মুম্বই, 4 জুন: বলিউডের দম্পতি রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা সম্প্রতি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ তাতে ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত নয়া ছবির জনপ্রিয় 'ফির অর ক্যায়া চাহিয়ে' গান বাজছে। ভিডিয়োটি খুনসুটির ৷ রীতেশ এই গানে মজার তালে নেচে চলেছেন নানা অঙ্গভঙ্গিতে ৷ আর তাতে জেনেলিয়া বেজায় বিরক্ত হচ্ছেন ৷
ভিডিয়োটি শেয়ার করে 'হাউসফুল'-খ্যাত রীতেশ লিখেছেন, "তু হ্যায় তো মুঝে ফির অর কেয়া চাহিয়ে!!!! হ্যাশট্যাগ দিয়ে লেখা প্রিয় গান, প্রিয় গার্ল ৷ এরপর তিনি ট্যাগ করেছেন স্ত্রী জেনেলিয়াকে ৷ মজার ওই ভিডিয়োয় কমলা লেগিংস এবং কালো টি-শার্টে জেনেলিয়াকে লাগছিল ফিটফাট ৷ অন্যদিকে, রিতেশ ছিলেন নীল ও সাদা রংয়ের কম্বিনেশন করা একটি টি-শার্ট ও ধূসর রংয়ের জগার্সে ৷ এই ভিডিয়োটি শেয়ারের সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে অভিনেতার কমেন্ট বক্স ৷
অভিনেতা ফারদিন খান মন্তব্য করেছেন, "তোমরা দু'জনেই কমপ্লিট নটারস। ভালোলেগেছে।" আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "যখন আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে সবচেয়ে সুন্দর মেয়েটি পাবেন..." ৷ তাঁদের প্রেমের উদযাপন শুরু আজ থেকে না। সেই 2003 সালে তাঁদের দু'জনের প্রথম ছবি 'মুঝে তেরি কসম' থেকেই একে অপরের সঙ্গে তাঁরা। এর প্রায় 10 বছর বাদে 2012 সালে তাঁদের চার হাত এক হয়। তারপর তাঁদের পরিবারে যোগদান করেছে আরও দুই সদস্য।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: প্রথম দিনেই বক্স অফিসে লম্বা লাফ ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে'র
রিয়ান ও রাহিল ৷ দুই পুত্রসন্তানকে নিয়ে প্রতিদিন তাঁদের দীর্ঘ প্রেমকে উদযাপন করেন তাঁরা। জেনেলিয়া-রীতেশের ঘনিষ্ঠ প্রেমের মুহূর্তের ঝলক বারবার পৌঁছেছে নেটাগরিকদের কাছে। উল্লেখ্য, পরিচালক হিসেবে সম্প্রতি সফলভাবে আত্মপ্রকাশ করেছেন রিতেশ। তবে হিন্দি নয়, মরাঠি ছবির মাধ্যমে ক্যামরার ওপারের নয়া ইনিংস শুরু করেছেন 'হাউজফুল' ছবির অভিনেতা। ছবির নাম 'ভের'। মরাঠি ভাষায় 'ভের' শব্দের অর্থ পাগলামো। মজার কথা, তাঁর পরিচালিত প্রথম ছবিতেও নায়িকা হিসেবে ছিলেন জেনেলিয়া। এটি জেনেলিয়ার প্রথম মরাঠি ছবিতে আত্মপ্রকাশ।