ETV Bharat / entertainment

Leena Nagwanshi Suicide Case: তুনিশার শেষকৃত্যের দিনই আত্মঘাতী 22 বছরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা - Tunisha Sharma

শ্যুটিং-এর সেটে আত্মঘাতী অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) শেষকৃত্যের দিনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল রায়গড়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) লীনা নাগবংশীর (Leena Nagwanshi Death) দেহ ৷ 22 বছরের এই তরুণীও আত্মহত্যা করেছেন বলে সন্দেহ পুলিশের ৷

Leena Nagwanshi
লীনা নাগবংশী
author img

By

Published : Dec 28, 2022, 1:13 PM IST

Updated : Dec 28, 2022, 1:22 PM IST

রায়গড় (ছত্তীসগঢ়), 28 ডিসেম্বর: টিভি শো-এর সেটে আত্মঘাতী অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) শেষকৃত্যের দিনই আরও এক তরুণীর আকস্মিক প্রয়াণ (Leena Nagwanshi Suicide Case) হল ছত্তীসগঢ়ের রায়গড়ে ৷ 22 বছরের সেই তরুণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer)৷ নাম লীনা নাগবংশী (Leena Nagwanshi Death)৷ রায়গড়ে তাঁর বাড়িতেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ ৷ এটিও আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

চক্রধর নগর থানার সাব ইনস্পেক্টর ইঙ্গেশ্বর যাদব জানিয়েছেন, "22 বছর বয়সি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশী রায়গড়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷" মৃতা বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ তিনি থাকতেন রায়গড়ের কেলো বিহার কলোনিতে ।

লীনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ৷ ইনস্টাগ্রামে তাঁর 10,000 এরও বেশি ফলোয়ার । নিজের ছোট ভিডিয়ো এবং রিল নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি ৷ কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি । 25 ডিসেম্বর লীনা ইনস্টাগ্রামে একটি ক্রিসমাস রিলও আপলোড করেন । এই মামলার তদন্ত করছে চক্রধর নগর থানা পুলিশ ।

পুলিশ জানিয়েছে, লীনার মৃতদেহ তাঁর বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ তাঁর মা বাজারে গিয়েছিলেন । সেই সময় বাড়িতে একা ছিলেন লীনা ৷ পুলিশের কথায়, "তাঁর মা যখন বিকেলে বাড়ি ফিরলেন, লীনা তখন তাঁর ঘরে ছিলেন না । যখন তাঁর মা সারা বাড়িতে তাঁকে খুঁজে পাননি, তখন তিনি বারান্দায় যান, কিন্তু সেখানকার দরজা তালাবদ্ধ ছিল । কোনওভাবে সেই দরজা খোলার চেষ্টা করেন তিনি ৷ তখনই তিনি লীনাকে তাঁর নিজের বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷"

আরও পড়ুন: আজ মুম্বইয়ে শেষকৃত্য অভিনেত্রী তুনিশা শর্মার

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে । পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি । সাব-ইন্সপেক্টর যাদবের মতে, পুলিশ মৃতের মোবাইল ফোন নিজেদের দখলে নিয়ে তা ঘেঁটে দেখছে ৷ তাঁর কথায়, "তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

এর আগে 24 ডিসেম্বর টিভি অভিনেত্রী তুনিশা শর্মাকে মুম্বইতে তাঁর টিভি শো আলিবাবা-দাস্তান-ই-কাবুলের সেটে মৃত অবস্থায় পাওয়া যায় । একদিন পরে তাঁর প্রাক্তন প্রেমিক এবং শো-এ তাঁর সহ-অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় । পুলিশ জানায়, তুনিশা ও শিজানের বিচ্ছেদ হয় মাত্র 15 দিন আগে ৷ কয়েক মাস আগে উদ্বেগজনিত অ্যাটাক হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তুনিশাকে ৷ অভিনেত্রী 2018 সালের দিকেও হতাশায় ভুগছিলেন ।

রায়গড় (ছত্তীসগঢ়), 28 ডিসেম্বর: টিভি শো-এর সেটে আত্মঘাতী অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) শেষকৃত্যের দিনই আরও এক তরুণীর আকস্মিক প্রয়াণ (Leena Nagwanshi Suicide Case) হল ছত্তীসগঢ়ের রায়গড়ে ৷ 22 বছরের সেই তরুণী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer)৷ নাম লীনা নাগবংশী (Leena Nagwanshi Death)৷ রায়গড়ে তাঁর বাড়িতেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ ৷ এটিও আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷

চক্রধর নগর থানার সাব ইনস্পেক্টর ইঙ্গেশ্বর যাদব জানিয়েছেন, "22 বছর বয়সি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশী রায়গড়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷" মৃতা বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ তিনি থাকতেন রায়গড়ের কেলো বিহার কলোনিতে ।

লীনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ৷ ইনস্টাগ্রামে তাঁর 10,000 এরও বেশি ফলোয়ার । নিজের ছোট ভিডিয়ো এবং রিল নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি ৷ কয়েকদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি । 25 ডিসেম্বর লীনা ইনস্টাগ্রামে একটি ক্রিসমাস রিলও আপলোড করেন । এই মামলার তদন্ত করছে চক্রধর নগর থানা পুলিশ ।

পুলিশ জানিয়েছে, লীনার মৃতদেহ তাঁর বাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৷ তাঁর মা বাজারে গিয়েছিলেন । সেই সময় বাড়িতে একা ছিলেন লীনা ৷ পুলিশের কথায়, "তাঁর মা যখন বিকেলে বাড়ি ফিরলেন, লীনা তখন তাঁর ঘরে ছিলেন না । যখন তাঁর মা সারা বাড়িতে তাঁকে খুঁজে পাননি, তখন তিনি বারান্দায় যান, কিন্তু সেখানকার দরজা তালাবদ্ধ ছিল । কোনওভাবে সেই দরজা খোলার চেষ্টা করেন তিনি ৷ তখনই তিনি লীনাকে তাঁর নিজের বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷"

আরও পড়ুন: আজ মুম্বইয়ে শেষকৃত্য অভিনেত্রী তুনিশা শর্মার

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা যাবে । পুলিশ ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি । সাব-ইন্সপেক্টর যাদবের মতে, পুলিশ মৃতের মোবাইল ফোন নিজেদের দখলে নিয়ে তা ঘেঁটে দেখছে ৷ তাঁর কথায়, "তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে ৷"

এর আগে 24 ডিসেম্বর টিভি অভিনেত্রী তুনিশা শর্মাকে মুম্বইতে তাঁর টিভি শো আলিবাবা-দাস্তান-ই-কাবুলের সেটে মৃত অবস্থায় পাওয়া যায় । একদিন পরে তাঁর প্রাক্তন প্রেমিক এবং শো-এ তাঁর সহ-অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় । পুলিশ জানায়, তুনিশা ও শিজানের বিচ্ছেদ হয় মাত্র 15 দিন আগে ৷ কয়েক মাস আগে উদ্বেগজনিত অ্যাটাক হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তুনিশাকে ৷ অভিনেত্রী 2018 সালের দিকেও হতাশায় ভুগছিলেন ।

Last Updated : Dec 28, 2022, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.