ETV Bharat / entertainment

Vicky Reaction on Fan: ক্যাটরিনা নন, ভিকির সঙ্গে আগামী সাতজন্ম থাকতে চান এই তরুণী - ভিকির সঙ্গে আগামী সাতজন্ম থাকতে চান ইনি

'জরা হাটকে জরা বাঁচকে' ছবির প্রচারে এসে এক অনুরাগীর কাছে ভিকিকে শুনতে হল একটি অদ্ভুত লাইন ৷ তিনি বলেন,"এই জন্মে তুমি ক্য়াটরিনার ঠিকই, তবে আগামী সাত জন্মে তুমি আমার ৷" জবাবে তাঁকে সুন্দরভাবে কাছে টেনে নেন অভিনেতা ৷

Vicky on Fans
আগামী সাত জন্মে তুমি আমার ভিকিকে বললেন এই ফ্যান
author img

By

Published : May 20, 2023, 11:55 AM IST

Updated : May 20, 2023, 4:46 PM IST

হায়দরাবাদ, 20 মে: বলি তারকা ভিকি কৌশল এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচারে ৷ ছবির পরিচালনার দায়িত্বে লক্ষণ উতেকর ৷ আর এই ছবিতে ভিকি জুটি বেঁধেছেন সারা আলি খানের সঙ্গে ৷ সারা এখন কান ফিল্ম ফেস্টিভ্যালে। এদিকে ছবির প্রচারে খামতি রাখছেন না ভিকি ৷ এবার প্রমোশনের জন্য় মহারাষ্ট্রের থানেতে দেখা মিলল ভিকির ৷ আর সেখানেই এক অনুরাগীকে "আই লাভ ইউ টু..." বলে বসলেন অভিনেতা ৷

বর্তমানে সেই ভিডিয়োটি রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ ভিডিয়োতে দেখা যায় ভিকি একটি স্টেজে দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন ৷ এদের মধ্য়েই এক অনুরাগী আচমকাই স্টেজে উঠে আসেন । নায়ককে তিনি বলেন, "এই জন্মে তুমি ক্য়াটরিনার ঠিকই, তবে আগামী সাত জন্মে তুমি শুধু আমার ৷" এই মহিলা ফ্যানের কথার জবাবে আবেগী হয়ে পড়েন ভিকি কৌশল ৷

তিনি তাঁকে কাছে টেনে নেন এবং বলেন, 'আই লাভ ইউ টু...৷' প্রিয় অভিনেতার জন্য় প্রায়শই অনেক অনুরাগীরাই এমন ব্যবহার করে থাকেন ৷ শাহরুখ, অক্ষয়, সলমনদের মতো তাবড় সুপারস্টারদের এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তবে ভিকি যেভাবে সুন্দর করে বিষয়টকে সামলেছেন তা সত্যিই নজর কেড়েছে সকলের ৷ এক তারকার গড়ে ওঠা নেপথ্যে যে ভক্তদের ভালোবাসাই থাকে সেটা আবারও প্রমাণ করলেন ভিকি ৷

ভিকির নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'-তেও উঠে আসবে প্রেমের টানা পোড়েনের গল্প ৷ একান্নবর্তী পরিবারে শুরু হওয়া একটি সম্পর্কের সুতো কীভাবে ধীরে ধীরে আলগা হতে শুরু করে সেটাই দেখানো হবে গল্পে। সম্পর্ক কীভাবে অচিরেই বিচ্ছেদের দিকে এগিয়ে যায় সেটাও থাকবে সিনেমায় ৷ সেই টানা পোড়েনের কাহিনিই উঠে আসবে এই গল্পে ৷ মধ্য়প্রদেশের আবহে তৈরি হওয়া এই ছবিটি পর্দায় আসতে চলেছে 2 জুন ৷

আরও পড়ুন:ইটিভি ভারতের সঙ্গে সুরেলা আড্ডায় জিৎ গঙ্গোপাধ্যায়

হায়দরাবাদ, 20 মে: বলি তারকা ভিকি কৌশল এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচারে ৷ ছবির পরিচালনার দায়িত্বে লক্ষণ উতেকর ৷ আর এই ছবিতে ভিকি জুটি বেঁধেছেন সারা আলি খানের সঙ্গে ৷ সারা এখন কান ফিল্ম ফেস্টিভ্যালে। এদিকে ছবির প্রচারে খামতি রাখছেন না ভিকি ৷ এবার প্রমোশনের জন্য় মহারাষ্ট্রের থানেতে দেখা মিলল ভিকির ৷ আর সেখানেই এক অনুরাগীকে "আই লাভ ইউ টু..." বলে বসলেন অভিনেতা ৷

বর্তমানে সেই ভিডিয়োটি রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ ভিডিয়োতে দেখা যায় ভিকি একটি স্টেজে দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন ৷ এদের মধ্য়েই এক অনুরাগী আচমকাই স্টেজে উঠে আসেন । নায়ককে তিনি বলেন, "এই জন্মে তুমি ক্য়াটরিনার ঠিকই, তবে আগামী সাত জন্মে তুমি শুধু আমার ৷" এই মহিলা ফ্যানের কথার জবাবে আবেগী হয়ে পড়েন ভিকি কৌশল ৷

তিনি তাঁকে কাছে টেনে নেন এবং বলেন, 'আই লাভ ইউ টু...৷' প্রিয় অভিনেতার জন্য় প্রায়শই অনেক অনুরাগীরাই এমন ব্যবহার করে থাকেন ৷ শাহরুখ, অক্ষয়, সলমনদের মতো তাবড় সুপারস্টারদের এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় ৷ তবে ভিকি যেভাবে সুন্দর করে বিষয়টকে সামলেছেন তা সত্যিই নজর কেড়েছে সকলের ৷ এক তারকার গড়ে ওঠা নেপথ্যে যে ভক্তদের ভালোবাসাই থাকে সেটা আবারও প্রমাণ করলেন ভিকি ৷

ভিকির নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'-তেও উঠে আসবে প্রেমের টানা পোড়েনের গল্প ৷ একান্নবর্তী পরিবারে শুরু হওয়া একটি সম্পর্কের সুতো কীভাবে ধীরে ধীরে আলগা হতে শুরু করে সেটাই দেখানো হবে গল্পে। সম্পর্ক কীভাবে অচিরেই বিচ্ছেদের দিকে এগিয়ে যায় সেটাও থাকবে সিনেমায় ৷ সেই টানা পোড়েনের কাহিনিই উঠে আসবে এই গল্পে ৷ মধ্য়প্রদেশের আবহে তৈরি হওয়া এই ছবিটি পর্দায় আসতে চলেছে 2 জুন ৷

আরও পড়ুন:ইটিভি ভারতের সঙ্গে সুরেলা আড্ডায় জিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated : May 20, 2023, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.