ETV Bharat / entertainment

Akash Singh Wins Hunarbaaz - Desh Ki Shaan : 'হুনারবাজ- দেশ কি শান'-এর ট্রফি জয় করলেন আকাশ সিং - who won Hunarbaaz Desh Ki Shaan

রবিবার 'হুনারবাজ- দেশ কি শান'-এর ট্রফি জয় করলেন আকাশ সিং (Akash Singh lifts Hunarbaaz Desh Ki Shaan trophy ) ৷ প্রথম স্থান অর্জন করে 15 লাখ টাকা ঘরে তুললেন আকাশ আর দ্বিতীয় স্থান অর্জন 5 লক্ষ টাকা জিতে নিলেন ইয়ো হাইনেস ৷

Akash Singh Wins Hunarbaaz - Desh Ki Shaan
'হুনারবাজ - দেশ কি শান'-এর ট্রফি জয় করলেন আকাশ সিং
author img

By

Published : Apr 18, 2022, 4:23 PM IST

মুম্বই, 18 এপ্রিল : দিনের পর দিন কঠিন লড়াইয়ের পর অবশেষে 'হুনারবাজ- দেশ কি শান'-এর মঞ্চে শেষ হাসি হাসলেন আকাশ সিং (Akash Singh lifts Hunarbaaz Desh Ki Shaan trophy) ৷ করণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিনীতি চোপড়ার বিচারে শেষপর্যন্ত জয়ের ট্রফি জিতে নিলেন এই নৃত্যশিল্পীই ৷ আগেই পরিনীতিকে বারবার মুগ্ধ করেছে এই শিল্পীর নাচ ৷

এদিনও প্রতিপক্ষ ইয়ো হাইনেস, ব্যান্ড রকনামা, ব্যান্ড হারমনি অফ দ্য পাইনস, সঞ্চিতা এবং সুব্রত , ওস্তাদ অনির্বাণ এবং শুকদেব-সহ অনান্য প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াই দেন আকাশ ৷ শোয়ের সঞ্চালক ছিলেন হর্ষ লিম্বাচিয়া এবং ভারতী সিং ৷ এদিন একদিকে যেমন সকলের নজর কেড়ে নেন আকাশ, তেমনই 'তেরি মিট্টি' এবং 'লাগ জা গলে '-এর মত গানে সকলের মন জয় করে নেন পরিনীতিও ৷ এদিন উপস্থিত ছিলেন নীতু কাপুর এবং করণ জোহরও ৷ 'ঢোলিডা' এবং 'রাধা'-এর মত গানে এদিন কোমর দোলান তাঁরাও ৷

ট্রফি জয়ের পর উচ্ছ্বসিত আকাশ বলেন, "আমি এখন যে আবেগের মধ্য দিয়ে যাচ্ছি তা প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না ৷ সব কিছুই খুব অবাস্তব মনে হচ্ছে ! আমি একটা বড় কিছু করার স্বপ্ন নিয়েই শোতে আমার যাত্রা শুরু করেছিলাম । আজ শো জেতার পরে আমার মনে হচ্ছে আমি এর প্রতিটি অংশ পূরণ করেছি ।"

আরও পড়ুন : সেফটি পিনের পর কটন ক্যান্ডি ! উরফির পোশাকে চোখ ছানাবড়া নেটিজেনদের

তিনি আরও বলেন,"আমি করণ স্যার, মিঠুন স্যার এবং পরিণীতি ম্যামকে ধন্যবাদ জানাতে চাই পুরো শো জুড়ে আমাকে গাইড করার জন্য ৷ কালারসকে ধন্য়বাদ জানাই আমাকে আজীবন এই সুযোগ দেওয়ার জন্য । সবশেষে, আমি আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য ৷" শোতে প্রথম স্থান অর্জন করে 15 লাখ টাকা ঘরে তুললেন আকাশ আর দ্বিতীয় স্থান অর্জন 5 লক্ষ টাকা জিতে নিলেন ইয়ো হাইনেস ৷

মুম্বই, 18 এপ্রিল : দিনের পর দিন কঠিন লড়াইয়ের পর অবশেষে 'হুনারবাজ- দেশ কি শান'-এর মঞ্চে শেষ হাসি হাসলেন আকাশ সিং (Akash Singh lifts Hunarbaaz Desh Ki Shaan trophy) ৷ করণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিনীতি চোপড়ার বিচারে শেষপর্যন্ত জয়ের ট্রফি জিতে নিলেন এই নৃত্যশিল্পীই ৷ আগেই পরিনীতিকে বারবার মুগ্ধ করেছে এই শিল্পীর নাচ ৷

এদিনও প্রতিপক্ষ ইয়ো হাইনেস, ব্যান্ড রকনামা, ব্যান্ড হারমনি অফ দ্য পাইনস, সঞ্চিতা এবং সুব্রত , ওস্তাদ অনির্বাণ এবং শুকদেব-সহ অনান্য প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াই দেন আকাশ ৷ শোয়ের সঞ্চালক ছিলেন হর্ষ লিম্বাচিয়া এবং ভারতী সিং ৷ এদিন একদিকে যেমন সকলের নজর কেড়ে নেন আকাশ, তেমনই 'তেরি মিট্টি' এবং 'লাগ জা গলে '-এর মত গানে সকলের মন জয় করে নেন পরিনীতিও ৷ এদিন উপস্থিত ছিলেন নীতু কাপুর এবং করণ জোহরও ৷ 'ঢোলিডা' এবং 'রাধা'-এর মত গানে এদিন কোমর দোলান তাঁরাও ৷

ট্রফি জয়ের পর উচ্ছ্বসিত আকাশ বলেন, "আমি এখন যে আবেগের মধ্য দিয়ে যাচ্ছি তা প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না ৷ সব কিছুই খুব অবাস্তব মনে হচ্ছে ! আমি একটা বড় কিছু করার স্বপ্ন নিয়েই শোতে আমার যাত্রা শুরু করেছিলাম । আজ শো জেতার পরে আমার মনে হচ্ছে আমি এর প্রতিটি অংশ পূরণ করেছি ।"

আরও পড়ুন : সেফটি পিনের পর কটন ক্যান্ডি ! উরফির পোশাকে চোখ ছানাবড়া নেটিজেনদের

তিনি আরও বলেন,"আমি করণ স্যার, মিঠুন স্যার এবং পরিণীতি ম্যামকে ধন্যবাদ জানাতে চাই পুরো শো জুড়ে আমাকে গাইড করার জন্য ৷ কালারসকে ধন্য়বাদ জানাই আমাকে আজীবন এই সুযোগ দেওয়ার জন্য । সবশেষে, আমি আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য ৷" শোতে প্রথম স্থান অর্জন করে 15 লাখ টাকা ঘরে তুললেন আকাশ আর দ্বিতীয় স্থান অর্জন 5 লক্ষ টাকা জিতে নিলেন ইয়ো হাইনেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.