ETV Bharat / entertainment

Amul celebrates Alia's Hollywood debut: অভিনেত্রী আলিয়ার হলিউড জার্নি উদযাপন আমূলের - আমূল

হলিউডে পা রেখেছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ টম হারপার পরিচালিত হার্ট অফ স্টোন ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক দরবারে ৷ পাশাপাশি, আলিয়া ও গ্যালের জুটিও প্রছন্দ হয়েছে দর্শকদের ৷ সেই জুটিকে এবার ভালোবাসা জানাল আমূল ৷

Etv Bharat
গ্যাল গ্যাডটের সঙ্গে আলিয়া ভাট
author img

By

Published : Aug 14, 2023, 9:08 PM IST

হায়দরাবাদ, 14 অগস্ট: বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি ৷ এবার তাঁর এই জার্নিকে সম্মান জানালো প্রসিদ্ধ সংস্থা আমূল ৷ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'হার্ট অফ স্টোন' ৷ ছবিতে আন্তর্জাতিক তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজি খ্যাত অভিনেত্রী ৷ সেই জুটির প্রতি ভালোবাসা জানিয়ে আমূল সামনে এনেছে নতুন একটি মিষ্টি ব্যাকড্রপ ৷

আমূল তরফ থেকে দুই শিল্পীর একটি ছবি বেছে নেওয়া হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া ও গ্যাল একে অপররকে স্নেহের আলিঙ্গন করে নিজস্বী তুলছেন ৷ সেই ছবিতেই শৈল্পিক উপস্থাপনা দুগ্ধ সংস্থার ৷ বিজ্ঞাপনে দেখা গিয়েছে, দুই তারকা একে অপরকে জড়িয়ে সেলফি স্টিক নিয়ে ছবি তুলছেন ৷ তবে সেখানে রয়েছে আরও একটি চমক ৷ গ্যালের এক হাতে সেলফি স্টিক অন্য হাতে রয়েছে এই কোম্পানির মাখনযুক্ত টোস্ট ৷ অন্যদিকে, আলিয়ার হাতে রয়েছে মাখন টোস্ট ৷

ছবির ক্যাপশনে লেখা 'ওয়ান্ডার ওমেন' ৷ তার পিছনেও রয়েছে কারণ ৷ গ্যাল গ্যাডটের সুপার হিরো ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা পেয়েছে এই ক্যাপশনের মধ্য দিয়ে ৷ অন্যদিকে, ভালোবাসা জানানো হয়েছে আলিয়া ভাটের হলিউড জার্নিকেও ৷ লেখা হয়েছে 'হার্ট অফ টেস্ট' ৷

সোশাল মিডিয়ায় আমূল এই ছবি শেয়ার করতে নিমেষে ভাইরাল ৷ এই ছবি অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে ৷ আলিয়া এবং গালের বন্ধুত্ব ছবির পর্দার বাইরেও নজরে পড়েছে ৷ হার্ট অফ স্টোন ছবির শুটিং এবং প্রচারের সময় দুই তারকার মধ্যে তৈরি হয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ৷ গ্যাল গ্যাডট, আলিয়ার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন ৷ ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক দশকেরও বেশি সময় ধরে আলিয়া জার্নি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হলিউডে এই ছবির হাত ধরে আরও বেশি করে কাজ করা উচিত আলিয়ার ৷

টম হারপার পরিচালিত 'হার্ট অফ স্টোন' ছবি দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও নাম ছড়িয়েছে আলিয়া ভাটের ৷ তাঁকে দেখা গিয়েছে, জ্যামি ডরনানের বিপরীতে ৷ সাসপেন্স ও অ্যাকশনধর্মী এই ছবি প্রশংসা কুড়িয়েছে সকলের ৷

আরও পড়ুন: হিট সানির 'গদর 2', দেড়শো কোটি ছুঁতে চলেছেন রজনী আন্নাও; কিছুটা ফিকে অক্ষয়

হায়দরাবাদ, 14 অগস্ট: বলিউড থেকে হলিউডে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি ৷ এবার তাঁর এই জার্নিকে সম্মান জানালো প্রসিদ্ধ সংস্থা আমূল ৷ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'হার্ট অফ স্টোন' ৷ ছবিতে আন্তর্জাতিক তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজি খ্যাত অভিনেত্রী ৷ সেই জুটির প্রতি ভালোবাসা জানিয়ে আমূল সামনে এনেছে নতুন একটি মিষ্টি ব্যাকড্রপ ৷

আমূল তরফ থেকে দুই শিল্পীর একটি ছবি বেছে নেওয়া হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া ও গ্যাল একে অপররকে স্নেহের আলিঙ্গন করে নিজস্বী তুলছেন ৷ সেই ছবিতেই শৈল্পিক উপস্থাপনা দুগ্ধ সংস্থার ৷ বিজ্ঞাপনে দেখা গিয়েছে, দুই তারকা একে অপরকে জড়িয়ে সেলফি স্টিক নিয়ে ছবি তুলছেন ৷ তবে সেখানে রয়েছে আরও একটি চমক ৷ গ্যালের এক হাতে সেলফি স্টিক অন্য হাতে রয়েছে এই কোম্পানির মাখনযুক্ত টোস্ট ৷ অন্যদিকে, আলিয়ার হাতে রয়েছে মাখন টোস্ট ৷

ছবির ক্যাপশনে লেখা 'ওয়ান্ডার ওমেন' ৷ তার পিছনেও রয়েছে কারণ ৷ গ্যাল গ্যাডটের সুপার হিরো ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা পেয়েছে এই ক্যাপশনের মধ্য দিয়ে ৷ অন্যদিকে, ভালোবাসা জানানো হয়েছে আলিয়া ভাটের হলিউড জার্নিকেও ৷ লেখা হয়েছে 'হার্ট অফ টেস্ট' ৷

সোশাল মিডিয়ায় আমূল এই ছবি শেয়ার করতে নিমেষে ভাইরাল ৷ এই ছবি অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে ৷ আলিয়া এবং গালের বন্ধুত্ব ছবির পর্দার বাইরেও নজরে পড়েছে ৷ হার্ট অফ স্টোন ছবির শুটিং এবং প্রচারের সময় দুই তারকার মধ্যে তৈরি হয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ৷ গ্যাল গ্যাডট, আলিয়ার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন ৷ ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক দশকেরও বেশি সময় ধরে আলিয়া জার্নি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হলিউডে এই ছবির হাত ধরে আরও বেশি করে কাজ করা উচিত আলিয়ার ৷

টম হারপার পরিচালিত 'হার্ট অফ স্টোন' ছবি দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও নাম ছড়িয়েছে আলিয়া ভাটের ৷ তাঁকে দেখা গিয়েছে, জ্যামি ডরনানের বিপরীতে ৷ সাসপেন্স ও অ্যাকশনধর্মী এই ছবি প্রশংসা কুড়িয়েছে সকলের ৷

আরও পড়ুন: হিট সানির 'গদর 2', দেড়শো কোটি ছুঁতে চলেছেন রজনী আন্নাও; কিছুটা ফিকে অক্ষয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.