কলকাতা, 6 ফেব্রুয়ারি: সম্রাট আলাউদ্দিন খিলজির মৃত্যুর পাঁচবছর আগে থেকে লিখতে শুরু করা একটি নোটবুক কী কী কাণ্ড ঘটাতে পারে জানেন কি? আসছে এমনই এক গল্প 'আলাউদ্দিন-এর নোটবুক' ৷ পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পর্দায় ফুটে উঠবে এই কাহিনি ৷ প্রধান চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে ৷ এই কাল্পনিক দুনিয়ার ঝলক দেখতে দেখতে দর্শক মুখোমুখি হবে বেশকিছু প্রশ্নের ৷ শুধু যদি কলমের জোরে একজন ব্যক্তিকে মারার ক্ষমতা আপনাকে দেওয়া হয় তাহলে আপনি ঠিক কী করবেন কীভাবে ব্যবহার করবেন সেই ক্ষমতার (Alauddin er Notebook is Coming Soon)৷
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, জ্যামি বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, জিনা তরফদার, সুদীপা বসুর মতো টলিউডের বেশকিছু পরিচিত মুখ ৷ কাল্পনিক এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আরভ ৷ আরভ একদিন হাতে পেয়ে যায় আলাউদ্দিন খিলজির মৃত্যুর পাঁচবছর আগে থেকে ব্যবহার করা একটি নোটবুক ৷ সে দেখতে পায় এই বইতে যে যে নিয়মগুলি লেখা বাস্তবে তা ফলে যায় ৷ আরভ জানতে পারে যে ব্যক্তির নাম এই বইয়ের ভিতরে লেখা হার্ট অ্যাটাকে তার মৃত্যু অবধারিত ৷ আরভ এই নোটবুক নিয়ে পরীক্ষা নীরিক্ষা শুরু করে ৷ আর নিজের স্বার্থে বেশকিছু ঘটনাও ঘটায় ৷
আরভের এই পরীক্ষার জেরে প্রথমে বেশ কিছু অপরাধীর মৃত্যু হয় ৷ একই বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষেরও ৷ তারাও এই সমস্ত রহস্য মৃত্যু নিয়ে সন্দিহান হয়ে পড়ে ৷ এরপর গল্পে আগমন ঘটে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের ৷ এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন দেবলীনা দত্ত ৷ সব মিলিয়ে রহস্যের জাল কীভাবে ছড়িয়ে পড়ে সেটাই দেখার ৷ এই থ্রিলারটির প্রযোজনার দায়িত্বে রয়েছে দৃষ্টিকোন ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷
আরও পড়ুন: তৃতীয়বার গ্র্যামি জিতলেন ভারতীয় সঙ্গীত পরিচালক রিকি কেজ
কবে পর্দায় আসছে এই গল্প তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে এই ধরণের অলৌকিক আবেশ নিয়ে গড়ে ওঠা বেশকিছু সময় যেমন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় তেমনই এই ছবিও একটা বড় প্রশ্ন তুলে ধরে ৷ হঠাৎ যদি একদিন কেউ ধ্বংসের ক্ষমতা পেয়ে যায় তাহলে সে কী করবে?