ETV Bharat / entertainment

Dadagiri Season 10: আমজাদ খানের সরোদ, তন্ময় বোসের তবলার লহরী; আসছে 'দাদাগিরি'র নতুন মরশুম - Dadagiri Season 10

বিশ্বকাপের আবহেই 'দাদাগিরি সিজন 10' নিয়ে হাজির হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রথম পর্বে থাকবে একগুচ্ছ চমক ৷

Dadagiri Season 10
আসছে দাদাগিরির দশম সিজন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:55 PM IST

কলকাতা, 3 অক্টোবর: শুরু হতে চলেছে 'দাদাগিরি সিজন 10' । বেশ অনেকদিন ধরেই চলছিল অডিশন । এবার শুরু হতে চলেছে প্রশ্নোত্তরের খেলার এই নতুন পর্ব । আগামী 6 অক্টোবর থেকে শুক্র এবং এবং শনিবার সম্প্রচারিত হবে 'দাদাগিরি সিজন 10'। এবারের ট্যাগলাইন 'বাঙালি লড়ে বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে' । থাকছে একাধিক নতুন চমক ৷ আর উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা মিলবে বেশ কিছু চেনা মুখের ৷ থাকবেন পণ্ডিত তন্ময় বোস, ওস্তাদ আমজাদ খালি খান ও তাঁর দুই পুত্র অয়ন এবং আমন ৷ এছাড়া দেখা যাবে ছোট পর্দার তারকাদেরও ৷

5 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ । আর অন্যদিকে 6 অক্টোবর থেকে শুরু প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি'। 2009 সালে প্রথম সম্প্রচারিত হয় 'দাদাগিরি আনলিমিটেড' । এই রিয়েলিটি শোয়ের মাধ্যমেই টেলিভিশনে পা রাখেন বাংলার মহারাজ । আটটি সিজন ইতিমধ্যেই সঞ্চালনা করে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । একটি সিজনের সঞ্চালক ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ।

শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হলেও অন্যান্য শো গুলিকে পিছনে ফেলে টিআরপি-তে বরাবর সবার আগে থেকেছে 'দাদাগিরি'। এবারও থাকছে নানান নতুন বিষয় ৷ যেমন এবার প্রতিযোগীদের জন্য় থাকবে সুপার ওভার ৷ প্রতিযোগীরা যেকোনও রাউন্ডেই সুপার ওভার নিয়ে তাঁদের স্কোর দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন ৷

আরও পড়ুন: 'টাইগার কা মেসেজে'র রেশ কাটতে না কাটতেই ট্রেলার নিয়ে জল্পনা তুঙ্গে

অনুষ্ঠানের প্রতি পর্বেই এই অনুষ্ঠানে হাজির হন বিভিন্ন জেলা থেকে আসেন প্রতিভাবান মানুষেরা । প্রথম পর্বে দেখা যাবে ওস্তাদ আমজাদ খালি খান এবং তাঁর দুই পুত্র অয়ন আলি এবং আমন আলিকে ৷ তাঁদের অনবদ্য বাজনা শোনার অভিজ্ঞতাও হতে চলেছে দর্শকের ৷ থাকবেন পণ্ডিত তন্ময় বোসও ৷ ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো । তাতেই উন্মাদনা তুঙ্গে দর্শকের মনে । উইকেন্ড জমতে চলেছে আরও একবার ।

কলকাতা, 3 অক্টোবর: শুরু হতে চলেছে 'দাদাগিরি সিজন 10' । বেশ অনেকদিন ধরেই চলছিল অডিশন । এবার শুরু হতে চলেছে প্রশ্নোত্তরের খেলার এই নতুন পর্ব । আগামী 6 অক্টোবর থেকে শুক্র এবং এবং শনিবার সম্প্রচারিত হবে 'দাদাগিরি সিজন 10'। এবারের ট্যাগলাইন 'বাঙালি লড়ে বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে' । থাকছে একাধিক নতুন চমক ৷ আর উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা মিলবে বেশ কিছু চেনা মুখের ৷ থাকবেন পণ্ডিত তন্ময় বোস, ওস্তাদ আমজাদ খালি খান ও তাঁর দুই পুত্র অয়ন এবং আমন ৷ এছাড়া দেখা যাবে ছোট পর্দার তারকাদেরও ৷

5 অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ । আর অন্যদিকে 6 অক্টোবর থেকে শুরু প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি'। 2009 সালে প্রথম সম্প্রচারিত হয় 'দাদাগিরি আনলিমিটেড' । এই রিয়েলিটি শোয়ের মাধ্যমেই টেলিভিশনে পা রাখেন বাংলার মহারাজ । আটটি সিজন ইতিমধ্যেই সঞ্চালনা করে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । একটি সিজনের সঞ্চালক ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ।

শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হলেও অন্যান্য শো গুলিকে পিছনে ফেলে টিআরপি-তে বরাবর সবার আগে থেকেছে 'দাদাগিরি'। এবারও থাকছে নানান নতুন বিষয় ৷ যেমন এবার প্রতিযোগীদের জন্য় থাকবে সুপার ওভার ৷ প্রতিযোগীরা যেকোনও রাউন্ডেই সুপার ওভার নিয়ে তাঁদের স্কোর দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন ৷

আরও পড়ুন: 'টাইগার কা মেসেজে'র রেশ কাটতে না কাটতেই ট্রেলার নিয়ে জল্পনা তুঙ্গে

অনুষ্ঠানের প্রতি পর্বেই এই অনুষ্ঠানে হাজির হন বিভিন্ন জেলা থেকে আসেন প্রতিভাবান মানুষেরা । প্রথম পর্বে দেখা যাবে ওস্তাদ আমজাদ খালি খান এবং তাঁর দুই পুত্র অয়ন আলি এবং আমন আলিকে ৷ তাঁদের অনবদ্য বাজনা শোনার অভিজ্ঞতাও হতে চলেছে দর্শকের ৷ থাকবেন পণ্ডিত তন্ময় বোসও ৷ ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো । তাতেই উন্মাদনা তুঙ্গে দর্শকের মনে । উইকেন্ড জমতে চলেছে আরও একবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.