ETV Bharat / entertainment

Parivaar award 2022: ঋষি-পিহুর পরিবার সেরা, একনজরে প্রিয় চরিত্রগুলির পুরস্কারপ্রাপ্তির তালিকা - Bengali TV serials

রবিসন্ধ্যা সাক্ষী থাকল এক জমজমাট আসরের (Parivaar award 2022)৷ একটি চ্যানেলের ফিকশন ও নন-ফিকশনগুলিকে পুরস্কৃত করা হল ৷ সেরা পরিবারের পুরস্কার গিয়েছে ঋষি-পিহুর পরিবারের ঝুলিতে ৷

actors of Bengali TV shows rock the stage of Parivaar award 2022
ঋষি-পিহুর পরিবার সেরা, একনজরে প্রিয় চরিত্রগুলির পুরস্কারপ্রাপ্তির তালিকা
author img

By

Published : Apr 25, 2022, 9:38 AM IST

কলকাতা, 25 এপ্রিল: রবিবারের সন্ধ্যায় টেলিদর্শক সাক্ষী রইল টানা পাঁচ ঘণ্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের (Parivaar award 2022)। সংশ্লিষ্ট চ্যানেলের ফিকশন (Bengali TV serials) এবং নন ফিকশনগুলি এ দিন পুরষ্কৃত হল বিভিন্ন ক্যাটাগরিতে । সঙ্গে ছিল জমজমাট নাচ-গানের আসর । সঞ্চালনায় ছিলেন যিশু সেনগুপ্ত । তাঁর সঙ্গে জমে ওঠে শিশু শিল্পী বিলাস আর লাড্ডুর খুনসুটি ।

দেব এবং জিৎ দুজনেই এ দিন ধামাকাদার পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে তোলেন । এ ছাড়াও বাংলা ধারাবাহিকগুলির নায়ক-নায়িকারা এ দিন তাক লাগিয়ে দেন তাঁদের পারফরম্যান্সে । ফুলঝুরি, বরফি, খড়ি, দীপা, সহচরী, পিহু, খুকুমণি, ফড়িং, গুড্ডি - বাদ পড়েনি কেউই । একইভাবে এদের পুরুষ জুটি লালন, ঋষি, সূর্য, আর্য, বিহান, অনুজ সকলেই মাতিয়ে তোলেন দর্শককে ।

এ বার আসি পুরস্কারের কথায় । সেরা পরিবারের পুরস্কার মিলল 'মন ফাগুন'-এর । 'মোহরা' ছবির বিখ্যাত গান 'টিপ টিপ বরসা পানি'র গানে ঋষি-পিহুর রোম্যান্টিক পারফরম্যান্স প্রেমের মৌতাত জমায় এ দিনের সন্ধ্যায় (actors of Bengali TV shows rock the stage of Parivaar award 2022)।

actors of Bengali TV shows rock the stage of Parivaar award 2022
পরিবার অ্যাওয়ার্ড

আরও পড়ুন: Mimi Chakraborty at fair: মেলায় গিয়ে ছোটবেলায় ফিরলেন মিমি, সঙ্গী টিম মিনি

এক ঝলকে পুরস্কারপ্রাপকের তালিকা:

জনতার রায়ে প্রিয় বর: ঋষি (শন বন্দ্যোপাধ্যায়, মন ফাগুন)
প্রিয় বউমা: পিহু (সৃজলা গুহ, মন ফাগুন) এবং দীপা (স্বস্তিকা ঘোষ, অনুরাগের ছোঁয়া)
প্রিয় জামাই: বিহান (রাহুল মজুমদার, খুকুমণি হোম ডেলিভারি)
আদর্শ দম্পতি: মোহর-শঙখ (সোনা সাহা, প্রতীক সেন, মোহর)
প্রিয় বাবা: হালুয়া (শঙ্কর চক্রবর্তী, ধুলোকণা) এবং নন্দন বন্দ্যোপাধ্যায় (কুশল চক্রবর্তী, বরণ)
প্রিয় মা: লাবণ্য (রূপাঞ্জনা মিত্র, অনুরাগের ছোঁয়া), রাধারানি (শাঁওলি চট্টোপাধ্যায়, আলতা ফড়িং)
প্রিয় শ্বশুর: গাবলু (ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ধুলোকণা), নেপাল ( কুশল চক্রবর্তী, গঙ্গারাম)
প্রিয় শাশুড়ি: সহচরী (কনীনিকা বন্দ্যোপাধ্যায়, আয় তবে সহচরী)
প্রিয় জুটি: পিহু-ঋষি (মন ফাগুন)
প্রিয় বউ: পিহু (মন ফাগুন)
প্রিয় শ্যালিকা: বনি (অনুষ্কা গোস্বামী, গাঁটছড়া) এবং অনুষ্কা (অমৃতা দেবনাথ, মন ফাগুন)
প্রিয় বৌদি: মিঠি (লাভলি মুখোপাধ্যায়, গুড্ডি), বীনাপানি (অ্যানমারি টম, গ্রামের রানি বীণাপানি)
ইস্মার্ট জোরির পুরস্কার পেলেন খুকু-বিহান এবং টায়রা-গঙ্গা
প্রিয় স্টাইলিশ জুটি: ঋষি-পিহু (মন ফাগুন), ঋদ্ধি-খড়ি (গাঁটছড়া)
প্রিয় দেওরঃ কুনাল (রিয়াজ লস্কর, গাঁটছড়া)
প্রিয় মিষ্টি সম্পর্ক: সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া)
প্রিয় বোন: মিনি (প্রীতি বিশ্বাস)
প্রিয় ভাই: কুনাল (রিয়াজ লস্কর, গাঁটছড়া) এবং অভ্রদীপ ( অর্ণব বন্দ্যোপাধ্যায়, আলতা ফড়িং)
প্রিয় দিদি: রুশা (গীতশ্রী রায়, মন ফাগুন)
প্রিয় দাদা: লালন (ইন্দ্রাশিস রায়, ধুলোকণা), সৌজন্য (খড়কুটো, কৌশিক রায়)
প্রিয় ষড়যন্ত্রকারী পুরুষ: রাহুল (অনিন্দ্য চট্টোপাধ্যায়, গাঁটছড়া) এবং পলাশ (গৌরব, খুকুমণি হোম ডেলিভারি)
প্রিয় ষড়যন্ত্রকারী মহিলা: নীপা (কাঞ্চনা মৈত্র, খুকুমণি হোম ডেলিভারি) এবং চান্দ্রেয়ী (অনিন্দিতা রায়চৌধুরী, ধুলোকণা) এবং চড়ুই (শ্বেতা মিশ্র, ধুলোকণা)
প্রিয় জা: পূর্ণা (স্বীকৃতি মজুমদার, খেলাঘর) এবং গুনগুন (তৃণা সাহা, খড়কুটো)
প্রিয় ননদ: পুটু (সোহিনী সেনগুপ্ত, খড়কুটো)
প্রিয় মজার সদস্য: পটকা (অম্বরীশ ভট্টাচার্য, খড়কুটো) এবং বরফি (অরুণিমা হালদার, আয় তবে সহচরী)
দমদার সদস্য: অরিন্দম (কৌশিক সেন), খুকুমণী (দীপান্বিতা রক্ষিত), ফুলঝুরি (মানালি দে), কিংশুক (প্রসূণ বন্দ্যোপাধ্যায়)

সেরা নন ফিকশন সঞ্চালক: যিশু সেনগুপ্ত
প্রিয় নন ফিকশন: 'সুপার সিঙ্গার সিজন থ্রি' এবং 'জয় মা দুর্গা'

আরও পড়ুন: New Feluda to Introduce : সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-তে আত্মপ্রকাশ হচ্ছে নয়া ফেলুদার

এই অনুষ্ঠানে 'মহাপীঠ তারাপীঠ' বিশেষ সম্মান পায় তারাপীঠ থেকে আসা পুরোহিতদের কাছ থেকে । তাঁরা এই ধারাবাহিক দেখেন এবং বামদেবের চরিত্রে সব্যসাচীর অভিনয় তাঁদের ভাল লাগে ৷ তাই তাঁরা তাঁকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন । সাধপূরণ হল যিশুর আনুকূল্যে । সব্যসাচীকে প্রণাম করতে গেলেন এক পুরোহিত । সব্যসাচী এ দিন বামদেবের মতো করে কথা বলে শোনান তাঁদের । খুশি হন পুরোহিতরা ।

কলকাতা, 25 এপ্রিল: রবিবারের সন্ধ্যায় টেলিদর্শক সাক্ষী রইল টানা পাঁচ ঘণ্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের (Parivaar award 2022)। সংশ্লিষ্ট চ্যানেলের ফিকশন (Bengali TV serials) এবং নন ফিকশনগুলি এ দিন পুরষ্কৃত হল বিভিন্ন ক্যাটাগরিতে । সঙ্গে ছিল জমজমাট নাচ-গানের আসর । সঞ্চালনায় ছিলেন যিশু সেনগুপ্ত । তাঁর সঙ্গে জমে ওঠে শিশু শিল্পী বিলাস আর লাড্ডুর খুনসুটি ।

দেব এবং জিৎ দুজনেই এ দিন ধামাকাদার পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে তোলেন । এ ছাড়াও বাংলা ধারাবাহিকগুলির নায়ক-নায়িকারা এ দিন তাক লাগিয়ে দেন তাঁদের পারফরম্যান্সে । ফুলঝুরি, বরফি, খড়ি, দীপা, সহচরী, পিহু, খুকুমণি, ফড়িং, গুড্ডি - বাদ পড়েনি কেউই । একইভাবে এদের পুরুষ জুটি লালন, ঋষি, সূর্য, আর্য, বিহান, অনুজ সকলেই মাতিয়ে তোলেন দর্শককে ।

এ বার আসি পুরস্কারের কথায় । সেরা পরিবারের পুরস্কার মিলল 'মন ফাগুন'-এর । 'মোহরা' ছবির বিখ্যাত গান 'টিপ টিপ বরসা পানি'র গানে ঋষি-পিহুর রোম্যান্টিক পারফরম্যান্স প্রেমের মৌতাত জমায় এ দিনের সন্ধ্যায় (actors of Bengali TV shows rock the stage of Parivaar award 2022)।

actors of Bengali TV shows rock the stage of Parivaar award 2022
পরিবার অ্যাওয়ার্ড

আরও পড়ুন: Mimi Chakraborty at fair: মেলায় গিয়ে ছোটবেলায় ফিরলেন মিমি, সঙ্গী টিম মিনি

এক ঝলকে পুরস্কারপ্রাপকের তালিকা:

জনতার রায়ে প্রিয় বর: ঋষি (শন বন্দ্যোপাধ্যায়, মন ফাগুন)
প্রিয় বউমা: পিহু (সৃজলা গুহ, মন ফাগুন) এবং দীপা (স্বস্তিকা ঘোষ, অনুরাগের ছোঁয়া)
প্রিয় জামাই: বিহান (রাহুল মজুমদার, খুকুমণি হোম ডেলিভারি)
আদর্শ দম্পতি: মোহর-শঙখ (সোনা সাহা, প্রতীক সেন, মোহর)
প্রিয় বাবা: হালুয়া (শঙ্কর চক্রবর্তী, ধুলোকণা) এবং নন্দন বন্দ্যোপাধ্যায় (কুশল চক্রবর্তী, বরণ)
প্রিয় মা: লাবণ্য (রূপাঞ্জনা মিত্র, অনুরাগের ছোঁয়া), রাধারানি (শাঁওলি চট্টোপাধ্যায়, আলতা ফড়িং)
প্রিয় শ্বশুর: গাবলু (ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ধুলোকণা), নেপাল ( কুশল চক্রবর্তী, গঙ্গারাম)
প্রিয় শাশুড়ি: সহচরী (কনীনিকা বন্দ্যোপাধ্যায়, আয় তবে সহচরী)
প্রিয় জুটি: পিহু-ঋষি (মন ফাগুন)
প্রিয় বউ: পিহু (মন ফাগুন)
প্রিয় শ্যালিকা: বনি (অনুষ্কা গোস্বামী, গাঁটছড়া) এবং অনুষ্কা (অমৃতা দেবনাথ, মন ফাগুন)
প্রিয় বৌদি: মিঠি (লাভলি মুখোপাধ্যায়, গুড্ডি), বীনাপানি (অ্যানমারি টম, গ্রামের রানি বীণাপানি)
ইস্মার্ট জোরির পুরস্কার পেলেন খুকু-বিহান এবং টায়রা-গঙ্গা
প্রিয় স্টাইলিশ জুটি: ঋষি-পিহু (মন ফাগুন), ঋদ্ধি-খড়ি (গাঁটছড়া)
প্রিয় দেওরঃ কুনাল (রিয়াজ লস্কর, গাঁটছড়া)
প্রিয় মিষ্টি সম্পর্ক: সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া)
প্রিয় বোন: মিনি (প্রীতি বিশ্বাস)
প্রিয় ভাই: কুনাল (রিয়াজ লস্কর, গাঁটছড়া) এবং অভ্রদীপ ( অর্ণব বন্দ্যোপাধ্যায়, আলতা ফড়িং)
প্রিয় দিদি: রুশা (গীতশ্রী রায়, মন ফাগুন)
প্রিয় দাদা: লালন (ইন্দ্রাশিস রায়, ধুলোকণা), সৌজন্য (খড়কুটো, কৌশিক রায়)
প্রিয় ষড়যন্ত্রকারী পুরুষ: রাহুল (অনিন্দ্য চট্টোপাধ্যায়, গাঁটছড়া) এবং পলাশ (গৌরব, খুকুমণি হোম ডেলিভারি)
প্রিয় ষড়যন্ত্রকারী মহিলা: নীপা (কাঞ্চনা মৈত্র, খুকুমণি হোম ডেলিভারি) এবং চান্দ্রেয়ী (অনিন্দিতা রায়চৌধুরী, ধুলোকণা) এবং চড়ুই (শ্বেতা মিশ্র, ধুলোকণা)
প্রিয় জা: পূর্ণা (স্বীকৃতি মজুমদার, খেলাঘর) এবং গুনগুন (তৃণা সাহা, খড়কুটো)
প্রিয় ননদ: পুটু (সোহিনী সেনগুপ্ত, খড়কুটো)
প্রিয় মজার সদস্য: পটকা (অম্বরীশ ভট্টাচার্য, খড়কুটো) এবং বরফি (অরুণিমা হালদার, আয় তবে সহচরী)
দমদার সদস্য: অরিন্দম (কৌশিক সেন), খুকুমণী (দীপান্বিতা রক্ষিত), ফুলঝুরি (মানালি দে), কিংশুক (প্রসূণ বন্দ্যোপাধ্যায়)

সেরা নন ফিকশন সঞ্চালক: যিশু সেনগুপ্ত
প্রিয় নন ফিকশন: 'সুপার সিঙ্গার সিজন থ্রি' এবং 'জয় মা দুর্গা'

আরও পড়ুন: New Feluda to Introduce : সন্দীপ রায়ের 'হত্যাপুরী'-তে আত্মপ্রকাশ হচ্ছে নয়া ফেলুদার

এই অনুষ্ঠানে 'মহাপীঠ তারাপীঠ' বিশেষ সম্মান পায় তারাপীঠ থেকে আসা পুরোহিতদের কাছ থেকে । তাঁরা এই ধারাবাহিক দেখেন এবং বামদেবের চরিত্রে সব্যসাচীর অভিনয় তাঁদের ভাল লাগে ৷ তাই তাঁরা তাঁকে ছুঁয়ে দেখতে চেয়েছিলেন । সাধপূরণ হল যিশুর আনুকূল্যে । সব্যসাচীকে প্রণাম করতে গেলেন এক পুরোহিত । সব্যসাচী এ দিন বামদেবের মতো করে কথা বলে শোনান তাঁদের । খুশি হন পুরোহিতরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.