ETV Bharat / entertainment

Game Changer: বাজেটেই বাজিমাত ! 'গেম চেঞ্জার' রামচরণ-কিয়ারার 5টি গানের খরচ প্রায় 90 কোটি ! - রামচরণ

মুক্তির আগেই আবারও খবরের শিরোনামে 'গেম চেঞ্জার' ৷ শঙ্কর পরিচালিত এই ছবিতে নাকি শুধুমাত্র গানের বাজেট নাকি, 90 কোটি ৷ যা শুনে ইতিমধ্যেই হতভম্ব অনুরাগীরাও ৷ রাম চরণ-কিয়ারা জুটির মিউজিক্যাল জার্নি কেমন হতে চলেছে, তা তার বাজেট শুনেই আন্দাজ করা যায় ৷

Game Changer
রামচরণ-কিয়ারার মিউজিকে খরচ প্রায় 90 কোটি !
author img

By

Published : Aug 5, 2023, 6:58 PM IST

হায়দরাবাদ, 5 অগস্ট: যে বাজেট আস্ত একটা ছবি হয়ে যায়, সেই বাজেট নাকি রাখা হয়েছে শুধুমাত্র গানের জন্য ৷ শঙ্কর পরিচালিত 'গেম চেঞ্জার' ছবি নিয়ে এখন এমন খবরই সামনে এসেছে ৷ যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা ৷

আন্তর্জাতিক মঞ্চে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর সাফল্যের পর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণকে দেখার জন্য ৷ ফলে শঙ্কর পরিচালিত 'গেম চেঞ্জার' ছবি প্রতি মুহূর্তে চলে আসছে খবরের শিরোনামে ৷ এবার সামনে এসেছে এই ছবিতে গানের বাজেট কীরকম হতে চলেছে ৷

সূত্রের খবর, প্রযোজক দিল রাজু ও পরিচালক শঙ্কর ছবিতে পাঁচটি গানের জন্য বাজেট রেখেছেন 90 কোটি টাকা ৷ কারণ একটাই, দর্শকদের গানের দিক থেকে ভিজ্যুয়ালি ও মিউজিক্যালি সেরার সেরাটা দিতে চান 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' ৷

জানা গিয়েছে, সঙ্গীত পরিচালনা ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলাবেন এস থামান ৷ কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন জনি মাস্টার ও প্রভু দেবা ৷ অ্যাকশন ও ড্রামায় ভরপুর এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে এখন থেকেই ৷ সূত্রের খবর, ছবিতে আইএএস পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রাম চরণকে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানিকে ৷ এই জুটিকে প্রথমবার দেখা গিয়েছিল 2019 সালে দক্ষিণের একটি ছবিতে ৷

কাজের কথা বললে, কিয়ারার হাতে রয়েছে হৃত্বিক রোশন অভিনীত 'ওয়ার 2' ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্পাই ইউনিভার্সের অন্যতম একটি ছবি হতে চলেছে ৷ এছাড়াও রয়েছে রোম্যান্টিক ড্রামা ছবি 'অদল বদল' ৷ বিপরীতে রয়েছে হাবি সিদ্ধার্থ মালহোত্রা ৷ যদিও 'গেম চেঞ্জার'-এর মুক্তি কবে তা এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়নি ৷ ছবিটি মুক্তি পাবে প্যান-ইন্ডিয়া তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৷

আরও পড়ুন: 'চন্দ্রমুখী 2' ছবিতে কঙ্গনার প্রথম লুক প্রকাশ্যে, পোস্টার রিলিজ হতেই শুরু বয়কটের দাবি

হায়দরাবাদ, 5 অগস্ট: যে বাজেট আস্ত একটা ছবি হয়ে যায়, সেই বাজেট নাকি রাখা হয়েছে শুধুমাত্র গানের জন্য ৷ শঙ্কর পরিচালিত 'গেম চেঞ্জার' ছবি নিয়ে এখন এমন খবরই সামনে এসেছে ৷ যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা ৷

আন্তর্জাতিক মঞ্চে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর'-এর সাফল্যের পর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণকে দেখার জন্য ৷ ফলে শঙ্কর পরিচালিত 'গেম চেঞ্জার' ছবি প্রতি মুহূর্তে চলে আসছে খবরের শিরোনামে ৷ এবার সামনে এসেছে এই ছবিতে গানের বাজেট কীরকম হতে চলেছে ৷

সূত্রের খবর, প্রযোজক দিল রাজু ও পরিচালক শঙ্কর ছবিতে পাঁচটি গানের জন্য বাজেট রেখেছেন 90 কোটি টাকা ৷ কারণ একটাই, দর্শকদের গানের দিক থেকে ভিজ্যুয়ালি ও মিউজিক্যালি সেরার সেরাটা দিতে চান 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' ৷

জানা গিয়েছে, সঙ্গীত পরিচালনা ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলাবেন এস থামান ৷ কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন জনি মাস্টার ও প্রভু দেবা ৷ অ্যাকশন ও ড্রামায় ভরপুর এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে এখন থেকেই ৷ সূত্রের খবর, ছবিতে আইএএস পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রাম চরণকে ৷ তাঁর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানিকে ৷ এই জুটিকে প্রথমবার দেখা গিয়েছিল 2019 সালে দক্ষিণের একটি ছবিতে ৷

কাজের কথা বললে, কিয়ারার হাতে রয়েছে হৃত্বিক রোশন অভিনীত 'ওয়ার 2' ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি স্পাই ইউনিভার্সের অন্যতম একটি ছবি হতে চলেছে ৷ এছাড়াও রয়েছে রোম্যান্টিক ড্রামা ছবি 'অদল বদল' ৷ বিপরীতে রয়েছে হাবি সিদ্ধার্থ মালহোত্রা ৷ যদিও 'গেম চেঞ্জার'-এর মুক্তি কবে তা এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়নি ৷ ছবিটি মুক্তি পাবে প্যান-ইন্ডিয়া তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৷

আরও পড়ুন: 'চন্দ্রমুখী 2' ছবিতে কঙ্গনার প্রথম লুক প্রকাশ্যে, পোস্টার রিলিজ হতেই শুরু বয়কটের দাবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.