েছিল বহু জওয়ান ৷ সেই ভয়ংকর ঘটনার কথা মনে পড়লে আজও জল আসে দেশবাসীর চোখে ৷ অতর্কিত এই হামলার জেরে প্রাণ হারান বহু বীর শহিদ ৷ এবার এই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেই আসতে চলেছে বলিউডের নতুন ওয়েব সিরিজ 'গ্রে ওয়ার্স' ৷ এই সিরিজে মূল চরিত্রে দেখা যাবে আশুতোষ রানা এবং জিমি শেরগিলকে ৷

সম্প্রতি সত্য়ঘটনা অবলম্বনে তৈরি 'ভিড়' তাঁর অভিনয়ের জন্য় রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন আশুতোষ রানা ৷ এখানে তাঁকে দেখা গিয়েছিল একজন পুলিশ অফিসারের ভূমিকায় ৷ এবার কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা অবশ্য জানা যায়নি ৷ অন্যদিক জিমি শেরগিলও এখন তাঁর অভিনয়ের জন্য় বেশ পরিচিত ৷ এই সিরিজটি প্রযোজনা করছে স্ফিয়ার অরিজিন প্রোডাকশন । ছবির পরিচালকের অবশ্য় নাম এখনও ঠিক হয়নি ৷ জানা যায়নি সম্ভাব্য কোনও মুক্তির তারিখও ৷ এমনকী কোন প্লার্টফর্মে আসতে চলেছে এই সিরিজ তাও এখনও ঠিক হয়নি ৷

2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি সিরিপিএফ কনভয়ের ওপর বোমা বর্ষণ করেছিল সন্ত্রাসবাদীরা ৷ যার জেরে দেশের বহু জওয়ান শহীদ হন ৷ সেই আঘাতের চার বছর কেটে গিয়েছে ৷ সম্প্রতি অবশ্য় এই ঘটনার জন্য় বর্তমান কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি রয়েছে বলে উল্লেখ করেছিলেন কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ৷

যাই হোক, এবার পর্দায় আসতে চলেছে সেদিনের সেই ভয়ংকর স্মৃতি ৷ সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের কাজ দীর্ঘদিন ধরেই চলেছে ৷ ইতিমধ্যে সিরিজের প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছে ৷ যদিও কবে নাগাদ শুরু হতে চলেছে এই শ্য়ুটিং তাও এখনও জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: 'ঋতাভরী নই, এখন মিস ফাটাফাটি', একান্ত আড্ডায় দাবি নায়িকার

মুম্বই, 12 মে: সাম্প্রতিককালে ঘটে যাওয়া পাকিস্তান আক্রমণের কথা বললে যে ঘটনার কথা সবার আগে মনে আসে তার নাম পুলওয়ামা হামলা ৷ 2019 সালের এই হামলার জেরে শহিদ হয়েছিল বহু জওয়ান ৷ সেই ভয়ংকর ঘটনার কথা মনে পড়লে আজও জল আসে দেশবাসীর চোখে ৷ অতর্কিত এই হামলার জেরে প্রাণ হারান বহু বীর শহিদ ৷ এবার এই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেই আসতে চলেছে বলিউডের নতুন ওয়েব সিরিজ 'গ্রে ওয়ার্স' ৷ এই সিরিজে মূল চরিত্রে দেখা যাবে আশুতোষ রানা এবং জিমি শেরগিলকে ৷

সম্প্রতি সত্য়ঘটনা অবলম্বনে তৈরি 'ভিড়' তাঁর অভিনয়ের জন্য় রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন আশুতোষ রানা ৷ এখানে তাঁকে দেখা গিয়েছিল একজন পুলিশ অফিসারের ভূমিকায় ৷ এবার কোন চরিত্রে দেখা যাবে তাঁকে তা অবশ্য জানা যায়নি ৷ অন্যদিক জিমি শেরগিলও এখন তাঁর অভিনয়ের জন্য় বেশ পরিচিত ৷ এই সিরিজটি প্রযোজনা করছে স্ফিয়ার অরিজিন প্রোডাকশন । ছবির পরিচালকের অবশ্য় নাম এখনও ঠিক হয়নি ৷ জানা যায়নি সম্ভাব্য কোনও মুক্তির তারিখও ৷ এমনকী কোন প্লার্টফর্মে আসতে চলেছে এই সিরিজ তাও এখনও ঠিক হয়নি ৷

2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি সিরিপিএফ কনভয়ের ওপর বোমা বর্ষণ করেছিল সন্ত্রাসবাদীরা ৷ যার জেরে দেশের বহু জওয়ান শহীদ হন ৷ সেই আঘাতের চার বছর কেটে গিয়েছে ৷ সম্প্রতি অবশ্য় এই ঘটনার জন্য় বর্তমান কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি রয়েছে বলে উল্লেখ করেছিলেন কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক ৷

যাই হোক, এবার পর্দায় আসতে চলেছে সেদিনের সেই ভয়ংকর স্মৃতি ৷ সংবাদমাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের কাজ দীর্ঘদিন ধরেই চলেছে ৷ ইতিমধ্যে সিরিজের প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছে ৷ যদিও কবে নাগাদ শুরু হতে চলেছে এই শ্য়ুটিং তাও এখনও জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: 'ঋতাভরী নই, এখন মিস ফাটাফাটি', একান্ত আড্ডায় দাবি নায়িকার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.