ETV Bharat / entertainment

UNICEF National Ambassador Ayushmann: ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান, শিশুদের অধিকার রক্ষায় জোরালো সওয়ালের অঙ্গীকার - আয়ুষ্মান খুরানা

ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত করা হল আয়ুষ্মান খুরানাকে (UNICEF National Ambassador Ayushmann)৷ শিশুদের অধিকার রক্ষায় তিনি জোরালো সওয়াল করার অঙ্গীকার করেছেন ৷

Ayushmann Khurrana ETV Bharat
আয়ুষ্মান খুরানা
author img

By

Published : Feb 19, 2023, 7:13 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: শিশুদের অধিকার নিয়ে বরাবর সরব বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা (UNICEF National Ambassador Ayushmann)৷ শিশুদের অধিকার সুনিশ্চিত করতে আরও এক ধাপ এগোলেন তিনি ৷ শনিবার ইউনিসেফের জাতীয় দূতের দায়িত্ব নিয়ে তিনি (Ayushmann Khurrana) বলেন, প্রত্যেক শিশুর বেঁচে থাকার অধিকার সুরক্ষিত করতে তিনি সর্বদা কাজ করে যাবেন ৷

ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান: শনিবার ইউনিসেফ ইন্ডিয়া 'ড্রিম গার্ল 2' অভিনেতাকে (Ayushmann Khurrana on Child Right) তাদের জাতীয় দূত হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে ৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আয়ুষ্মান বলেন, "জাতীয় দূত হিসেবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশুদের অধিকারের জন্য আমার জোরদার সওয়ালকে আরও এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের । ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে তা নিরসনে আমি উত্সাহী ।"

তিনি আরও বলেন, "ইউনিসেফের সেলিব্রিটি প্রচারক হিসেবে, আমি শিশুদের সঙ্গে কথা বলেছি এবং ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সাম্য নিয়ে কথা বলেছি । ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায় আমি শিশুদের অধিকারের জন্য জোরালো সওয়াল করব, বিশেষ করে তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে সচেষ্ট হব ৷"

আয়ুষ্মানকে স্বাগত জানাল ইউনিসেফ ইন্ডিয়া: শিশুদের অধিকারের জন্য জাতীয় দূত হিসেবে আয়ুষ্মান খুরানাকে স্বাগত জানিয়ে ইউনিসেফ ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেছেন, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ভারতের জাতীয় দূত হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত । ইউনিসেফের সেলিব্রেটি অ্যাডভোকেট হিসেবে গত দুই বছরে আয়ুষ্মানের দৃঢ় প্রতিশ্রুতি শিশুদের অধিকার রক্ষার কাজকে প্রসারিত ও চালিত করতে সাহায্য করেছে । তিনি ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকাদের একজন, এবং ইউনিসেফ ইন্ডিয়া রোমাঞ্চিত যে তিনি সেই শক্তিশালী কণ্ঠস্বর শিশুদের সমর্থনে এবং ক্ষতিকারক সামাজিক নিয়ম ও লিঙ্গ স্টিরিয়োটাইপের চ্যালেঞ্জের বিরুদ্ধে তুলে ধরবেন ।

আরও পড়ুন: লাস ভেগাসে কন্যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ছবি

ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি প্রচারক ছিলেন আয়ুষ্মান: আয়ুষ্মানের সঙ্গে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশু অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার জন্য তারা উন্মুখ বলে জানিয়েছে ইউনিসেফ ইন্ডিয়া ৷ হিংসার অবসান ঘটিয়ে, মানসিক সুস্থতা এবং লিঙ্গ সাম্য ও প্রতিটি শিশুর জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরির কাজ করতে সচেষ্ট হবে বলে তারা জানিয়েছে ৷ শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করা এবং বৃহত্তর শিশু অধিকার এজেন্ডা নিয়ে সরব হওয়ার জন্য আয়ুষ্মানকে 2020 সালের সেপ্টেম্বর মাসে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল ।

বরাবর শিশুদের পক্ষে জোরালো সওয়াল: বিশ্ব শিশু দিবসে তাঁর সক্রিয় অংশগ্রহণ, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস, এবং নিরাপদ ইন্টারনেট দিবসে তাঁর জোরালো সওয়াল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে ৷ সম্প্রতি বিশ্ব শিশু দিবস 2022-এ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দূত শচীন তেন্ডুলকর এবং সারা ভারত থেকে অংশগ্রহণকারী মেয়ে ও ছেলেদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে সব লিঙ্গের অন্তর্ভুক্তি এবং অ-বৈষম্যের উপর জোর দিয়েছিলেন ।

কর্মক্ষেত্রে আয়ুষ্মান খুরানাকে তাঁর হিট ফ্র্যাঞ্চাইজি ড্রিম গার্ল 2-এর সিক্যুয়েলে দেখা যাবে । এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অনন্যা পাণ্ডে ৷

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: শিশুদের অধিকার নিয়ে বরাবর সরব বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা (UNICEF National Ambassador Ayushmann)৷ শিশুদের অধিকার সুনিশ্চিত করতে আরও এক ধাপ এগোলেন তিনি ৷ শনিবার ইউনিসেফের জাতীয় দূতের দায়িত্ব নিয়ে তিনি (Ayushmann Khurrana) বলেন, প্রত্যেক শিশুর বেঁচে থাকার অধিকার সুরক্ষিত করতে তিনি সর্বদা কাজ করে যাবেন ৷

ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান: শনিবার ইউনিসেফ ইন্ডিয়া 'ড্রিম গার্ল 2' অভিনেতাকে (Ayushmann Khurrana on Child Right) তাদের জাতীয় দূত হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে ৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আয়ুষ্মান বলেন, "জাতীয় দূত হিসেবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশুদের অধিকারের জন্য আমার জোরদার সওয়ালকে আরও এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের । ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে তা নিরসনে আমি উত্সাহী ।"

তিনি আরও বলেন, "ইউনিসেফের সেলিব্রিটি প্রচারক হিসেবে, আমি শিশুদের সঙ্গে কথা বলেছি এবং ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সাম্য নিয়ে কথা বলেছি । ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায় আমি শিশুদের অধিকারের জন্য জোরালো সওয়াল করব, বিশেষ করে তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে সচেষ্ট হব ৷"

আয়ুষ্মানকে স্বাগত জানাল ইউনিসেফ ইন্ডিয়া: শিশুদের অধিকারের জন্য জাতীয় দূত হিসেবে আয়ুষ্মান খুরানাকে স্বাগত জানিয়ে ইউনিসেফ ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেছেন, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ভারতের জাতীয় দূত হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত । ইউনিসেফের সেলিব্রেটি অ্যাডভোকেট হিসেবে গত দুই বছরে আয়ুষ্মানের দৃঢ় প্রতিশ্রুতি শিশুদের অধিকার রক্ষার কাজকে প্রসারিত ও চালিত করতে সাহায্য করেছে । তিনি ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকাদের একজন, এবং ইউনিসেফ ইন্ডিয়া রোমাঞ্চিত যে তিনি সেই শক্তিশালী কণ্ঠস্বর শিশুদের সমর্থনে এবং ক্ষতিকারক সামাজিক নিয়ম ও লিঙ্গ স্টিরিয়োটাইপের চ্যালেঞ্জের বিরুদ্ধে তুলে ধরবেন ।

আরও পড়ুন: লাস ভেগাসে কন্যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন প্রিয়াঙ্কা, শেয়ার করলেন ছবি

ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি প্রচারক ছিলেন আয়ুষ্মান: আয়ুষ্মানের সঙ্গে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশু অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার জন্য তারা উন্মুখ বলে জানিয়েছে ইউনিসেফ ইন্ডিয়া ৷ হিংসার অবসান ঘটিয়ে, মানসিক সুস্থতা এবং লিঙ্গ সাম্য ও প্রতিটি শিশুর জন্য একটি উন্নত ভবিষ্যত তৈরির কাজ করতে সচেষ্ট হবে বলে তারা জানিয়েছে ৷ শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করা এবং বৃহত্তর শিশু অধিকার এজেন্ডা নিয়ে সরব হওয়ার জন্য আয়ুষ্মানকে 2020 সালের সেপ্টেম্বর মাসে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল ।

বরাবর শিশুদের পক্ষে জোরালো সওয়াল: বিশ্ব শিশু দিবসে তাঁর সক্রিয় অংশগ্রহণ, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস, এবং নিরাপদ ইন্টারনেট দিবসে তাঁর জোরালো সওয়াল জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে ৷ সম্প্রতি বিশ্ব শিশু দিবস 2022-এ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দূত শচীন তেন্ডুলকর এবং সারা ভারত থেকে অংশগ্রহণকারী মেয়ে ও ছেলেদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে সব লিঙ্গের অন্তর্ভুক্তি এবং অ-বৈষম্যের উপর জোর দিয়েছিলেন ।

কর্মক্ষেত্রে আয়ুষ্মান খুরানাকে তাঁর হিট ফ্র্যাঞ্চাইজি ড্রিম গার্ল 2-এর সিক্যুয়েলে দেখা যাবে । এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে অনন্যা পাণ্ডে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.