ETV Bharat / entertainment

Bohurupi Artist : বাংলার বহুরূপী শিল্পীদের নিয়ে অনন্য উদ্যোগ কেনিয়া নিবাসী বঙ্গকন্যার - মনসা কথা নাটক

বহুরূপীদের কথা মনে আছে ? মনে না-থাকলে আরেকবার তাঁদের কথা মনে করাবে কেনিয়া নিবাসী বঙ্গকন্যা অনন্যা পালের নাটক 'মনসা কথা' ৷ বাংলার বহুরূপী শিল্পীদের (Bohurupi Artist) নিয়ে চিত্রিত এই নাটক নতুন করে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবে ৷

manasha katha by ananya pal
বাংলার বহুরূপী শিল্পীদের নিয়ে অনন্য উদ্যোগ কেনিয়া নিবাসী বঙ্গকন্যার
author img

By

Published : Jun 22, 2022, 4:51 PM IST

কলকাতা, 22 জুন : বীরভূমের বহুরূপী সম্প্রদায় বংশপরম্পরায় তাঁদের শিল্পচর্চাকে বাঁচিয়ে রেখেছেন, যা বাংলার লোকশিল্পের এক উজ্জ্বল অঙ্গ । বিভিন্ন চরিত্রের নিখুঁত সাজ পোশাক ও অভিনয়ের মাধ্যমে তার চরিত্র চিত্রায়ন করাই বহুরূপী শিল্পের মূল বৈশিষ্ট্য ।

সম্প্রতি কেনিয়া নিবাসী বঙ্গকন্যা অনন্যা পালের কাহিনী ও পরিচালনায় 'মনসা কথা' নাটকে কাজ করলেন বহুরূপী শিল্পীরা (A Unique Initiative with Bengali Bahurupi Artists)। এই চিত্রনাট্যটি মধ্যযুগীয় বাংলা ভাষার আঙ্গিকে পদাবলী ছন্দে লেখা ৷ যা মনসামঙ্গল কাব্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে জানান অনন্যা ।

মনসামঙ্গলের কাহিনীতে দেবী মনসা উগ্র স্বভাব ও কঠিন হৃদয়ের অধিকারিণী । সেখানে চাঁদ সওদাগরের দুর্দশা, সনকার অসহায়তা ও বেহুলার পতিপ্রেম পাঠকের মন জিতে নেয় । তবে অনন্যার 'মনসা কথা' নাটকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেবী মনসাকে তুলে ধরা হয়েছে । এখানে সমাজে নারীর অবস্থান নিয়ে যে বার্তা রয়েছে তা আজকের যুগেও সমানভাবে উপযোগী ।

আরও পড়ুন : Bohurupi Documentary: বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থা নিয়ে বাংলা তথ্যচিত্র, এসে গেল টিজার

'মনসা কথা' নাটকটি মুক্তি পেয়েছে অনন্যা পালের নিজস্ব ইউটিউব চ্যানেলে । এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধনেশ্বর দাস বৈরাগ্য, সুবল দাস বৈরাগ্য, রাজিব বাজিকর, প্রণব বাজিকর ও সুজিত বাজিকরের মতো বহুরূপী শিল্পীরা । ভাষ্যপাঠে শুভ কুণ্ডু ও গানে সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । রইল সেই নাটকের ইউটিউব লিঙ্ক ৷


প্রসঙ্গত, অনন্যা পাল একজন লেখিকা । কর্মসূত্রে কেনিয়াতে থাকলেও বাংলায় বই লেখেন তিনি । তাঁর অনেকদিনের ইচ্ছা বহুরূপী শিল্পীদের নিয়ে কাজ করবেন । 'মনসা কথা'-য় সেই আশা পূর্ণ হল তাঁর ।

অনন্যা পালের কথায়, "আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলার লোকশিল্পীদের নিয়ে কাজ করার । বহুরূপী শিল্পীদের কথা মাথায় আসে । মাঝে করোনার কবলে সকলের মতোই বাংলার লোকশিল্পীরাও সমস্যার সম্মুখীন হন । ওঁদের কথা মাথায় আসার পর 'মনসা কথা'-র চিত্রনাট্য লিখি । সেই হিসেবেই ওঁদের মতো করেই শান্তিনিকেতনে শ্যুটিং করা হয় । এমনকী ওঁদেরকে দেওয়া হয় আর্থিক সাহায্য । আন্তর্জাতিক সঙ্গীত দিবসে আমার ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পেল এই নাটকটা । আশা করি ভাল লাগবে সকলের ।"

আরও পড়ুন : এক অভিনেতার জীবনের গল্প বলবে 'বহুরূপী'

কলকাতা, 22 জুন : বীরভূমের বহুরূপী সম্প্রদায় বংশপরম্পরায় তাঁদের শিল্পচর্চাকে বাঁচিয়ে রেখেছেন, যা বাংলার লোকশিল্পের এক উজ্জ্বল অঙ্গ । বিভিন্ন চরিত্রের নিখুঁত সাজ পোশাক ও অভিনয়ের মাধ্যমে তার চরিত্র চিত্রায়ন করাই বহুরূপী শিল্পের মূল বৈশিষ্ট্য ।

সম্প্রতি কেনিয়া নিবাসী বঙ্গকন্যা অনন্যা পালের কাহিনী ও পরিচালনায় 'মনসা কথা' নাটকে কাজ করলেন বহুরূপী শিল্পীরা (A Unique Initiative with Bengali Bahurupi Artists)। এই চিত্রনাট্যটি মধ্যযুগীয় বাংলা ভাষার আঙ্গিকে পদাবলী ছন্দে লেখা ৷ যা মনসামঙ্গল কাব্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে জানান অনন্যা ।

মনসামঙ্গলের কাহিনীতে দেবী মনসা উগ্র স্বভাব ও কঠিন হৃদয়ের অধিকারিণী । সেখানে চাঁদ সওদাগরের দুর্দশা, সনকার অসহায়তা ও বেহুলার পতিপ্রেম পাঠকের মন জিতে নেয় । তবে অনন্যার 'মনসা কথা' নাটকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেবী মনসাকে তুলে ধরা হয়েছে । এখানে সমাজে নারীর অবস্থান নিয়ে যে বার্তা রয়েছে তা আজকের যুগেও সমানভাবে উপযোগী ।

আরও পড়ুন : Bohurupi Documentary: বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থা নিয়ে বাংলা তথ্যচিত্র, এসে গেল টিজার

'মনসা কথা' নাটকটি মুক্তি পেয়েছে অনন্যা পালের নিজস্ব ইউটিউব চ্যানেলে । এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধনেশ্বর দাস বৈরাগ্য, সুবল দাস বৈরাগ্য, রাজিব বাজিকর, প্রণব বাজিকর ও সুজিত বাজিকরের মতো বহুরূপী শিল্পীরা । ভাষ্যপাঠে শুভ কুণ্ডু ও গানে সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । রইল সেই নাটকের ইউটিউব লিঙ্ক ৷


প্রসঙ্গত, অনন্যা পাল একজন লেখিকা । কর্মসূত্রে কেনিয়াতে থাকলেও বাংলায় বই লেখেন তিনি । তাঁর অনেকদিনের ইচ্ছা বহুরূপী শিল্পীদের নিয়ে কাজ করবেন । 'মনসা কথা'-য় সেই আশা পূর্ণ হল তাঁর ।

অনন্যা পালের কথায়, "আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলার লোকশিল্পীদের নিয়ে কাজ করার । বহুরূপী শিল্পীদের কথা মাথায় আসে । মাঝে করোনার কবলে সকলের মতোই বাংলার লোকশিল্পীরাও সমস্যার সম্মুখীন হন । ওঁদের কথা মাথায় আসার পর 'মনসা কথা'-র চিত্রনাট্য লিখি । সেই হিসেবেই ওঁদের মতো করেই শান্তিনিকেতনে শ্যুটিং করা হয় । এমনকী ওঁদেরকে দেওয়া হয় আর্থিক সাহায্য । আন্তর্জাতিক সঙ্গীত দিবসে আমার ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পেল এই নাটকটা । আশা করি ভাল লাগবে সকলের ।"

আরও পড়ুন : এক অভিনেতার জীবনের গল্প বলবে 'বহুরূপী'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.