ETV Bharat / entertainment

Art Workshop for Visually Impaired: তিলোত্তমার বুকে অন্যরকম দুর্গা বন্দনায় মাতলেন দৃষ্টিহীন ভাস্কররা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:37 PM IST

এ এক অন্যরকম দুর্গা বন্দনা ৷ দৃষ্টিশক্তিহীন শিল্পীদের কল্পনায় ধরা দিলেন দেবী দুর্গা ৷ কলকাতার এক ওয়ার্কশপে শিল্পীদের এই কাজ প্রদর্শিত হবে মহালয়ায় ৷

Etv Bharat
জলছবি ওয়ার্কশপ

কলকাতা, 24 সেপ্টেম্বর: "অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে"- একজন শিল্পীর সত্ত্বা হারিয়ে যায়নি অন্ধকারে ৷ বরং সেই অন্ধকারে মনের আলো জ্বেলে গড়ে তুলেছেন দুর্গতিনাশিনী ও সিদ্ধিবিনায়কের মূর্তি ৷ রবিবার কলকাতার বুকে হওয়া ওয়ার্কশপ 'জলছবি'-তে সকলের নজর কেড়েছেন দৃষ্টিশক্তিহীন কয়েকজন ভাস্কর্য শিল্পী ৷

পরিচালক গৌতম ঘোষ এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন,"আর্টের কোনও সীমা নেই ৷ এটা মনের একটা অনুভূতি ৷ এই ধরনের উদ্যোগের মাধ্যমে অনেক অজানা শিল্পীর প্রতিভা উঠে আসবে প্রকাশ্যে ৷"

ভাস্কর বিমল কুণ্ডু সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "দৃষ্টিশক্তিহীন শিল্পীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ৷ সত্যিই শিল্পীদের কাজ দেখে অভিভূত ৷ তাঁরা দূর্গা, গণেশ, পাখি, ফল যেমন আপেল, এই সব কখনও চোখে দেখেননি ৷ কিন্তু সেগুলি মাটি দিয়ে একদম পারফেক্ট বানিয়েছে ৷ যা সত্যিই অবাক করার মতো ৷"

দৃষ্টিশক্তিহীন শিল্পী রাজু জানিয়েছেন, মা দুর্গার মূর্তি তৈরির করার আগে তিনি কুমোরটুলি গিয়েছেন ৷ কেমন হয় দুর্গা প্রতিমা তা অনুভব করতে ৷ তিনি বলেন, " আমি আজ গণেশ, দুর্গা, ও পাখি বানিয়েছে সেগুলো ছুঁয়ে অনুভব করে ৷ আমি নিশ্চিত,আমি যতগুলো জিনিস বানিয়েছি, প্রত্যেকটা ঠিক আছে ৷"

আরও পড়ুন: দুর্গাপুজোর থিম গান নিয়ে হাজির পরিচালক রাজ চক্রবর্তী, আসর মাতালেন পূজা-অঙ্কুশ

'জলছবি' ওয়ার্কশপের আহ্বায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ওয়ার্কশপে তিনটে থিম ছিল ৷ যার মধ্যে দুর্গাপুজো একটা ৷ তিনি বলেন, "বাংলায় এমন ওয়ার্কশপ প্রথমবার ৷ যেখানে একজন অন্ধ ব্যক্তি মা দুর্গার মূর্তি তৈরি করেছেন ৷ মায়ের আগমনী বার্তা এদের কাজের মাধ্যমেই ফুটে উঠেছে ৷ এছাড়াও তাঁরা গণেশ ও অনান্য মূর্তি তৈরি করেছেন ৷" তিনি আরও জানিয়েছেন, দুর্গা ছাড়াও সেভ দ্য টাইগার ও হেরিটেজ অফ কলকাতা নামে দু'টো থিম ছিল ৷ শিল্পীদের তৈরি প্রতিটি মূর্তি মহালয়ার দিন প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: "অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে"- একজন শিল্পীর সত্ত্বা হারিয়ে যায়নি অন্ধকারে ৷ বরং সেই অন্ধকারে মনের আলো জ্বেলে গড়ে তুলেছেন দুর্গতিনাশিনী ও সিদ্ধিবিনায়কের মূর্তি ৷ রবিবার কলকাতার বুকে হওয়া ওয়ার্কশপ 'জলছবি'-তে সকলের নজর কেড়েছেন দৃষ্টিশক্তিহীন কয়েকজন ভাস্কর্য শিল্পী ৷

পরিচালক গৌতম ঘোষ এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন,"আর্টের কোনও সীমা নেই ৷ এটা মনের একটা অনুভূতি ৷ এই ধরনের উদ্যোগের মাধ্যমে অনেক অজানা শিল্পীর প্রতিভা উঠে আসবে প্রকাশ্যে ৷"

ভাস্কর বিমল কুণ্ডু সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "দৃষ্টিশক্তিহীন শিল্পীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ৷ সত্যিই শিল্পীদের কাজ দেখে অভিভূত ৷ তাঁরা দূর্গা, গণেশ, পাখি, ফল যেমন আপেল, এই সব কখনও চোখে দেখেননি ৷ কিন্তু সেগুলি মাটি দিয়ে একদম পারফেক্ট বানিয়েছে ৷ যা সত্যিই অবাক করার মতো ৷"

দৃষ্টিশক্তিহীন শিল্পী রাজু জানিয়েছেন, মা দুর্গার মূর্তি তৈরির করার আগে তিনি কুমোরটুলি গিয়েছেন ৷ কেমন হয় দুর্গা প্রতিমা তা অনুভব করতে ৷ তিনি বলেন, " আমি আজ গণেশ, দুর্গা, ও পাখি বানিয়েছে সেগুলো ছুঁয়ে অনুভব করে ৷ আমি নিশ্চিত,আমি যতগুলো জিনিস বানিয়েছি, প্রত্যেকটা ঠিক আছে ৷"

আরও পড়ুন: দুর্গাপুজোর থিম গান নিয়ে হাজির পরিচালক রাজ চক্রবর্তী, আসর মাতালেন পূজা-অঙ্কুশ

'জলছবি' ওয়ার্কশপের আহ্বায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই ওয়ার্কশপে তিনটে থিম ছিল ৷ যার মধ্যে দুর্গাপুজো একটা ৷ তিনি বলেন, "বাংলায় এমন ওয়ার্কশপ প্রথমবার ৷ যেখানে একজন অন্ধ ব্যক্তি মা দুর্গার মূর্তি তৈরি করেছেন ৷ মায়ের আগমনী বার্তা এদের কাজের মাধ্যমেই ফুটে উঠেছে ৷ এছাড়াও তাঁরা গণেশ ও অনান্য মূর্তি তৈরি করেছেন ৷" তিনি আরও জানিয়েছেন, দুর্গা ছাড়াও সেভ দ্য টাইগার ও হেরিটেজ অফ কলকাতা নামে দু'টো থিম ছিল ৷ শিল্পীদের তৈরি প্রতিটি মূর্তি মহালয়ার দিন প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.