ETV Bharat / entertainment

Aashram 3 Trailer : ফের খুলছে আশ্রমের দোর, ফাঁস হবে কামাতুর ভণ্ড বাবা নিরালা-র কীর্তি ? - Bobby Deol Starrer Aashram New Season Trailer

শুক্রবার সামনে এল 'আশ্রম 3' সিরিজের ট্রেলার (Bobby Deol Starrer Aashram New Season Trailer)৷ 3 জুন থেকে শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷

Aashram New Season Trailer
সামনে এল 'আশ্রম'-এর নতুন সিরিজের ট্রেলার, খুলবে কী নিরালা বাবার রহস্য
author img

By

Published : May 14, 2022, 11:27 AM IST

হায়দরাবাদ, 14 মে : 'আশ্রম', পরিচালক প্রকাশ ঝার এই জনপ্রিয় সিরিজটির কথা উঠলেই যে অভিনেতার নাম চোখের সামনে ভেসে ওঠে তিনি ববি দেওল ৷ 2020 সালে শুরু হওয়া ওটিটি প্লাটফর্ম এমএক্স প্লেয়ারের এই জনপ্রিয় সিরিজে কাশীপুরওয়ালে বাবা নিরালার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ কামাতুর ভণ্ড এক সাধুবেশী শয়তানের কাহিনিই তুলে ধরে এই সিরিজ ৷ নিরালা বাবা নামক এই ভন্ড স্বঘোষিত সাধু ভক্তির আড়ালে কীভাবে দুর্নীতি চালিয়ে যান সেটাই হল গল্পের প্লট ৷ প্রথম সিরিজেই নিরালা বাবার ভণ্ডামির বেশ কিছু চিত্র ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আভাস ছিল দ্বিতীয় সিরিজেও ৷ আর এবার আসছে এই গল্পের তৃতীয় অধ্যায় ৷ 3 জুন থেকে শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷ শুক্রবার সামনে এল সিরিজের ট্রেলার (Bobby Deol Starrer Aashram New Season Trailer)৷

দ্বিতীয় সিরিজে বাবা নিরালার চরিত্রের অন্ধকারময় দিকগুলিকে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আর এবারের সিরিজের ট্রেলারে আভাস মিলেছে বাবা আর শুধু স্বঘোষিত বাবা নন হয়ে উঠতে চান ভগবান ৷ দেখা যায় আলোড়নের চিত্রও ৷ বাবার কাহিনি কোন দিকে গড়াতে পারে তার অবশ্য় খুবই অল্প আভাস রয়েছে ট্রেলারে ৷ তবে বাবার কীর্তি ফাঁস করতে এবার রীতিমত মরিয়া উজাগর সিং অর্থাৎ দর্শন কুমার এবং পম্মি অর্থাৎ অদিতি পোহাঙ্কর ৷ তাঁরা সফল হবেন কি? না কি এবারও জাল কেটে বেরিয়ে যাবে বাবা নিরালা এবং ভোপে ৷ ভোপের চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকেই ৷

আরও পড়ুন : আই ড্রিম অফ সানি ; 41তম জন্মদিনে ফ্যান ভার্স উপহার সানির

59 সেকেন্ডের এই ট্রেলারে খুব বেশি আভাস না থাকলেও টান টান থ্রিলারের ইঙ্গিত যথেষ্টই রয়েছে ৷ ট্রেলারটি শেয়ার করে ববি লেখেন, "বাবা নিরালা স্বরূপী না বহুরূপী ? রহস্য কি সামনে আসবে না কী চলবে বাবার রাজ ৷" অর্থাৎ প্রশ্নের উত্তর এই সিরিজেই মিলবে কি না তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দিতে চাননি অভিনেতা ৷

হায়দরাবাদ, 14 মে : 'আশ্রম', পরিচালক প্রকাশ ঝার এই জনপ্রিয় সিরিজটির কথা উঠলেই যে অভিনেতার নাম চোখের সামনে ভেসে ওঠে তিনি ববি দেওল ৷ 2020 সালে শুরু হওয়া ওটিটি প্লাটফর্ম এমএক্স প্লেয়ারের এই জনপ্রিয় সিরিজে কাশীপুরওয়ালে বাবা নিরালার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ৷ কামাতুর ভণ্ড এক সাধুবেশী শয়তানের কাহিনিই তুলে ধরে এই সিরিজ ৷ নিরালা বাবা নামক এই ভন্ড স্বঘোষিত সাধু ভক্তির আড়ালে কীভাবে দুর্নীতি চালিয়ে যান সেটাই হল গল্পের প্লট ৷ প্রথম সিরিজেই নিরালা বাবার ভণ্ডামির বেশ কিছু চিত্র ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আভাস ছিল দ্বিতীয় সিরিজেও ৷ আর এবার আসছে এই গল্পের তৃতীয় অধ্যায় ৷ 3 জুন থেকে শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷ শুক্রবার সামনে এল সিরিজের ট্রেলার (Bobby Deol Starrer Aashram New Season Trailer)৷

দ্বিতীয় সিরিজে বাবা নিরালার চরিত্রের অন্ধকারময় দিকগুলিকে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক ৷ আর এবারের সিরিজের ট্রেলারে আভাস মিলেছে বাবা আর শুধু স্বঘোষিত বাবা নন হয়ে উঠতে চান ভগবান ৷ দেখা যায় আলোড়নের চিত্রও ৷ বাবার কাহিনি কোন দিকে গড়াতে পারে তার অবশ্য় খুবই অল্প আভাস রয়েছে ট্রেলারে ৷ তবে বাবার কীর্তি ফাঁস করতে এবার রীতিমত মরিয়া উজাগর সিং অর্থাৎ দর্শন কুমার এবং পম্মি অর্থাৎ অদিতি পোহাঙ্কর ৷ তাঁরা সফল হবেন কি? না কি এবারও জাল কেটে বেরিয়ে যাবে বাবা নিরালা এবং ভোপে ৷ ভোপের চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকেই ৷

আরও পড়ুন : আই ড্রিম অফ সানি ; 41তম জন্মদিনে ফ্যান ভার্স উপহার সানির

59 সেকেন্ডের এই ট্রেলারে খুব বেশি আভাস না থাকলেও টান টান থ্রিলারের ইঙ্গিত যথেষ্টই রয়েছে ৷ ট্রেলারটি শেয়ার করে ববি লেখেন, "বাবা নিরালা স্বরূপী না বহুরূপী ? রহস্য কি সামনে আসবে না কী চলবে বাবার রাজ ৷" অর্থাৎ প্রশ্নের উত্তর এই সিরিজেই মিলবে কি না তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা দিতে চাননি অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.