ETV Bharat / entertainment

Bigg Boss Contestant Arrested: বাঘের নখের লকেট পড়ায় গ্রেফতার 'বিগ বস' প্রতিযোগী! - বাঘের নখ লকেট

বাঘের নখ লকেট হিসাবে পড়ায় গ্রেফতার বিগ বসের এক প্রতিযোগী ৷ সূত্রের খবর, বন দফতরের আধিকারিকরা বিষয়টি জানতে পেড়েই গ্রেফতার করেছে কন্নড়ের বিগ বস প্রতিযোগীকে ৷

Etv Bharat
গ্রেফতার বিগবসের প্রতিযোগী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 4:15 PM IST

বেঙ্গালুরু, 23 অক্টোবর: কন্নড়ের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন 10-এর প্রতিযোগী বার্থুর সন্তোষকে গ্রেফতার করা হয়েছে ৷ বিগ বস-এর ঘর থেকেই তাঁকে গ্রেফতার করেছে বন দফতরের আধিকারিকরা ৷ বাঘের নখ লকেট হিসাবে পরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিযোগীকে ৷ সূত্রের খবর, সন্তোষকে রবিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে ৷ বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনেই সন্তোষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সন্তোষ আপাতত রয়েছেন বন দফতরের হেফাজতে ৷ মনে করা হচ্ছে সোমবারই তাঁকে আদালতে তোলা হবে ৷ জানা গিয়েছে, ওয়াল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী বিগবসের এই প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে ৷ বিগবসের ঘরে দেখা যায়, প্রতিযোগী সন্তোষ একটি বাঘের নখের লকেট পরে রয়েছেন ৷ এরপর তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী রক্ষা আইন ভাঙার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় ৷

অভিযোগের পর, ভার্থুর সন্তোষকে বন দফতরের আধিকারিকরা গ্রেফতার করেন ও লকেটটি বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর,বন বিভাগের আধিকারিকদের দল বিগ বসের বাড়িতে ঢোকে ৷ এরপর বিগবসের প্রতিযোগীকে লকেটটি নিয়ে আসতে বলা হয় ৷ আদৌ সেটি বাঘের নখের লকেট কি না, তা যাচাই করার জন্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন ৷

আরও পড়ুন: 'তুমি আমার চিরন্তন গর্ব', বিরাট নিয়ে ভালোবাসার পোস্ট অনুষ্কার

জানা গিয়েছে, বন দফতরের আধিকারিকদের পরিদর্শনকারী দল দেখেন যে সেটি প্রকৃতপক্ষে বাঘের নখ দিয়ে তৈরি লকেট। বন বিভাগের আধিকারিকদের দল পরে রিয়েলিটি শোয়ের প্রযোজকের সঙ্গে কথা বলেন এবং তারপরেই সন্তোষকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, কন্নড় বিগ বস রিয়েলিটি শো 8 অক্টোবর শুরু হয়েছিল। ভার্থুর সন্তোষ পরে প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেন।

আরও পড়ুন: সিনে পর্দায় টাইগার-জোয়ার কেমিষ্ট্রি, নেপথ্যে অরিজিৎ

বেঙ্গালুরু, 23 অক্টোবর: কন্নড়ের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন 10-এর প্রতিযোগী বার্থুর সন্তোষকে গ্রেফতার করা হয়েছে ৷ বিগ বস-এর ঘর থেকেই তাঁকে গ্রেফতার করেছে বন দফতরের আধিকারিকরা ৷ বাঘের নখ লকেট হিসাবে পরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিযোগীকে ৷ সূত্রের খবর, সন্তোষকে রবিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে ৷ বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনেই সন্তোষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সন্তোষ আপাতত রয়েছেন বন দফতরের হেফাজতে ৷ মনে করা হচ্ছে সোমবারই তাঁকে আদালতে তোলা হবে ৷ জানা গিয়েছে, ওয়াল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী বিগবসের এই প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে ৷ বিগবসের ঘরে দেখা যায়, প্রতিযোগী সন্তোষ একটি বাঘের নখের লকেট পরে রয়েছেন ৷ এরপর তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী রক্ষা আইন ভাঙার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় ৷

অভিযোগের পর, ভার্থুর সন্তোষকে বন দফতরের আধিকারিকরা গ্রেফতার করেন ও লকেটটি বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর,বন বিভাগের আধিকারিকদের দল বিগ বসের বাড়িতে ঢোকে ৷ এরপর বিগবসের প্রতিযোগীকে লকেটটি নিয়ে আসতে বলা হয় ৷ আদৌ সেটি বাঘের নখের লকেট কি না, তা যাচাই করার জন্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন ৷

আরও পড়ুন: 'তুমি আমার চিরন্তন গর্ব', বিরাট নিয়ে ভালোবাসার পোস্ট অনুষ্কার

জানা গিয়েছে, বন দফতরের আধিকারিকদের পরিদর্শনকারী দল দেখেন যে সেটি প্রকৃতপক্ষে বাঘের নখ দিয়ে তৈরি লকেট। বন বিভাগের আধিকারিকদের দল পরে রিয়েলিটি শোয়ের প্রযোজকের সঙ্গে কথা বলেন এবং তারপরেই সন্তোষকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, কন্নড় বিগ বস রিয়েলিটি শো 8 অক্টোবর শুরু হয়েছিল। ভার্থুর সন্তোষ পরে প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেন।

আরও পড়ুন: সিনে পর্দায় টাইগার-জোয়ার কেমিষ্ট্রি, নেপথ্যে অরিজিৎ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.