কলকাতা, 28 জুলাই: রাজনীতির আঙিনায় দুজনেই বিপরীত মেরুতে ৷ বাংলায় এসে গতকালই রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন মহাগুরু ৷ রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়ে তাঁর ব্রেকিং নিউজ, তৃণমূলের 38 জন বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ৷ তবে রাজনীতির কচকচানি যে তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Mithun-Dev Chemistry)৷ তৃণমূল ও বিজেপির যুযুধান দুই নেতা নিয়মিত কাঁধে কাঁধ মিলিয়ে শুটিং করছেন ৷ টিভি রিয়েলিটি শো-তে এসেও গেরুয়া শিবিরের মিঠুনদাকে মিস করছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব (Dev)৷
দুজনে একসঙ্গে শ্যুটিং করছে 'প্রজাপতি'র । দেখা হচ্ছে প্রায় রোজই । কলকাতার শ্যুটিং শেষ করে তাঁরা পাড়ি দিচ্ছেন বেনারসে । 6 অগস্ট থেকে টিভির পর্দায় শুরু হতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3' (Dance Dance Junior season 3)। এ বারে থাকছেন না এমজি অর্থাৎ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাই তাঁকে মিস করছেন দেব । এ বার বিচারকের আসনে দেব, মনামী ঘোষ এবং রুক্মিনী মৈত্র ।
ফরম্যাট পালটে গিয়েছে শো-এর । এ বার থাকবেন তিনজন ক্যাপ্টেন । তাঁদের এক এক জনের দলের হয়ে লড়বে এক একজন প্রতিযোগী । ক্যাপ্টেনের ভূমিকায় থাকছেন তৃণা সাহা, অভিষেক বসু, দীপান্বিতা রক্ষিত । মহাগুরু এ বার থাকছেন না । ফলে শো-এর স্বাদেও আসবে ভিন্নতা । তাঁকে মিস করবে গোটা টিম, এ কথা বলার অপেক্ষা রাখে না । এই ব্যাপারে দেবের কাছে জানতে চাওয়া হয় এমজি না থাকায় তাঁর উপর দায়িত্ব কি একটু বেড়ে গেল ? দেব জানান, "এ বার ফরম্যাটটা চেঞ্জ হয়েছে । রুক্মিনী, রোহণ, তৃণা, অভিষেক যুক্ত হয়েছেন । দায়িত্ব বাড়ল কি না জানি না । তবে, মিঠুনদা'কে আমি মঞ্চে মিস করব ।"
আরও পড়ুন: তৃণমূলের 38 বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ! মিঠুনের 'ব্রেকিং নিউজ'-এ শোরগোল
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর সঙ্গে 'প্রজাপতি' ছবিতে অভিনয় করছেন দেব । সেই কারণে আজকাল প্রায় রোজই দেখা হয় দুজনের । ও দিকে দেব একসময় থাকতেন মুম্বইতে । সেই সময় থেকেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলাপ তাঁর পরিবারের । দেব জানান, "যেদিন জানতে পারি শো-এর ফরম্যাট পালটে যাচ্ছে, সে দিনই শুনি মিঠুনদা থাকছেন না । শোনার সময়ে আমি মিঠুনদা'র বাড়িতেই মিটিঙে ছিলাম 'প্রজাপতি' নিয়ে । মিঠুনদা আমাকে বলেন, আমি থাকছি না তো কী হয়েছে ! তুই মন দিয়ে কর । এ রকমই মানুষটা । তবে হ্যাঁ, মিস করব দাদাকে । মিঠুনদা আমার ঘরের লোক । খুব কাছের মানুষ । ওঁর সঙ্গে আমার সম্পর্ক কেবল এই মঞ্চে নয় । আমাদের সম্পর্ক পারিবারিক ।"
দুজনেই দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দলের নেতা । মিঠুন চক্রবর্তী এক সময় শাসক দলের সমর্থক থাকলেও আজ তিনি গেরুয়া শিবিরে । রাজনৈতিক মতানৈক্য দুজনের মধ্যে আছে, তা বলার অপেক্ষা রাখে না । তবে, তা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেনি কারওরই । রাজনৈতিক ভেদাভেদ আড়ালে রেখে একে-অপরকে ভালোবাসেন নিদারুণ । দেবের মুম্বইতে থাকাকালীনই আলাপ পরিচয় ছিল দুজনের মধ্যে । সম্পর্কও ঘনিষ্ঠ । দেবের বাবাকেও চেনেন মিঠুন চক্রবর্তী । এরপর দেব সুপারস্টার হন, রাজনীতিতে আসেন । মিঠুনও তখন সেই দলেরই একজন । আজ অবশ্য চিত্রটা আলাদা । কিন্তু এই দুই সুপারস্টারের মধ্যেকার বাঁধন আজও একইরকম অটুট, অক্ষুণ্ণ । একেই বলে প্রকৃত শিল্পীর মন । যার কাছে ব্যক্তি আগে, শিল্প ও শিল্পী আগে, রং অনেক পরে ।