ETV Bharat / entertainment

Yaariyan2 Trailer Out: সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়লেন যশ! নজর কাড়ল 'ইয়ারিয়াঁ 2' ছবির ট্রেলার - Yash Daasguptaa New Film Yaariyan2

Yash Daasguptaa Bollywood Debut Yaariyan2: দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখতে চলেছেন যশ দাশগুপ্ত ৷ এই খবর চর্চায় এসেছে অনেক দিন আগেই ৷ এবার মুক্তি পেল যশের প্রথম হিন্দি ছবির ট্রেলার ৷

Yaariyan2 Trailer Out
মুক্তি পেল ইয়ারিয়াঁ 2 ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:06 PM IST

মুম্বই, 27 সেপ্টেম্বর: দিব্যা খোসলা কুমারের হাত ধরে বলিউডে পা রাখছেন টলিউডের 'হ্যান্ডসাম হাঙ্ক' যশ দাশগুপ্ত ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ তাঁর প্রথম হিন্দি ছবির নাম 'ইয়ারিয়াঁ 2' এই খবরও জানা ৷ তবে বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ বুধবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলকও অনুরাগীদের জন্য় শেয়ার করেছেন যশ ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাধিকা রাও এবং বিনয় সপ্রু ৷ ছবির প্রথম পর্বটির জনপ্রিয়তা পর দ্বিতীয় পর্ব নিয়েও উৎসাহ তুঙ্গে ৷

এই গল্পে যেমন রয়েছে প্রেম তেমনই রয়েছে প্রতারণাও ৷ রয়েছে হিংসা, মান-অভিমান, রেষারেষি সবকিছুই ৷ গল্পে যশকেও দেখা যাবে একটি সম্পর্কে জড়িয়ে পরতে ৷ আর সেই সম্পর্ক গড়াবে বিয়ে পর্যন্ত ৷ তবে এই রাস্তা যতটা সহজ মনে হচ্ছে, মোটেই তা নয় ৷ বরং রয়েছে অনেক জটিল মোড় ৷ আর সেখান থেকেই নানা দিকে বাঁক নেয় এই কাহিনি ৷

প্রসঙ্গত, 'ইয়ারিয়াঁ' ছবিটি মুক্তি পেয়েছিল 2014 সালে ৷ ছবিটি পরিচালনা করেছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার নিজেই ৷ তাঁর সঙ্গে ছিলেন হিমাংশ কোহলি, রাকুলপ্রীত সিং, এলভিন শর্মার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ অন্য়দিকে দ্বিতীয় পর্বে মূল চরিত্রে দেখা যাবে মিজান জাফরি, পার্ল ভি পুরী, যশ এবং দিব্যাকে ৷ এছাড়াও রয়েছেন ওয়ারিনা হাসান, প্রিয়া ভারিরের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'অপেক্ষায় রইলাম', টাইগার বেশে ভাইজানকে দেখে মুগ্ধ নুসরত

এর আগের ছবিতেও নজর কেড়েছিল গান ৷ বিশেষত, 'ব্লু হ্যায় পানি পানি' তো বেশ জনপ্রিয়তা পেয়েছিল ৷ এবারও তার ব্য়তিক্রম হল না ৷ এবারেও ছবির বিভিন্ন গানে গলা দেবেন হানি সিং, অরিজিৎ সিং, জুবিন নটিয়ালের মতো গায়ক ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে 'ইয়ারিয়াঁ 2' ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টি সিরিজের ভূষণ কুমার এবং কৃষ্ণ কুমার ৷

মুম্বই, 27 সেপ্টেম্বর: দিব্যা খোসলা কুমারের হাত ধরে বলিউডে পা রাখছেন টলিউডের 'হ্যান্ডসাম হাঙ্ক' যশ দাশগুপ্ত ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ তাঁর প্রথম হিন্দি ছবির নাম 'ইয়ারিয়াঁ 2' এই খবরও জানা ৷ তবে বুধবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷ বুধবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলকও অনুরাগীদের জন্য় শেয়ার করেছেন যশ ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাধিকা রাও এবং বিনয় সপ্রু ৷ ছবির প্রথম পর্বটির জনপ্রিয়তা পর দ্বিতীয় পর্ব নিয়েও উৎসাহ তুঙ্গে ৷

এই গল্পে যেমন রয়েছে প্রেম তেমনই রয়েছে প্রতারণাও ৷ রয়েছে হিংসা, মান-অভিমান, রেষারেষি সবকিছুই ৷ গল্পে যশকেও দেখা যাবে একটি সম্পর্কে জড়িয়ে পরতে ৷ আর সেই সম্পর্ক গড়াবে বিয়ে পর্যন্ত ৷ তবে এই রাস্তা যতটা সহজ মনে হচ্ছে, মোটেই তা নয় ৷ বরং রয়েছে অনেক জটিল মোড় ৷ আর সেখান থেকেই নানা দিকে বাঁক নেয় এই কাহিনি ৷

প্রসঙ্গত, 'ইয়ারিয়াঁ' ছবিটি মুক্তি পেয়েছিল 2014 সালে ৷ ছবিটি পরিচালনা করেছিলেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার নিজেই ৷ তাঁর সঙ্গে ছিলেন হিমাংশ কোহলি, রাকুলপ্রীত সিং, এলভিন শর্মার মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ অন্য়দিকে দ্বিতীয় পর্বে মূল চরিত্রে দেখা যাবে মিজান জাফরি, পার্ল ভি পুরী, যশ এবং দিব্যাকে ৷ এছাড়াও রয়েছেন ওয়ারিনা হাসান, প্রিয়া ভারিরের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

আরও পড়ুন: 'অপেক্ষায় রইলাম', টাইগার বেশে ভাইজানকে দেখে মুগ্ধ নুসরত

এর আগের ছবিতেও নজর কেড়েছিল গান ৷ বিশেষত, 'ব্লু হ্যায় পানি পানি' তো বেশ জনপ্রিয়তা পেয়েছিল ৷ এবারও তার ব্য়তিক্রম হল না ৷ এবারেও ছবির বিভিন্ন গানে গলা দেবেন হানি সিং, অরিজিৎ সিং, জুবিন নটিয়ালের মতো গায়ক ৷ আগামী 20 অক্টোবর মুক্তি পেতে চলেছে 'ইয়ারিয়াঁ 2' ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টি সিরিজের ভূষণ কুমার এবং কৃষ্ণ কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.