হায়দরাবাদ, 25 জুন: বড় খবর দিলেন যশ-নুসরত ৷ শনিবারই সোশাল মিডিয়ায় সেই পোস্ট আসতে উৎসুক হয়ে উঠেছিলেন অনুরাগীরা ৷ অবশেষে খোলাসা হল পুরো বিষয়টার ৷ নিজেদের নতুন প্রোডাকশন হাউস খুললেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই চর্চিত জুটি ৷ যার নাম রাখা হয়েছে 'ওয়াইডি ফিল্মস' ৷ শনিবারই এক পার্টির আয়োজন করেন টলিউডের এই পাওয়ার কাপল ৷ সেখানেই নিজেদের নতুন পথ চলার ঘোষণা করেন যশ দাশগুপ্ত এবং নুসরত ৷
আসলে অভিনেতা-অভিনেত্রীদের জীবন সবসময়েই থাকে চর্চায়। তাঁদের জীবনে কী চলছে, নতুন খবর কী আসছে, সবকিছুতেই নজর থাকে পাপারাৎজিদের ৷ বিয়ে থেকে সন্তান, সবক্ষেত্রেই শিরোনামে এসেছেন যশ-নুসরত ৷ এবার কর্মক্ষেত্রে চমক আনলেন দু'জনে ৷ শনিবারের সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রী নুসরত জাহান লিখলেন, "বড় খবর! আমরা আমাদের নিজেদের একটি প্রোডাকশন হাউজ শুরু করতে চলেছি। তৈরি থাকুন একটা দারুণ সিনেম্যাটিক যাত্রা আমাদের সঙ্গে উপভোগ করার জন্য ৷ সিলভার স্ক্রিনে আমরা তৈরি করব ম্যাজিক ৷ সঙ্গে থাকুন ৷"
শুধু তাই নয়, নিজেদের প্রোডাকশন হাউজের প্রথম ছবির ঘোষণাও করে দিয়েছেন অভিনেত্রী নুসরত ৷ লাইট-ক্যামেরা এবং অ্যাকশনের দুনিয়ায় দিলেন আরও একটা খুশির খবর ৷ ওয়াইডি ফিল্মস-এর প্রযোজনায় আসতে চলেছে প্রথম ছবি মেন্টাল ৷ পরিচালনায় বাবা যাদব ৷ নুসরত ও যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সায়ন্তনী ঘোষ-কেও ৷ নুসরত পোস্টে বলেন, " স্বভাবটা জেন্টাল..দিল সে সেন্টিমেন্টাল..কিন্তু শয়তানদের জন্য সে মেন্টাল ৷ সকলের সামনে আনা আচ্ছে আমাদের নতুন প্রডাকশন হাউজের প্রথম ছবি ৷ খুব তাড়াতাড়ি আসছে শুটিং ফ্লোরে ৷ আরও আপডেট জানতে পাশে থাকুন ৷"
প্রসঙ্গত, এর আগে 'ওয়ান', 'এসওএস কলকাতা'-র মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। বর্তমানে 'শিকার' ছবি নিয়ে ব্যস্ত আছেন যশ- নুসরত দু'জনেই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। পাশাপাশি এনা সাহা প্রযোজিত 'চিনেবাদাম' ছবিতেও এই জুটি একসঙ্গে কাজ করেছেন ৷ তবে প্রযোজক ও পরিচালকের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত সমস্যার কারণে যশ-নুসরত অভিনীত সর্বশেষ ছবি 'মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি'-র ভবিষ্যৎ অন্ধকারে ৷
অন্যদিকে, রবিবার টলিউডে নতুন প্রযোজনা সংস্থার উদ্বোধন উপলক্ষ্যে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রযোজক রাণা সরকার ৷ তিনি বলেন, "প্রযোজনায় নুসরত ও যশ, শুভেচ্ছা ওয়াইডি ফিল্মস ৷ একজন অভিনেতা তখনই প্রযোজকের ব্যথা বা সমস্যার কথা বুঝতে পারেন যখন সে নিজে প্রযোজক হয়। ফিল্ম ইন্ডাস্টিতে প্রতিনিয়ত একজন প্রযোজক যেভাবে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ব্যতিব্যস্ত হয়, তাঁদের মুড, তাঁদের ট্যানট্রামস সহ্য করতে বাধ্য হয় ৷ সেই ব্যথা তখনই বোঝা সম্ভব যখন কোনও অভিনেতা নিজে সরাসরি প্রযোজনার সঙ্গে যুক্ত হয়।"
আরও পড়ুন: 'আদিপুরুষ' সিনেমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
এরপর তিনি আরও লিখেছেন, "যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে অনেক অভিনন্দন ও তাদের শুরু করা ওয়াইডি ফিল্মস-এর জন্য অনেক শুভেচ্ছা। এবার তারাও বুঝতে পারবে প্রযোজকের যন্ত্রনা, আবেগ, বিনিয়োগের ব্যথা। সেই সঙ্গে তারা ভালো ভালো সিনেমাও বানাবে এটাই প্রত্যাশা। একটাই অনুরোধ এবার একজন প্রযোজক হিসেবে অন্য একজন প্রযোজক এনা সাহার পাশে দাঁড়ান। তার প্রযোজনায় তৈরী হওয়া আপনাদের অভিনীত সিনেমা 'মাস্টারমশায় আপনি কিছু দেখেননি' সিনেমাটি কমপ্লিট করে রিলিজ করতে প্রযোজক ও পরিচালককে সাহায্য করুন। সিনেমার স্বার্থে নিজেদের মধ্যে ঝামেলা ইগো সরিয়ে রাখুন।"