কলকাতা, 10 জুন : ইতিমধ্য়েই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'X=প্রেম' ৷ কবি শ্রীজাত বন্দোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তাঁদের মুগ্ধতা ব্যক্ত করেছেন এই ছবিকে নিয়ে ৷ তবে শুরুতে এই ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক ৷ নন্দনে স্ক্রিনিং না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন স্বয়ং পরিচালক ৷ রাজ চক্রবর্তীর পরিচালিত 'হাবজি গাবজি' জায়গা পেলেও, নন্দনে ঠাঁই হয়নি সৃজিতের 'X=প্রেম'য়ের ৷ তবে এবার মিটল সেই বিবাদ ৷ দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা পেয়ে গেল 'X=প্রেম' (X Equals to Prem to be Screened in Nandan) ৷
নন্দনে ছবি মুক্তি না পাওয়া নিয়ে একটু অভিমান করেই সৃজিত লিখেছিলেন, " দু'টি ছবি একইদিনে মুক্তি পাচ্ছে ৷ দু তরফেই নন্দনের জন্য় আবেদন জানানো হয়েছে ৷ কিন্তু শুধুমাত্র একটি ছবিই সুযোগ পেল ৷ কেন এমন হল? কারণ যদিও সব ছবিই সমান, কিছু ছবি অন্যদের থেকে একটু বেশিই সমান ৷" সৃজিতের এই পোস্ট দেখার পর রাজও তাঁর ফেসবুকে পালটা লেখেন, " হাবজি গাবজি, কন্ট্রোভার্সি করে লাভ নেই। কাল ছবি কথা বলবে ।"
পরে অবশ্য সৃজিত জানিয়ে দেন তাঁর ব্যক্তিগতভাবে রাজ,শুভশ্রী বা পরমব্রতর সঙ্গে কোনও বিবাদ নেই ৷ তিনি শুধু জানতে চান কেন তাঁর ছবিটি নন্দনে জায়গা পাবে না ? তিনি এই ছবিটি বানিয়েছেন কলেজ স্টুডেন্টদের কথা, তাঁদের প্রেমের গল্পের কথা মাথায় রেখে ৷ তাঁর এই টার্গেট অডিয়েন্সের অনেকেই হয়তো মাল্টিপ্লেক্সে প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখতে যেতে পারবেন না ৷ তাই নন্দনে ছবিটা এলে তাঁরা সহজেই দেখতে পেতেন ৷
আরও পড়ুন : 'আমার পোস্ট রাজের বিরুদ্ধে নয়, নন্দনের বিরুদ্ধে', বললেন সৃজিত
অবশেষে শহরে এবার প্রেমের মরশুম ৷ কারণ বিবাদ শেষে দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা করে নিল এই ছবি ৷ ক্ষোভটা অবশ্য় পুরোপুরি মিটল তা বলা যায় না ৷ কারণ 'বেলাশুরু' নন্দনে হল পেলেও পায়নি 'অপরাজিত' ৷ আগামী দিনে নন্দন কতৃপক্ষ কি এই বিষয়ে আরেকটু সচেতন হবেন, নাকি এভাবেই চলতে থাকবে তার উত্তর দেবে সময়ই ৷