ETV Bharat / entertainment

Birth Anniversary of Salil Chowdhury: জন্মবার্ষিকীতে শহরে সলিল স্মরণ, আয়োজনে কন্যা অন্তরা - Birth Anniversary of Salil Chowdhury

বাবার জন্মবার্ষিকীতে গানে-কবিতায় তাঁকে স্মরণ করতে চলেছেন কন্যা অন্তরা চৌধুরী ৷ 19 নভেম্বর সলিল চৌধুরীর জন্মদিনে আয়োজিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান ৷

Birth Anniversary of Salil Chowdhury
বাবার জন্মবার্ষিকীতে গানে-কবিতায় আসর মাতাবেন অন্তরা চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 2:07 PM IST

কলকাতা, 8 নভেম্বর: সলিল চৌধুরী ৷ বাংলা সঙ্গীতজগতের এই নক্ষত্রের অবস্থান আজও শ্রোতাদের মনে সদা-শাশ্বত 'নীল ধ্রুবতারা'র মতো ৷ তাঁর সুরের সঙ্গমে 'পথ হারাব বলেই' পথে নামেন মুগ্ধ অনুরাগীরা ৷ 'গাঁয়ের বধূ'র কথা শোনাতে এসে বাংলা এই গননাট্যকর্মী উপহার দিয়েছেন বহু স্মরণীয় গান ৷ 'আজ তবে এই টুকু থাক' বলে পৃথবীর গাড়িকে দাঁড় করিয়ে আচমকাই নেমে গিয়েছিলেন এই আনমনা বাউল ৷

Birth Anniversary of Salil Chowdhury
বাংলা সঙ্গীতজগতের শাশ্বত কথাকার সলিল

সালটা ছিল 1995 ৷ আর দিনটা 5 সেপ্টেম্বর ৷ শিক্ষক দিবসের দিনে প্রয়াত হন এই সঙ্গীতগুরু ৷ সামনেই সেই কিংবদন্তির 98তম জন্মদিন ৷ সলিল চৌধুরীর 98তম জন্মবার্ষিকীতে গণচেতনার গান ও কবিতার আসর বসবে এই শহরে । অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'সেদিন আর কত দূরে’ । আগামী 19 নভেম্বর কলকাতার উত্তম মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই দিনেই জন্ম বাঙালির প্রিয় এই সুরকারের ৷ অনুষ্ঠানের আয়োজনে 'সুরধ্বনি'। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনায় সলিল কন্যা অন্তরা চৌধুরী ।

Birth Anniversary of Salil Chowdhury
আগামী 19 নভেম্বর সলিল চৌধুরীর জন্মবার্ষিকী

2025 সালে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। আর তাই তাঁর 98তম জন্মবার্ষিকী উদযাপনে এক বিশেষ উদ্যোগ নিয়েছে 'সুরধ্বনি'। 'সেদিন আর কত দূরে' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে একটি মনোমুগ্ধকর সুরের যাত্রার কথাই তুলে ধরা হবে। অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে অন্তরা চৌধুরী সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেন, "আসুন আমরা সবাই কিংবদন্তি সলিল চৌধুরীকে শ্রদ্ধা এই অনুষ্ঠানে জানাতে যোগদান করি । তাঁর আসন্ন জন্মশতবার্ষিকী উদযাপনের শুভ সূচনা হোক এই 19 নভেম্বর থেকেই। "

Birth Anniversary of Salil Chowdhury
গানে কবিতায় বাবাকে স্মরণ করতে চলেছেন কন্যা অন্তরা চৌধুরী

আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা

এই অনুষ্ঠানে 'সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি' (এসসিবিসিএস) নামে একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে 'সুরধ্বনি'র তরফে। এদিনের অনুষ্ঠানে থাকছেন হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, ব্রততী বন্দোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, কল্যাণ সেন বরাটের মতো শিল্পীরা ৷ এছাড়া কল্যাণের সঙ্গে গান গাইবেন তাঁর কলকাতা কয়ারের শিল্পীরাও ৷ আর অন্তরা চৌধুরী ও তাঁর 'সুরধ্বনি'র ছাত্রছাত্রীরা তো থাকছেনই।

কলকাতা, 8 নভেম্বর: সলিল চৌধুরী ৷ বাংলা সঙ্গীতজগতের এই নক্ষত্রের অবস্থান আজও শ্রোতাদের মনে সদা-শাশ্বত 'নীল ধ্রুবতারা'র মতো ৷ তাঁর সুরের সঙ্গমে 'পথ হারাব বলেই' পথে নামেন মুগ্ধ অনুরাগীরা ৷ 'গাঁয়ের বধূ'র কথা শোনাতে এসে বাংলা এই গননাট্যকর্মী উপহার দিয়েছেন বহু স্মরণীয় গান ৷ 'আজ তবে এই টুকু থাক' বলে পৃথবীর গাড়িকে দাঁড় করিয়ে আচমকাই নেমে গিয়েছিলেন এই আনমনা বাউল ৷

Birth Anniversary of Salil Chowdhury
বাংলা সঙ্গীতজগতের শাশ্বত কথাকার সলিল

সালটা ছিল 1995 ৷ আর দিনটা 5 সেপ্টেম্বর ৷ শিক্ষক দিবসের দিনে প্রয়াত হন এই সঙ্গীতগুরু ৷ সামনেই সেই কিংবদন্তির 98তম জন্মদিন ৷ সলিল চৌধুরীর 98তম জন্মবার্ষিকীতে গণচেতনার গান ও কবিতার আসর বসবে এই শহরে । অনুষ্ঠানের নাম রাখা হয়েছে 'সেদিন আর কত দূরে’ । আগামী 19 নভেম্বর কলকাতার উত্তম মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই দিনেই জন্ম বাঙালির প্রিয় এই সুরকারের ৷ অনুষ্ঠানের আয়োজনে 'সুরধ্বনি'। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনায় সলিল কন্যা অন্তরা চৌধুরী ।

Birth Anniversary of Salil Chowdhury
আগামী 19 নভেম্বর সলিল চৌধুরীর জন্মবার্ষিকী

2025 সালে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। আর তাই তাঁর 98তম জন্মবার্ষিকী উদযাপনে এক বিশেষ উদ্যোগ নিয়েছে 'সুরধ্বনি'। 'সেদিন আর কত দূরে' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে একটি মনোমুগ্ধকর সুরের যাত্রার কথাই তুলে ধরা হবে। অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে অন্তরা চৌধুরী সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেন, "আসুন আমরা সবাই কিংবদন্তি সলিল চৌধুরীকে শ্রদ্ধা এই অনুষ্ঠানে জানাতে যোগদান করি । তাঁর আসন্ন জন্মশতবার্ষিকী উদযাপনের শুভ সূচনা হোক এই 19 নভেম্বর থেকেই। "

Birth Anniversary of Salil Chowdhury
গানে কবিতায় বাবাকে স্মরণ করতে চলেছেন কন্যা অন্তরা চৌধুরী

আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা

এই অনুষ্ঠানে 'সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি' (এসসিবিসিএস) নামে একটি কমিটি গঠনের কথাও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে 'সুরধ্বনি'র তরফে। এদিনের অনুষ্ঠানে থাকছেন হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, ব্রততী বন্দোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, কল্যাণ সেন বরাটের মতো শিল্পীরা ৷ এছাড়া কল্যাণের সঙ্গে গান গাইবেন তাঁর কলকাতা কয়ারের শিল্পীরাও ৷ আর অন্তরা চৌধুরী ও তাঁর 'সুরধ্বনি'র ছাত্রছাত্রীরা তো থাকছেনই।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.